পশ্চিমবঙ্গের লৌহ-ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো

পশ্চিমবঙ্গের লৌহ-ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো
পশ্চিমবঙ্গের লৌহ-ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো।
পশ্চিমবঙ্গের লৌহ-ইস্পাত শিল্পের প্রধান সমস্যাগুলি হল–

কাঁচামালের অভাব: পশ্চিমবঙ্গে উন্নতমানের আকরিক লোহা পাওয়া যায় না। তাই ভিনরাজ্য বা বিদেশ থেকে আকরিক লোহা আমদানি করতে হয়। ফলে উৎপাদন ব্যয় অনেক বেশি হয়।

পুরোনো যন্ত্রপাতি: পশ্চিমবঙ্গের লৌহ-ইস্পাত কারখানাগুলির যন্ত্রপাতি পুরোনো এবং এগুলির রক্ষণাবেক্ষণ ও সময় মতো পরিবর্তনে নানাবিধ সমস্যা দেখা যায়।

কোক কয়লার অভাব: পশ্চিমবঙ্গে উৎকৃষ্ট মানের কোক কয়লা তেমন পাওয়া যায় না, ফলে আকরিক লোহা গলিয়ে ইস্পাত তৈরিতে অসুবিধা হয়। 

বিদ্যুতের ঘাটতি : পশ্চিমবঙ্গের লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রগুলিতে পর্যাপ্ত বিদ্যুতের অভাব শিল্পোৎপাদনে ব্যাঘাত ঘটায়।

শ্রমিক অসন্তোষ: এ রাজ্যের শিল্পক্ষেত্রের অন্যতম সমস্যা হল শ্রমিক ধর্মঘট, লকআউট, শ্রম দিবস নষ্ট। এই সমস্যা থেকে লৌহ-ইস্পাত শিল্পও দূরে নেই।

আধুনিকীকরণের অভাব: রাজ্যের ইস্পাত কেন্দ্রগুলি গতানুগতিক পদ্ধতিতেই পরিচালিত হয়। আধুনিক প্রযুক্তিবিদ্যা ব্যবহারের ক্ষেত্রে তেমন গুরুত্ব দেওয়া হয় না।

Leave a Comment