সাম্রাজ্যসমূহ MCQ | XI History 1st Chapter | 1st Semester WBCHSE

সাম্রাজ্যসমূহ MCQ | XI History 1st Chapter | 1st Semester WBCHSE

সাম্রাজ্যসমূহ MCQ | XI History 1st Chapter | 1st Semester WBCHSE
সাম্রাজ্যসমূহ MCQ | XI History 1st Chapter | 1st Semester WBCHSE

1. অ্যাসিরীয়, হিট্রাইট ও মিটান্নি সাম্রাজ্যের সূচনা হয়েছিল-

(ক) এশিয়ায়

(খ) আফ্রিকায়

(গ) উত্তর আমেরিকায়

(ঘ) দক্ষিণ আমেরিকায়।

2. কিংবদন্তি অনুসারে কোন্ রাজা প্রথম রোম শাসন করেন?

(ক) জুলিয়াস সিজার

(খ) অগাস্টাস সিজার

(গ) রোমুলাস

(ঘ) নিরো।

3. প্রাচীন রোমের সপ্তম রাজা ছিলেন-

(ক) রোমুলাস

(খ) লুসিয়াস টারকুইনাস সুপারবাস

(গ) টুল্লাস হসটিলাস

(ঘ) টারকুইনাস প্রিসকাস।

4. ‘De Republica’ গ্রন্থটি কার লেখা?

(ক) সিসেরো

(খ) লিভি

(গ) অ্যারিস্টটল

(ঘ) শ্লিম্যান।

5. কার নেতৃত্বে সামরিক একনায়কতন্ত্র (৮১-৭৯ খ্রিস্টপূর্ব) শুরু হয়েছিল?

(ক) সুল্লা

(খ) টিবেরিয়াস

(গ) মারিয়াস

(ঘ) ক্রাসাস।

6. মার্কাস ক্রাসাস, পম্পেই এবং জুলিয়াস সিজার মিলিতভাবে রোম শাসন করতে শুরু করেন, তা কী নামে পরিচিত?

(ক) ট্রায়ামভিরেট বা ত্রয়ীর শাসন

(খ) ট্রয়ম্যান

(গ) ত্রিম্যান এম্পেয়ার

(ঘ) ত্রিম্যানিয়েট।

7. রোমের গৃহযুদ্ধ’ কাদের মধ্যে হয়েছিল?

(ক) জুলিয়াস সিজার ও পম্পেই

(খ) অগাস্টাস সিজার ও সুল্লা

(গ) রোমুলাস ও পম্পেই

(ঘ) নিরো ও পম্পেই।

8. কে প্রথমে দশ বছরের জন্য একনায়কপদে নির্বাচিত হন ও পরে ‘চিরস্থায়ী একনায়ক’ (Dictator for Perpetuity) উপাধি নেন?

(ক) রোমুলাস

(খ) জুলিয়াস সিজার

(গ) নিরো

(ঘ) অগাস্টাস সিজার।

9. জুলিয়াস সিজারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্রে নেতৃত্ব দেন?

(ক) জুনিয়াস ফ্রুটাস ও গায়ুস ক্যাসিয়াস

(খ) রোমুলাস ও সুল্লা

(গ) নিরো ও জুনিয়াস ব্রুটাস

(ঘ) কনস্ট্যানটাইন ও অগাস্টাস সিজার।

10. দ্বিতীয়বার ‘ত্রয়ীর শাসন’ বা ‘দ্বিতীয় ট্রায়ামভিরেট’ শুরু করেন-

(ক) গায়ুস অক্টাভিয়ান, দ্বিতীয় কনসাল লেপিডাস এবং মার্ক অ্যান্টনি

(খ) মার্কাস ক্রাসাস, জুলিয়াস সিজার এবং পম্পেই

(গ) মার্কাস অরেলিয়াস, জুলিয়াস সিজার এবং পম্পেই

(ঘ) টিবেরিয়াস, রোমুলাস এবং লেপিডাস।

11. কে নিজেকে ‘প্রিন্সেপস’ বা ‘প্রথম নাগরিক’ বলে ঘোষণা করেন?

(ক) নিরো

(খ) রেমাস

(গ) অগাস্টাস সিজার

(ঘ) রোমুলাস।

12. দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দে সিনেট কাকে প্রাচীন রোমান প্রজাতন্ত্রের শ্রেষ্ঠ সম্মান ‘Pater Patriae’ (দেশের পিতা) উপাধি দিয়েছিল?

(ক) অগাস্টাস

(খ) ডোমিসিয়ান

(গ) ওথো

(ঘ) জুলিয়াস সিজার।

13. কোন্ গ্রন্থটিকে জিশুখ্রিস্টের আগমনবার্তা বলে খ্রিস্ট ধর্মাবলম্বীরা স্মরণ করেন? 

(ক) একলগ

(খ) দ্য হিস্ট্রি অফ রোম

(গ) জারজিক্স

(ঘ) মেটামরফোসিস।

14. রোমের কলোসিয়ামে অ্যাম্ফিথিয়েটার নির্মাণের কাজ কোন্ রোমান সম্রাট শুরু করেন?

(ক) ক্যালিগুলা

(খ) ডেসিয়াস

(গ) ক্যারাকালা

(ঘ) ভেসপাসিয়ান।

15. কাদের ‘পাঁচ ভালো সম্রাট’ বলা হয়?

(ক) কোকেয়াস নার্ভা, ট্রাজান, হ্যাড্রিয়ান, অ্যান্টোনিনাস পিউস ও মার্কাস অরেলিয়াস

(খ) অগাস্টাস, টিবেরিয়াস, ক্যালিগুলা, ক্লডিয়াস ও নিরো

(গ) গলবা, ওথো, ভাইটেলাস, ভেসপাসিয়ান ও টাইটাস।

(ঘ) প্রথম গার্ডিয়ান, দ্বিতীয় গার্ডিয়ান, অগাস্টাস, প্যাপিয়েনাস ও তৃতীয় গার্ডিয়ান।

16. কোন্ রোমান সম্রাটের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয়েছিল তৃতীয় শতকের সংকট?

(ক) অগাস্টাস সিজার

(খ) জুলিয়াস সিজার

(গ) আলেকজান্ডার সেভেরাস

(ঘ) কমোডাস।

17. ‘টেট্রার্কি’ বা ‘চার সম্রাটের শাসন’ কে চালু করেন?

(ক) নিরো

(খ) ক্লডিয়াস

(গ) ডায়োক্লেসিয়ান

(ঘ) ফিলিপ।

18. “কনস্ট্যানটাইনের খ্রিস্ট ধর্ম গ্রহণ খ্রিস্টান চার্চের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে।”- একথাটি কে বলেন?

(ক) এম ক্যারে

(খ) লিভি

(গ) প্লিনি

(ঘ) সিসেরো।

19. পূর্ব ও পশ্চিম রোমকে একক শাসনব্যবস্থার মধ্যে আনেন সেনাপ্রধান-

(ক) থিওডোসিয়াস

(খ) ভ্যালেন্টিয়ান

(গ) ভ্যালেন্স

(ঘ) গলবা।

20. পূর্ব রোম সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ছিলেন-

(ক) থিওডোসিয়াস

(খ) আর্কাডিয়াস

(গ) মার্সিয়ান

(ঘ) জাস্টিনিয়ান।

21. কোন্ সম্রাট কনস্ট্যান্টিনোপলের উপর আরব অবরোধ ভেঙে দেন?

(ক) চতুর্থ কনস্ট্যানটাইন

(খ) প্রথম কনস্ট্যানটাইন

(গ) দ্বিতীয় কনস্ট্যানটাইন

(ঘ) তৃতীয় কনস্ট্যানটাইন।

22. কবে পূর্ব রোমান সাম্রাজ্যের অবসান ঘটে?

(ক) ১৪০০ খ্রিস্টাব্দে

(খ) ১৪৫৩ খ্রিস্টাব্দে

(গ) ১৪১০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৫০০ খ্রিস্টাব্দে।

23. কোন্ দেবীর নাম থেকে February কথাটি এসেছে?

(ক) ডায়ানা

(খ) স্যাটার্ন

(গ) ফ্রেবিস

(ঘ) জুনো।

24. রোমের আদি বংশধররা যে নামে পরিচিত ছিলেন, তা হল-

(ক) হেলট

(খ) প্যাট্রিসিয়ান

(গ) প্লেবিয়ান

(ঘ) মিনার্ভা।

25. কোন্ আইন জারি করে সাধারণ মানুষকে কিছু অধিকার দেওয়া হয়েছিল?

(ক) লেক্স ভ্যালোরিয়া ডি প্রোভোকেশন

(খ) লেক্স ইউনিয়া নরবোনা

(গ) লেক্স এইলিয়া সেন্টিয়া

(ঘ) লেক্স ফুফিয়া সেন্টিয়া।

26. অ্যারিস্টটল তাঁর কোন গ্রন্থে দাসদের ‘জৈবযন্ত্র’ বা ‘Animated Tool’ বলে অভিহিত করেছেন?

(ক) পলিটিকস

(খ) রিপাবলিক

(গ) দ্য গ্রিকস

(ঘ) দি এনসিয়েন্ট গ্রিকস।

27. স্পার্টার ক্রীতদাসদের বলা হত-

(ক) হেলট

(গ) মেটিক

(খ) পেনেসটাই

(ঘ) পেরিওকয়।

28. প্রথম দাস বিদ্রোহ হয়েছিল-

(ক) ফ্লোরেন্সে

(খ) সিসিলিতে

(গ) গ্রিসে

(ঘ) মিশরে।

আরও পড়ুন – দর্শন শব্দের অর্থ MCQ

Leave a Comment