ভারতের জনসংখ্যার বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলি লেখো। |
ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ যে যে মূল সমস্যাগুলি সৃষ্টি করেছে তা হল–
বাসস্থানের সমস্যা :
ভারতে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, শহরে জনসংখ্যার অত্যধিক চাপ তীব্র বাসস্থানের সমস্যা সৃষ্টি করছে।
মাথাপিছু আয় হ্রাস:
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মাথাপিছু আয় (Per-capita Income) আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে না। ফলে, দেশের উন্নতি ব্যাহত হচ্ছে। দারিদ্র্যতা বৃদ্ধি: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মোট সম্পদের ব্যবহার আশানুরূপ না বাড়ায় দারিদ্র্যতা বাড়ছে।
বেকারত্ব বৃদ্ধি:
ভারতে জনসংখ্যার অধিক বৃদ্ধির ফলে বেকার সমস্যা তীব্রতর আকার ধারণ করেছে।
অপরাধ প্রবণতা বৃদ্ধি:
বেকারত্বের তাড়নায় সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। শিক্ষা সমস্যা: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাখাতে ব্যয় উপযুক্ত না হওয়ায় শিক্ষার সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
চিকিৎসা সমস্যা :
জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে ভারতে চিকিৎসার সমস্যা এক ভয়াবহ আকার ধারণ করেছে।
সঞ্চয়ের পরিমাণ হ্রাস :
জাতীয় আয়ের অধিকাংশই খাদ্য, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি অনুৎপাদক খাতে ব্যয় হওয়ায় প্রকৃত মূলধন সঞ্চয়ের পরিমাণ হ্রাস পাচ্ছে।
প্রাকৃতিক ভারসাম্য বিঘ্ন:
উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধির কারণে ভারতে কৃষিজমি ও বনভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে, ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে, নানারকম দূষণ বেড়ে চলেছে। ফলে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।