তোমার অঞ্চলে বইমেলা শুরু হয়েছে। একটি প্রতিবেদন রচনা করো।

গ্রামীণ বইমেলার উদবোধন প্রতিবেদন রচনা

গ্রামীণ বইমেলার উদবোধন

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া, হাওড়া, ২৬ ডিসেম্বর : বই মানুষের প্রাণের সম্পদ। এখানে ছোটো-বড়ো সবার মনের খোরাক থাকে। মনের রসদ জোগাতে উলুবেড়িয়ায় অনুষ্ঠিত হল বইমেলা। উদবোধন করেন এলাকার বিধায়ক। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক বলেন, যুবকদের মধ্যে অপরাধ প্রবণতা কমানোর ক্ষেত্রে বই একটি কার্যকরী ভূমিকা নিতে পারে। বাড়াতে হবে শিক্ষার প্রসার। বই শুধু আলমারিতে সাজিয়ে রাখলে হবে না। ছোটোদের পড়ার অভ্যাস ও ইচ্ছা জাগ্রত করতে হবে। প্রত্যন্ত গ্রামগঞ্জেও মেলার পরিধি ছড়িয়ে দিতে হবে। উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ বলেন, বর্তমানে বইয়ের দাম অত্যন্ত বেশি। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। পাবলিশার্সদের বিষয়টি ভাবতে হবে। দাম বাড়ার ফলে বই কেনার আগ্রহ কমছে। বিশেষত সাধারণ বাড়ির ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। বইমেলার উদ্দেশ্য এতে ব্যাহত হচ্ছে। বইমেলা প্রাঙ্গণে বই যেমন রয়েছে স্তূপাকারে তেমনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। লোকনৃত্য, লোকসংগীত, কবিতাপাঠ ও শ্রুতিনাটকের ব্যবস্থা রয়েছে। বইমেলা চলবে পাঁচদিন।

Leave a Comment