স্বাভাবিক আইন বা প্রাকৃতিক আইন বলতে তুমি কী বোঝ? |
স্বাভাবিক বা প্রাকৃতিক আইন
স্বাভাবিক বা প্রাকৃতিক আইন (Natural Law) বলতে সেইসব আইনকে বোঝায় যার দ্বারা প্রাকৃতিক ঘটনার মধ্যে সংগঠিত কার্যকারণের সঙ্গে সংশ্লিষ্ট নিয়মকানুনকে বোঝায়। প্রাকৃতিক আইন রাষ্ট্র দ্বারা সমর্থিত নয়। তাই এই আইন সার্বভৌম শক্তির আদেশ বলেও পরিগণিত হয়। প্রাকৃতিক আইন সর্বাপেক্ষা প্রাচীন।
অ্যারিস্টট্ল বলেছেন, প্রাকৃতিক আইন হল সর্বজনীন আইন। তাঁর মতে এই আইন গড়ে ওঠে মানুষের স্বাভাবিক ন্যায়নীতিকে ভিত্তি করে। এই ন্যায়নীতি বোধের আবির্ভাব ঘটেছে রাষ্ট্রের আবির্ভাবের অনেক আগে থেকেই। সোফিস্ট দার্শনিকগণ প্রাকৃতিক আইনকে বলেছেন শাশ্বত এবং অপরিবর্তনীয় আইন। আবার স্টোয়িক দার্শনিকগণও মনে করেন যে, প্রাকৃতিক আইন গড়ে ওঠার পিছনে শাশ্বত এবং অপরিবর্তনীয় আইন। আবার স্টোয়িক দার্শনিকগণও মনে করেন যে, প্রাকৃতিক আইন গড়ে ওঠার পিছনে শাশ্বত ন্যায়নীতিবোধ বিরাজমান। তাঁরা মনে করেন, প্রাকৃতিক আইন হল প্রজ্ঞার প্রকাশ। যা সমাজজীবনে খুবই গুরুত্বপূর্ণ।
রোমান চিন্তাবিদগণও প্রাকৃতিক আইনের গুরুত্ব প্রচার করেছেন। তাঁরা প্রাকৃতিক আইনকে চিরকালীন, সহজাত, অপৌরুষেয়, অবাধ বলে মনে করেন। মনুষ্যসৃষ্ট আইন প্রাকৃতিক আইনের অনুবর্তী, কারণ প্রাকৃতিক আইন গড়ে ওঠে মানুষের ন্যায়নীতিবোধ এবং সচেতনতার ওপর নির্ভর করে।
খ্রিস্টান ধর্মপ্রচারকগণ মধ্যযুগে ‘ঐশ্বরিক বিধান’ বলে প্রাকৃতিক আইনকে প্রচার করেন। যুক্তিবাদী দার্শনিকগণ, অর্থাৎ হবক্স, লক এবং রুশোর রচনায় প্রাকৃতিক রাষ্ট্র ব্যবস্থার আলোচনায় প্রাকৃতিক আইন। সম্পর্কে উল্লেখ আছে। প্রকৃতির রাজ্যে মানুষের জীবন পরিচালিত হত প্রাকৃতিক আইন দ্বারা। চুগো প্রোটিয়াস (Hugo Grotius) বলেছেন যে, প্রাকৃতিক আইনকে পরিবর্তন করা যায় না। আন্তর্জাতিক আইনের মূল উৎস হল প্রাকৃতিক আইন।
সমালোচনা:
প্রাকৃতিক আইনের ধারণাটি বিভিন্ন সমালোচক দ্বারা সমালোচিত হয়েছে। সমালোচকদের মতে। এই আইন অস্পষ্টতা দোষে দুষ্ট। কারণ ‘প্রাকৃতিক আইনা শব্দটি বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে।
সমালোচকদের মতে, পরিবর্তনশীল সমাজে মানুষের চিন্তা, ন্যায়বোধ, ধ্যান-ধারণা সবকিছুরই পরিবর্তন ঘটে। সেখানে প্রাকৃতিক আইন অপরিবর্তনীয় হলে সমাজ বিকাশের ক্ষেয়ে তা অবাস্তব প্রতিপন্ন হবে। তাছাড়া রাষ্ট্রীয় আইনের সঙ্গে প্রাকৃতিক আইনের বিরোধ দেখা দিলে রাষ্ট্রীয় আইনই কার্যকর হয় এবং প্রাকৃতিক আইন বাতিল হয়ে যায়। তাই সমালোচকগণ বলেছেন যে, প্রাকৃতিক আইনকে কার্যকর করার বা আরোপ করার। কোনো ব্যবস্থা নেই।