মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয়?
প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টট্লকে মনোবিদ্যার আদিপুরুষ বলা হয়।
কোন্ ভাষা থেকে ‘Psychology’ শব্দটির উৎপত্তি?
গ্রিক ভাষা থেকে ‘psychology’ শব্দটির উৎপত্তি ঘটেছে।
দেকার্তের মতে মনোবিদ্যার বিষয়বস্তু কী?
দেকার্তের মতে মনোবিদ্যার বিষয়বস্তু হল মন।
“চৈতনার মধ্যেই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি”-এই উক্তিটি কার?
“চেতনার মধ্যেই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি”- আলোচ্য উক্তিটি করেছিলেন উইলিয়াম জেমস।
কোন্ মনোবিদ কত খ্রিস্টাব্দে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার তৈরি করেন? অথবা, মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার কে প্রথম স্থাপন করেন?
মনোবিদ উইলিয়াম উন্ড 1879 খ্রিস্টাব্দে প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার তৈরি করেন।
‘Psychology’ যে দুটি ভিন্ন শব্দ থেকে গঠিত হয়েছে সেগুলির নাম লেখো।
‘Psyche’ এবং ‘logos’ এই দুটি ভিন্ন শব্দ থেকে ‘Psychology’ শব্দটি গঠিত হয়েছে।
প্রয়োগমূলক মনোবিদ্যার জনক কে?
প্রয়োগমূলক মনোবিদ্যার জনক হলেন জাঁ জ্যাক রুশো।
মনোবিদ্যা হল ‘আচরণের বিজ্ঞান’-এই মতটি কার?
জে বি ওয়াটসনের মতে মনোবিদ্যা হল আচরণের বিজ্ঞান।
“মনোবিদ্যা হল আচরণ সম্পর্কিত বিজ্ঞান”-এই মতটি কার?
‘মনোবিদ্যা হল আচরণ সম্পর্কিত বিজ্ঞান’-এই মতটি মনোবিদ ম্যাকডুগালের।
‘Psychology’ কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
‘Psychology’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘Psyche’ এবং ‘logy’ থেকে। ‘Psyche’ শব্দের অর্থ ‘আত্মা’ এবং ‘logy’ শব্দের অর্থ ‘বিজ্ঞান’ বা ‘শাস্ত্র’। অর্থাৎ ‘Psychology’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ‘আত্মার বিজ্ঞান’।
আচরণ কী?
আচরণ হল সেইসব প্রচেষ্টা, যা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রাণী করে থাকে।
Text book of Psychology গ্রন্থের লেখক কে?
Text book of Psychology গ্রন্থের লেখক মেরি এলেন ফোলে [ (Mary Allen Foley) |
কিন্ডারগার্টেন শিক্ষাপদ্ধতির জনক কে?
কিন্ডারগার্টেন শিক্ষাপদ্ধতির জনক হলেন শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবেল।
আচরণবাদের জনক কে?
মনোবিজ্ঞানী জে বি ওয়াটসন হলেন আচরণবাদের জনক।
শিক্ষামনোবিদ স্কিনার কোন্ বিষয়ের ওপর পরীক্ষানিরীক্ষা করেন?
শিক্ষামনোবিদ স্কিনার শিখন-এর ওপর পরীক্ষানিরীক্ষা করেন।
আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখার নাম কী?
আধুনিক মনোবিদ্যার প্রধান দুটি শাখা হল—[1] তাত্ত্বিক বা শুদ্ধ মনোবিদ্যা এবং [2] প্রয়োগমূলক বা ফলিত মনোবিদ্যা।
শিক্ষামনোবিদ্যা বলতে কী বোঝ?
ফলিত মনোবিদ্যার যে শাখা শিক্ষাপ্রক্রিয়াকে বিশ্লেষণ করতে এবং উন্নত করতে আলোচনা করে তাকে শিক্ষামনোবিদ্যা বলে।
কয়েকটি মনোবিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতির নাম লেখো।
কয়েকটি মনোবিজ্ঞানসম্মত শিক্ষল্প পদ্ধতি হল-অনুবন্ধ পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, আবিষ্কারমূলক পদ্ধতি, কনসেপ্ট অ্যাটেনমেন্ট পদ্ধতি, মন্তেসরি পদ্ধতি ইত্যাদি।
শিক্ষামনোবিদ্যা হল মনোবিদ্যার সেই শাখা যা শিক্ষণ ও শিখন নিয়ে আলোচনা করে’-এই মতটি কার?
স্কিনার-এর মতে শিক্ষামনোবিদ্যা হল মনোবিদ্যার সেই শাখা যা শিক্ষণ ও শিখন নিয়ে আলোচনা করে।
সমাজমিতি পদ্ধতি বা কৌশলটি কে উদ্ভব করেন?
ড. জে এল মোরেনো সমাজমিতি পদ্ধতি বা কৌশল উদ্ভব করেন।
পরীক্ষামূলক মনোবিদ্যার জনক কে?
উইলিয়াম উন্ড হলেন পরীক্ষামূলক মনোবিদ্যার জনক।
শিক্ষামনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
শিক্ষামনোবিজ্ঞান হল সেই বিজ্ঞান যা ব্যক্তির শিক্ষাকালীন আচরণ নিয়ে আলোচনা করে এবং সেই আচরণের উন্নতিসাধনে সচেষ্ট হয়।