আলোচ্য অংশটি সৈয়দ মুজতবা আলীর ‘বই কেনা’ রচনা থেকে গৃহীত।
লেখক এখানে মানুষের মনের চোখ অর্থাৎ অন্তঃদৃষ্টির কথা বলেছেন। এই মনের চোখ বা অন্তঃদৃষ্টি বৃদ্ধির ফলে মানুষ সমগ্র পৃথিবীর সৌন্দর্যকে দেখতে পায়, উপলব্ধি করতে পারে।
এই মনের চোখ বা অন্তঃদৃষ্টি বৃদ্ধির জন্য দরকার নানান জ্ঞান-বিজ্ঞানকে আয়ত্ত করা। আর এই জ্ঞান-বিজ্ঞানকে আয়ত্ত করতে হলে প্রথম প্রয়োজন
বই পড়া এবং বই পড়তে হলে দরকার বই কেনার প্রবৃত্তি সৃষ্টি। লেখকের এমনই মত।