বিশ্বের ভাষা ও ভাষা পরিবার MCQ | XI Bengali 1st Semester WBCHSE
১. সারা পৃথিবীতে ভাষার সংখ্যা-
(ক) দুই হাজার
(খ) তিন হাজার
(গ) চার হাজার
(ঘ) পাঁচ হাজার
২. পৃথিবীতে যতগুলি ভাষা প্রচলিত আছে তার নির্দিষ্ট উত্তর দেওয়া-
(ক) সহজ
(খ) খুবই কঠিন
(গ) দেয়ার প্রয়োজন নেই
(ঘ) দেওয়া যেতে পারে
৩. পৃথিবীর বেশিরভাগ ভাষার ব্যবহারকারীর সংখ্যা-
(ক) এক লক্ষ থেকে কয়েকশোর মধ্যে
(খ) পাঁচ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে
(গ) দশ লক্ষ থেকে চার হাজার
(ঘ) দশ লক্ষ থেকে একশোর মধ্যে
৪. ভাষাবিদ শুলৎস যেখানকার অধিবাসী ছিলেন-
(ক) জার্মানি
(খ) ইতালি
(গ) ফরাসি
(ঘ) স্পেন
৫. ভাষাবিদ ক্যারদ্যু ছিলেন যেখানকার ভাষাবিদ-
(ক) জার্মানি
(খ) ইটালি
(গ) ফরাসি
(ঘ) স্পেন
৬. সংস্কৃতের সঙ্গে যে ইয়োরোপীয় ভাষার সাদৃশ্য আছে-
(ক) গ্রিক
(খ) লাতিন
(গ) জার্মানি
(ঘ) সবগুলিই.
৭. সংস্কৃতের সঙ্গে ইয়োরোপীয় ভাষার সাদৃশ্যের কথা বলেছেন-
(ক) উইলিয়াম জোন্স
(খ) স্যোসুর
(গ) জামেন হফ
(ঘ) ক্যারদ্যু
৮. উইলিয়াম জোন্স যত খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে বক্তব্য রাখেন-
(ক) ১৭৭৬ খ্রি.
(খ) ১৭৮৬ খ্রি.
(গ) ১৮৭৪ খ্রি.
(ঘ) ১৮৭৬ খ্রি.
৯. পৃথিবীর ভাষাকে যতগুলি পদ্ধতিতে বর্গীকরণ করা হয়-
(ক) ২টি
(খ) ৪টি
(গ) ৬টি
(ঘ) ৮টি
১০. যে উপাদানকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ সম্ভব নয়-
(ক) জাতি
(খ) সামাজিক অবস্থান
(গ) শিক্ষাগত মানদণ্ড
(ঘ) ধর্ম
১১. নির্দিষ্ট কালপর্বে কোনো ভাষার বর্গীকরণ সম্ভব নয়- কেননা-
(ক) ভাষা স্থির
(খ) ভাষা একরৈখিক
(গ) ভাষা সময়ের সঙ্গে বদলায়
(ঘ) ভাষা সময়ের সঙ্গে চলতে পারে না
১২. বাক্য ও শব্দের বিশ্লেষণ করে ভাষার যে শ্রেণি বিভাগ তা হল-
(ক) ধ্বনিতাত্ত্বিক
(খ) রূপতাত্ত্বিক
(গ) প্রত্যয়গত
(ঘ) কোনোটিই নয়
১৩. শব্দ তৈরি হয় যা দিয়ে-
(ক) ধাতু বা শব্দ
(খ) উপসর্গ
(গ) প্রত্যয় ও বিভক্তি
(ঘ) সবগুলিই
১৪. ভারতীয় ভোটা চিনা ভাষায় যা থাকে না-
(ক) উপসর্গ
(খ) প্রত্যয়
(গ) বিভক্তি
(ঘ) সবগুলিই
১৫. ভারতীয় ভোট চিনা গোষ্ঠীর ভাষায় কর্তা, কর্ম নিরূপণ করা হয় যা দেখে-
(ক) বাক্যের গঠন দেখে
(খ) বাক্যের মধ্যে পদের অবস্থান দেখে
(গ) বাক্যকে বিশ্লেষণ করে
(ঘ) কোনোটিই নয়
১৬. অনন্বয়ী বা অসমবায়ী গোষ্ঠীর ভাষা হয়-
(ক) চিনা
(খ) নেপালি
(গ) ইংরেজি
(ঘ) উর্দু
১৭. প্রত্যয় ও বিভক্তির সাহায্যে গঠিত পদ এবং বাক্যের পদের উপাদানগুলি আলাদা করলেও যদি স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং সেগুলি যে-কোনো পদ গঠনে ব্যবহার করা গেলে, তাকে বলে-
(ক) অনন্বয়ী বর্গ
(খ) মুক্তান্বয়ী বর্গ
(গ) অনান্বয়ী বর্গ
(ঘ) আনন্বয়ী বর্গ
১৮. মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত ভাষা হল-
(ক) চিনা
(খ) হিব্রু
(গ) তুর্কি
(ঘ) সবগুলিই
১৯. ‘মুক্তান্বয়ী ভাষার বর্গকে কটি উপবর্গে’ বিভক্ত করা হয় যার ব্যবহারের উপর ভিত্তি করে-
(ক) উপসর্গ ও অনুসর্গ
(খ) উপসর্গ ও প্রত্যয়
(গ) প্রত্যয় ও বিভক্তি
(ঘ) উপসর্গ ও বিভক্তি
২০. ভারতের যে প্রাচীন ভাষাগোষ্ঠী মুক্তান্বয়ী বর্গের অন্তর্গত-
(ক) দ্রাবিড়
(খ) ভোট চিনীয়
(গ) ভারতীয় অর্থ
(ঘ) অস্ট্রিক
২১. যে বর্গে বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা নেই-
(ক) অনন্বয়ী
(খ) মুক্তান্বয়ী
(গ) সমন্বয়ী
(ঘ) অত্যন্বয়ী
২২. অত্যন্বয়ী বর্গে বান্ধারার নিম্নতম অংশ হল-
(ক) শব্দ
(খ) পদ
(গ) বাক্য
(ঘ) বিভক্তি
২৩. অত্যন্বয়ী বর্গের ভাষার একটি উদাহরণ হল-
(ক) বান্টু
(খ) সেমীয় হামীয়
(গ) বাল্ভে স্নাবিক
(ঘ) এক্সিমো
২৪. যে বর্গের ভাষাতে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ শব্দের সঙ্গে একাত্ম হয়ে থাকে, স্বাধীন কোনো অস্তিত্ব থাকে না-
(ক) অত্যন্বয়ী
(খ) মুক্তান্বয়ী
(গ) সমন্বয়ী
(ঘ) অনন্বয়ী
২৫. একই বংশের অন্তর্গত ভাষাগুলিকে বলা হয়-
(ক) সমগোত্রজ ভাষা
(খ) সবর্গজ ভাষা
(গ) সহোদর ভাষা
(ঘ) সবগুলিই
২৬. পৃথিবীর অধিকাংশ ভাষাগুলি যে ক’টি ভাষা পরিবারের মধ্যে বর্গীভূত হয়েছে-
(ক) ২০-২১টি
(খ) ২২-২৪টি
(গ) ২৫-২৬টি
(ঘ) ২৭-৩০টি
২৭. যে ভাষাগুলির শ্রেণিবদ্ধ করা হয় নি তাদের বলা হয়েছে-
(ক) গোষ্ঠীভূত ভাষা
(খ) বর্গীভূত ভাষা
(গ) অগোষ্ঠীভূত ভাষা
(ঘ) কোনোটিই নয়
২৮. পৃথিবীর ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল যে ভাষাবংশ-
(ক) ইন্দো-ইয়োরোপের
(খ) ভোট চিনীয়
(গ) ইন্দোইরানীয়
(ঘ) অস্ট্রিক
২৯. ইন্দো-ইয়োরোপেব ভাষা বংশের বিস্তৃতি হল-
(ক) ইয়োরোপের পূর্ব প্রান্ত থেকে পূর্বে ভারত পর্যন্ত
(খ) ইয়োরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্বে ভারত পর্যন্ত
(গ) ইয়োরোপের উত্তর প্রান্ত থেকে পূর্বে ভারত পর্যন্ত
(ঘ) ইয়োরোপের দক্ষিণ প্রান্ত থেকে পূর্বে ভারত পর্যন্ত
৩০. ইন্দো-ইয়োরোপের ভাষা বংশের অন্তর্গত যতগুলি ভাষা গোষ্ঠী –
(ক) ৫টি
(খ) ৭টি
(গ) ৩টি
(ঘ) ১২টি
৩১. ইন্দো-ইয়োরোপের ভাষা গোষ্ঠী যতগুলি শাখায় বিভক্ত হয়েছিল-
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
৩২. ইয়োরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
(ক) গ্রিক
(খ) ইতালীয়
(গ) জার্মানি
(ঘ) স্পেনীয়
৩৩. ইলিয়াড ও ওডিসি যাঁর রচিত-
(ক) সোফেফ্রেস
(খ) ইউরিপিপডিস
(গ) হোমার
(ঘ) ইনিয়াড
৩৪. ইতালীয় শাখার প্রধান ভাষা হল-
(ক) হিব্রু
(খ) পার্সি
(গ) ল্যাটিন
(ঘ) স্পেনীয়
৩৫. রোম সাম্রাজের ঐশ্বর্য ও প্রতিপত্তির নিদর্শন যে ভাষা-
(ক) হিব্রু
(খ) পার্সি
(গ) ল্যাটিন
(ঘ) স্পেনীয়
৩৬. ফরাসি ভাষা যে ভাষা গোষ্ঠীর অন্তর্গত-
(ক) জার্মানি
(খ) ইতালীয়
(গ) তিউনিশীয়
(ঘ) কেলতীয়
৩৭. ফরাসি ভাষা ফ্রান্স ছাড়াও আর যে দেশে প্রচলিত-
(ক) বেলজিয়াম
(খ) সুইটজারল্যান্ড
(গ) কানাডা
(ঘ) সবগুলিই
৩৮. মধ্য ও উত্তর আমেরিকায় যে ভাষা প্রচলিত-
(ক) ফরাসি
(খ) স্প্যানিশ
(গ) ল্যাটিন
(ঘ) গ্রিক
৩৯. ইংরেজি যে ভাষা গোষ্ঠী থেকে এসেছে-
(ক) উত্তর জার্মানিক
(খ) পশ্চিম জার্মানিক
(গ) ইতালীয় শাখা
(ঘ) গ্রিক শাখা
৪০. আইরিশ ভাষা যে শাখার অন্তর্গত-
(ক) উত্তর জার্মানিক
(খ) পশ্চিম জার্মানিক
(গ) কেলতিক
(ঘ) বালতো স্লাভিক
৪১. ইন্দো ইরানীয় শাখাটি যতগুলি ভাগে বিভক্ত হয়েছে-
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
৪২. ইংরেজি ভাষা যে বর্গের অন্তর্ভুক্ত-
(ক) অসমবায়ী
(গ) অত্যন্বয়ী
(খ) সমবায়ী
(ঘ) সমন্বয়ী
৪৩. ইরানীয় শাখা থেকে জন্ম নেয় যতগুলি ভাষা-
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
৪৪. ‘জেন্দ আবেস্তা’র ভাষা হল-
(ক) পারসিক
(খ) আবেস্তীয়
(গ) শ্লেভিক
(ঘ) পোলিশ
৪৫. ইরানি শাখার প্রাচীনতম নিদর্শন যে গ্রন্থ-
(ক) জেন্দ আবেস্তা
(গ) ওল্ড টেস্টামেন্ট
(খ) বাইবেল
(ঘ) কোনোটিই নয়
৪৬. ইন্দো ইয়োরোপীয় বংশের যে শাখা ভারতে প্রবেশ করে-
(ক) ভারতীয় আর্য
(গ) ইন্দো ইরানীয় আর্য
(খ) ইরানীয় আর্য
(ঘ) কোনোটিই নয়
৪৭. হিট্টিয় ভাষার সন্ধান পাওয়া যায় যে শতকে-
(ক) একাদশ
(খ) দ্বাদশ
(গ) অষ্টাদশ
(ঘ) বিংশ শতকে
৪৮. কেন্তুম্ বর্গের ভাষা গুচ্ছের মধ্যে ভাষা হল-
(ক) কেলাতিক
(গ) জার্মানিক
(খ) গ্রিক
(ঘ) সবগুলিই
৪৯. সতম্ বর্গের ভাষা গুচ্ছের মধ্যে ভাষা হল-
(ক) আর্মেনীয়
(গ) ইন্দো-ইরানীয়
(খ) বাল্ভে স্লাভিক
(ঘ) সবগুলিই
৫০. ফারসি ভাষার জন্ম হয়েছে যে ভাষা থেকে-
(ক) ইরানীয় আর্য
(খ) আবেস্তীয়
(গ) বাল্বে স্লাভিক
(ঘ) পহুবী
৫১. ইরানীয় আর্য ভাষা বংশের অন্তর্গত আধুনিক দুটি ভাষা হল-
(ক) পশতু ও আবেস্তা
(খ) আবেস্তা ও বেলুচি
(গ) বেলুচি ও পারসিক
(ঘ) পশতু ও বেলুচি
৫২. ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি যত খ্রিস্ট পূর্বাব্দের-
(ক) ১৪৫০ খ্রি.পূ.
(গ) ১৪৫৬ খ্রি.পূ
(খ) ১৪৫২ খ্রি.পূ
(ঘ) ১৪৫৮ খ্রি.পূ
৫৩. হিব্রু ও আরবি ভাষা যে ভাষা বংশের অন্তর্গত-
(ক) বালতো স্লাভিক
(খ) বান্টু
(গ) সেমীয় হামীয়
(ঘ) ইন্দো-ইয়োরোপীয়
৫৪. বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যে ভাষায় রচিত-
(ক) সেমিয় হামিয়
(খ) হিব্রু
(গ) কেলতিক
(ঘ) আরবি
৫৫. আধুনিক হিব্রু যে দেশের সরকারি ভাষা-
(ক) ইজরায়েল
(গ) ইরান
(খ) ইরাক
(ঘ) সিঙ্গাপুর
৫৬. সেমিয় হামিয় শাখার যে ঐতিহ্যবাহী ভাষা বর্তমানে লুপ্ত-
(ক) ইরানীয়
(খ) আরবি
(গ) মিশরীয়
(ঘ) কোনোটিই নয়
৫৭. সেমীয় হামীয় ভাষা বংশের বাইরে আফ্রিকার সমস্ত ভাষা-
(ক) পশতু-বেলুচি
(খ) হিব্রু-আরবি
(গ) হাঙ্গেরীয়-বান্টু
(ঘ) বান্টু-ককেশীয়
৫৮. মধ্য ও পশ্চিম আফ্রিকায় যে ভাষা বংশের প্রচলন-
(ক) এক্সিমো
(খ) বান্টু
(গ) ভিন্ন উগ্রীয়
(ঘ) সেমিয় হামিয়
৫৯. সেমিয় হামিয় ভাষা বংশের দুটি প্রধান উপশাখা হল-
(ক) সেমীয় ও বালটিক
(খ) সেমিয় ও গথিক
(গ) সেমীয় ও মিশরীয়
(ঘ) সেমিয় ও হামিয়
৬০. বান্টুভাষা বংশের অন্তর্গত ‘নাইজার কঙ্গো’ পরিবারের প্রধান ভাষা হল-
(ক) সোয়াহিলি
(খ) কঙ্গো
(গ) লুবা ও জুলু
(ঘ) সবগুলিই
৬১. আফ্রিকার দক্ষিণ পশ্চিমাংশে পিগমিদের ভাষাগুলি যে ভাষা বংশের অন্তর্গত-
(ক) হেটেনটট্- বুশম্যান
(খ) বুশম্যান-সেমিয়
(গ) হেটেনটট্- ককেশীয়
(ঘ) নাইজার-কঙ্গো
৬২. বান্টুভাষা গোষ্ঠীর একটি উপবিভাগ হল-
(ক) চারিনিল
(খ) পিগমি
(গ) ফিনো-উগ্রীয়
(ঘ) সোয়াহিলি
৬৩. মজর যে দেশের ভাষার নাম-
(ক) বুলগেরিয়া
(খ) ইউক্রেন
(গ) হাঙ্গেরি
(ঘ) ফিনল্যান্ড
৬৪. মজর ভাষার অন্য নাম-
(ক) ফিনল্যান্ডি
(খ) হাঙ্গেরিয়ান
(গ) বুলগেরিয়ান
(ঘ) কোনোটিই নয়
৬৫. ফিনল্যান্ডের ভাষার নাম-
(ক) ফিনল্যান্ডি
(খ) ফিনল্যান্ডিয়ান
(গ) ফিনিস
(ঘ) সবগুলিই
৬৬. সাইবেরিয়ার মরু অঞ্চলে ভাষার নাম-
(ক) সাইবের
(খ) উরাল
(গ) জর্জিয়া
(ঘ) সাময়েদ
৬৭. ফিনো-উগ্রীয় ভাষার বংশের অন্যতম-
(ক) জর্জিয়া
(খ) উরাল
(গ) সাইবের
(ঘ) ফিনিস
৬৮. জর্জিয়া ভাষা যে ভাষা বংশের অন্তর্গত-
(ক) দ্রাবিড়
(খ) অস্ট্রিক
(গ) ককেশীয়
(ঘ) ফিন-উগ্রীয়
৬৯. মায়া ও আজতেক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে আমেরিকার যে অংশে-
(ক) উত্তর
(খ) দক্ষিণ
(গ) পূর্ব
(ঘ) পশ্চিম
৭০. আজতেক সভ্যতার ভাষা হল-
(ক) উলো
(খ) উগো
(গ) উটো
(ঘ) উট
৭১. দক্ষিণ আমেরিকার প্রাচীন ও গুরুত্বপূর্ণ সভ্যতা ইনকার অধিবাসীরা যে ভাষার কথা বলতেন-
(ক) ইনকা
(খ) কিচুয়া
(গ) কিচু
(ঘ) ল্যাটিন
৭২. দক্ষিণ আমেরিকায় একটি অন্যতম ভাষা বংশ হল –
(ক) আরা
(খ) আরাবিল
(গ) আরাওয়াক
(ঘ) আরায়া
৭৩. অ্যানটিলিশ হল একটি-
(ক) ভাষা
(খ) জাতি
(গ) দ্বীপ
(ঘ) সভ্যতা
৭৪. উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে প্রচলিত ভাষা হল-
(ক) এক্সিমো
(খ) আলেউট
(গ) কঠিক খ ভুল
(ঘ) ক ওখ ঠিক
৭৫. নীচের যে ভাষাগুলি অবর্গীভূত-
(ক) জাপানি
(খ) কোরিয়
(গ) বাক্স
(ঘ) সবগুলিই
৭৬. যেসব ভাষাকে কোনো সূত্রেই বর্গীভূত করা সম্ভব হয় নি তাদের বলে-
(ক) অসমন্বয়ী ভাষা
(খ) অসমবায়ী ভাষা
(গ) অবর্গীভূত ভাষা
(ঘ) কোনোটিই নয়
৭৭. চিনা ভাষা ও লিপির প্রভাব দেখা যায় যে ভাষায়-
(ক) জাপানি
(খ) কোরিয়
(গ) বাক্স
(ঘ) কোনোটিই নয়
৭৮. অস্বাভাবিক ভাষার উদাহরণ হল-
(ক) মিশ্রভাষা
(খ) কৃত্রিম ভাষা
(গ) কঠিক খ ভুল
(ঘ) ক ও খ দুটোই ঠিক
৭৯. স্বাভাবিক ভাষা বলতে বোঝায়-
(ক) বর্গীভূত ভাষা
(খ) অবর্গীভূত ভাষা
(গ) কঠিক খ ভুল
(ঘ) ক ও খ দুটোই ঠিক
৮০. মিশ্র ভাষা ব্যবহৃত হয়-
(ক) লেখ্যভাষায়
(খ) কথ্যভাষায়
(গ) উপভাষায়
(ঘ) বিভাগীয়
৮১. মিশ্রভাষা বোঝাতে ভাষা বিজ্ঞানীরা যতগুলি পারিভাষিক শব্দ ব্যবহার করেন-
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
৮২. ইয়োরোপীয় জাতিগুলির উপনিবেশ বিস্তারের ফল হল-
(ক) পিজিন
(গ) ক্রেওল
(খ) কেওল
(ঘ) পিনিজ
৮৩. ‘পিজিন ইংলিশের’ পিজিন শব্দটি এসেছে যে শব্দের চিনীয় উচ্চারণ থেকে-
(ক) বিজনেস
(গ) পিজিন
(খ) বিজিন
(ঘ) পিনিজ
৮৪. পিজিন হল-
(ক) মাতৃভাষা
(খ) সংযোগ সংস্পর্শের ফলে উদ্ভূত ভাষা
(গ) লুপ্তভাষা
(ঘ) ব্যবসায়িক ভাষা
৮৫. পিজিন ভাষা যখন লুপ্ত হয়-
(ক) ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ কাছাকাছি
(খ) কাছাকাছি ভাষা গোষ্ঠীর মানুষ বিচ্ছিন্ন হয়ে গেলে
(গ) ভাষা ব্যবহারকারীদের মধ্যে সংযোগের ফলে
(ঘ) কোনোটিই নয়
৮৬. ক্রেওল হল-
(ক) দীর্ঘস্থায়ী পিজিন
(খ) গোষ্ঠী ভাষা
(গ) দীর্ঘস্থায়ী পিজিন যখন গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয়
(ঘ) গোষ্ঠীর মাতৃভাষা
৮৭. পিজিনের সীমিত শব্দভাণ্ডার ক্রমশ সুগঠিত হয়, তৈরি হয় ব্যাকরণ- এই প্রক্রিয়াকে বলে-
(ক) পিজিন গঠন
(খ) ক্রেওল
(গ) খ্রিওল
(ঘ) কোনোটিই নয়
৮৯. স্পেনীয় ও পোর্তুগিজ ভাষার মিশ্রণে যে ভাষা গড়েছে-
(ক) মরিশাস ক্রেওল
(খ) চিনুক
(গ) বিচ-লা-মার
(ঘ) সবগুলিই
৯০. পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে ভাষার প্রচলন আছে-
(ক) বিচ-লা-মার
(খ) মরিশাস ক্রেওল
(গ) চিনুক
(ঘ) পিজিন-ইংরেজি
৯১. মরিশাস ক্রেওল তৈরি হয়েছিল যে ভাষার উপর নির্ভর করে-
(ক) ফরাসি ও মাদাগাসকারি
(খ) ফার্সি ও মাদাগাসকারি
(গ) স্পেনীয় ও মাদাগাসকারি
(ঘ) পোতুর্গিজ ও মাদাগাসকারি
৯২. উত্তর আমেরিকার ওরেগেন অঞ্চলে যে ভাষার প্রচলন-
(ক) মরিশাস ক্রেওল
(খ) পিজিন-ইংরেজি
(গ) চিনুক
(ঘ) বিচ-লা-মার
৯৩. ভাষার বিচ্ছিন্নতার জন্য মানুষের মধ্যে মানসিক দূরত্ব ও বিচ্ছেদ তৈরি হয়, এই নিয়ে গল্প আছে-
(ক) বাইবেল-এ
(খ) ইলিয়াস-এ
(গ) গীতা-য়
(ঘ) কোরাণ-এ
৯৪. ওরেগেন অঞ্চলের চিনুকের জন্ম হয়েছিল যত শতকে-
(ক) পঞ্চদশ
(খ) সপ্তদশ
(গ) অষ্টদশ
(ঘ) উনবিংশ শতকে
৯৫. মানুষের মধ্যে বিচ্ছিন্নতা ঘুচিয়ে ঐক্য স্থাপনের কথা বলেছিলেন দার্শনিক-
(ক) রেনে দেকার্ত
(খ) ফ্রান্সিস বেকন
(গ) জন উইলকিন্স
(ঘ) সকলেই
৯৬. যোহান মার্টিন শ্লেইয়ার যে কৃত্রিম ভাষা তৈরি করেন-
(ক) চিনুক
(খ) ভোলাপুক
(গ) নোভিয়াল
(ঘ) ইডো
৯৭. ভোলাপুক ভাষা তৈরি হয় যে শতকে-
(ক) সপ্তদশ
(খ) অষ্টদশ
(গ) উনবিংশ
(ঘ) বিংশ শতকে
৯৮. সমস্ত পৃথিবীর ব্যবহার যোগ্য বর্ণমালার প্রয়োজনের কথা মনে করেন-
(ক) মার্টিন শ্লেইয়ার
(খ) জামেন হয়
(গ) জন উইলকিন্স
(ঘ) কেউই নয়
৯৯. এল.এল. জামেন হফ যে, কৃত্রিম ভাষা তৈরি করেন-
(ক) বিচ-লা-মার
(খ) ইডো
(গ) ইসপারেন্তো
(ঘ) এসপেরান্তো
১০০. এসপেরান্তো ভাষাটি যে সময় তৈরি হয়-
(ক) ১৮৫৭ খ্রি.
(খ) ১৮৬৭ খ্রি.
(গ) ১৮৭৭ খ্রি.
(ঘ) ১৮৮৭ খ্রি.
১০১. জামেন হফ এসপেরান্তো বিষয়ে যে ভাষার প্রস্তাবটি লেখেন-
(ক) ইংরেজি
(খ) রুশ
(গ) জার্মানি
(ঘ) ল্যাটিন
১০২. এসপেরান্তো ভাষা তৈরিতে জামেন হফ যে ছদ্মনাম ব্যবহার করেন-
(ক) Doctor Esperanto
(খ) Doktro Esperanto
(গ) Doctor Esperanta
(ঘ) Doktoro Esperanto
১০৩. ‘Doktro Esperanta’ শব্দের অর্থ হল-
(ক) Doctor Hopeful
(খ) Doktro Hopeful
(গ) Docktro Helpful
(ঘ) Doctor Helpful
১০৪. যে ভাষা বংশের ভাষাগুলির উপর ভিত্তি করে এসপেরান্তো গড়ে ওঠে-
(ক) অস্ট্রিক
(খ) কেলতিক
(গ) ইন্দো-ইয়োরোপীয়
(ঘ) টিউটানিক
১০৫. এসপেরান্তো ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে যে ভাষার প্রভাব-
(ক) রোমান
(খ) জার্মানি
(গ) রুশ
(ঘ) শ্লাভ
১০৬. এসপেরান্তো ভাষার রূপ তাত্ত্বিক বৈশিষ্ট্যে যে ভাষার প্রভাব-
(ক) রোমান ও রুশ
(খ) রোমান ও জার্মানি
(গ) রুশ ও শ্লাভ
(ঘ) শ্লাভ ও জার্মানি
১০৭. এসপেরান্তো ভাষা আয়ত্ত করা সম্ভব যতগুলি সূত্রের সাহায্যে-
(ক) ১২টি
(খ) ১৪টি
(গ) ১৬টি
(ঘ) ১৮টি
১০৮. এই ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা-
(ক) ২০টি
(খ) ২২টি
(গ) ২৩টি
(ঘ) ২৬টি
১০৯. এই ভাষায় স্বরসন্ধির সংখ্যা-
(ক) ২টি
(খ) ৫টি
(গ) ৭টি
(ঘ) ১১টি
১১০. এই ভাষায় যৌগিক স্বরসন্ধির সংখ্যা-
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৮টি
১১১. এইভাষার অর্ধস্বর হল-
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি
১১২. এই ভাষায় যতগুলি শব্দমূলের সঙ্গে প্রত্যয়/বিভক্তি যোগে শব্দ তৈরি হয়-
(ক) ৯১৯টি
(খ) ৯২০টি
(গ) ৯২১টি
(ঘ) ৯২২টি
১১৩. এই ভাষায় শব্দ সংখ্যা-
(ক) ২০০০এরও বেশি
(খ) ৪০০০ এরও বেশি
(গ) ৬০০০ এরও বেশি
(ঘ) ৮০০০ এরও বেশি
১১৪. Novial ভাষা যাঁর চিন্তার ফলে উদ্ভূত হয়েছিল-
(ক) বেকন
(খ) জামেন হফ
(গ) শ্লেলইয়ার
(ঘ) ওটোইয়েসপারসন
১১৫. Novial গড়ে উঠে ছিল যে ভাষার মিশ্রণে-
(ক) এসপেরান্তো
(খ) ইডো
(গ) ওসিভেনটাল
(ঘ) সবগুলিই
১১৬. অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষার প্রকাশ ঘটে, ভাষা বিজ্ঞানীদের মতে সেই ভাষা হল-
(ক) এসপেরান্তো
(খ) ইডো
(গ) ‘নভিয়াল
(ঘ) পারা ল্যাঙ্গুয়েজ
১১৭. মূক ও বধিরদের জন্য যে ভাষা তৈরি হয়-
(ক) সাংকেতিক ভাষা
(খ) কৃত্রিম ভাষা
(গ) প্যারা ল্যাঙ্গুেয়েজ
(ঘ) নভিয়াল
১১৮. সাংকেতিক ভাষার উদ্ভব হয় –
(ক) ১৭৫৭ খ্রি.
(খ) ১৭৭৫ খ্রি.
(গ) ১৮৫৭ খ্রি.
(ঘ) ১৮৭৫ খ্রি.
১১৯. সাংকেতিক ভাষার উদ্ভব ‘করেন ফরাসি শিক্ষাবিদ-
(ক) Abbe Charles Michel de l’Epe’e
(খ) Thomas gallandet
(গ) Laurent cleare
(ঘ) Richard Paget
১২০. সাংকেতিক ভাষার অন্যতম পদ্ধতি হল-
(ক) Finger touch
(খ) Hand writing
(গ) Paget-Gorman
(ঘ) কোনোটিই নয়
১২১. সাংকেতিক ভাষার যতগুলি সংকেত সমন্বিত ভাষা আছে-
(ক) ২০০০টি
(খ) ৩০০০টি
(গ) ৪০০০টি
(ঘ) ৫০০০টি
১২২. উত্তর আমেরিকার অধিবাসীদের মধ্যে প্রচলিত এক ধরনের সাংকেতিক ভাষা হল-
(ক) আমের ইন্দ
(খ) বন্দে-ই হিন্দ
(গ) পিজিন
(ঘ) সবগুলিই
১২৩. ‘আমের ইন্দ’ পদ্ধতিকে কাজে লাগিয়ে Madge Skelly-র দ্বারা উদ্ভাবিত পদ্ধতিকে বলা হয়-
(ক) Paget Gorman
(খ) Finger Spelling
(গ) Hand talk
(ঘ) Rochester
১২৪. সাংকেতিক ভাষায় শব্দ বোঝানোর জনপ্রিয় পদ্ধতি হল
(ক) Paget Gorman
(খ) Finger Spelling
(গ) Hand talk
(ঘ) Rochester
১২৫. Finger Spelling পদ্ধতি অন্য যে নামে পরিচিত-
(ক) Paget Gorman
(খ) Handtalk
(গ) Dactygloly
(ঘ) Dankon
১২৬. Dactylology পদ্ধতিতে ব্রিটিশরা ব্যবহার করেন-
(ক) একটি হাত
(খ) দুটি হাত
(গ) একটি হাত ও একটি পা
(ঘ) দুটি হাত ও একটি পা
১২৭. Finger Spelling পদ্ধতির সমস্যা হল-
(ক) এর ভাষা শিশুরা বুঝবে না
(খ) নিরক্ষর মানুষেরা বুঝবে না।
(গ) কঠিক খ ভুল
(ঘ) ক ও খ দুটোই ঠিক
১২৮. Finger Spelling পদ্ধতির সমস্যা দূর করার জন্য যে আধুনিক পদ্ধতির উদ্ভব হয়েছে-
(ক) Paget Gorman
(খ) Hand talk
(গ) Rochester
(ঘ) কোনোটিই নয়
১২৯. Finger Spelling পদ্ধতিতে সাধারণ বর্ণমালার প্রতিটি বর্ণের জন্য ব্যবহার করা হয়-
(ক) পৃথক চিহ্ন বা হাতের মুদ্রা
(খ) একই চিহ্ন বা হাতের মুদ্রা
(গ) কঠিক ও খ ভুল
(ঘ) ক ও খ দুই-ই ঠিক
১৩০. ইংরেজি Thank you শব্দটি এসপারেন্তো হল-
(ক) Dankon
(খ) Donkon
(গ) Dankan
(ঘ) Danken
১৩১. এসপেরান্তো ভাষাকে সংস্কার করে যে কৃত্রিম ভাষাগুলির জন্ম হয়েছিল সেগুলি দ্রুত হারিয়ে যায়, কেননা –
(ক) তা জনমানসে ছাপ ফেলতে পারে-নি
(খ) নানা বৈশিষ্ট্যের মিশ্রণে গড়ে উঠেছিল
(গ) কঠিক খ ভুল
(ঘ) ক ও খ দুই-ই ঠিক
১৩২. সাংকেতিক ভাষায় যে ভাষার প্রভাব পড়তে পারে
(ক) কথ্য
(খ) লেখ্য
(গ) ক ঠিক খ ভুল
(ঘ) ক ও খ দুই-ই ঠিক
১৩৩. ‘Paget Gorman’ পদ্ধতিটি যে ভাষার ক্ষেত্রে প্রযোজ্য-
(ক) ইংরেজি
(খ) রুশ
(গ) জার্মান
(ঘ) ল্যাটিন
১৩৪. Dactylology-র প্রয়োগে আমেরিকানরা ব্যবহার করেন-
(ক) একটি হাত
(খ) দুটি হাত
(গ) একটি হাত ও একটি পা
(ঘ) দুটি হাত ও দুটি পা
১৩৫. এসপেরান্তো সংস্কার করার জন্ম নিয়েছে-
(ক) ইডো
(খ) নাভিয়াল
(গ) ওসিডেনটাল
(ঘ) সবগুলিই
১৩৬. Paget Gorman পদ্ধতির সীমাবদ্ধতা হল-
(ক) নির্দিষ্ট স্থান চিহ্নিত করতে না পারা
(খ) নির্দিষ্ট ব্যক্তি চিহ্নিত করতে না পারা
(গ) কঠিক খ ভুল
(ঘ) ক ও খ দুটোই ঠিক
১৩৭. ইন্দো-ইয়োরোপীয় ভাষা গোষ্ঠী মানুষেরা যেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে-
(ক) রাশিয়া
(গ) জার্মানি
(খ) স্পেন
(ঘ) রোম
১৩৮. পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম-
(ক) সেমীয় হেমীয়
(খ) অস্ট্রিক
(গ) ইন্দো-ইয়োরোপীয়
(ঘ) ককেশীয়
আরও পড়ুন – বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু ও নামকরণ