কবি লালন ঈশ্বর, পরমাত্মা বা বাউলদের মনের মানুষের কথা বা তাঁর সান্নিধ্যলাভের কথা জানতে পারার কথা বলেছেন।
পঙক্তিটির মাধ্যমে কবি বাউলসাধনা ও ভক্তিবাদ, গুরুবাদের প্রসঙ্গকে তুলে ধরেছেন। মানুষ পরমাত্মা বা মনের মানুষের সান্নিধ্যলাভের যে চেষ্টা করে, তার জন্য দরকার মানুষের ভজনা বা সেবা এবং মানবগুরুর কৃপা, আশীর্বাদ। মানবগুরুর দেখানো পথে মানবসেবার মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে উঠে মানুষ পরমাত্মার সঙ্গে মিলিত হয়। অর্থাৎ মানবগুরুর কৃপা আশীর্বাদ ছাড়া তা সম্ভব হয় না।