হাওড়া শহরকে ‘ভারতের গ্লাসগো’ বলা হয় কেন

হাওড়া শহরকে 'ভারতের গ্লাসগো' বলা হয় কেন
হাওড়া শহরকে ‘ভারতের গ্লাসগো’ বলা হয় কেন?
পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সদর শহর হাওড়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এবং হুগলি শিল্পাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। হাওড়া শহরকে বলা হয়ে থাকে ভারতের গ্লাসগো। কারণ- গ্রেট ব্রিটেনের গ্লাসগো শহরের সঙ্গে এর কয়েকটি ক্ষেত্রে বিশেষ সাদৃশ্য রয়েছে। এগুলি হল –
  • গ্লাসগো ক্লাইড (Clyde) নদীর তীরে অবস্থিত। তেমনি হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত।
  • গ্লাসগোতে যেমন প্রচুর সংখ্যক যন্ত্রপাতি ও ইঞ্জিনিয়ারিং শিল্পের সমাবেশ ঘটেছে। তেমনি হাওড়া শহরেও অসংখ্য ক্ষুদ্র, মাঝারি ইঞ্জিনিয়ারিং শিল্প, বস্ত্রবয়ন শিল্প, পাটশিল্প ইত্যাদি গড়ে উঠেছে।
  • গ্লাসগো শহরের মতোই এই সমস্ত শিল্পসমূহের আকর্ষণে রাজ্যের বিভিন্ন প্রান্ত, প্রতিবেশী রাজ্য বিহার, ওড়িশা এমনকি উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ হাওড়া শহরে এসে ভিড় জমিয়েছে। ফলে হাওড়া শহর ঘিঞ্জি ও ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Comment