অর্থশাস্ত্র’-এ রাজার কার্যাবলি সম্পর্কে কী বলা হয়েছে

অর্থশাস্ত্র’-এ রাজার কার্যাবলি সম্পর্কে কী বলা হয়েছে

অর্থশাস্ত্র'-এ রাজার কার্যাবলি সম্পর্কে কী বলা হয়েছে
অর্থশাস্ত্র’-এ রাজার কার্যাবলি সম্পর্কে কী বলা হয়েছে

ভূমিকা

প্রাচীন ভারতের বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্য রচিত বিখ্যাত গ্রন্থ হল ‘অর্থশাস্ত্র’। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই গ্রন্থে রাজতন্ত্র সম্পর্কে আলোচনা প্রসঙ্গে কৌটিল্য রাজার নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে বিশদে আলোচনা করেছেন। যথা-

  • প্রজাদের জীবন ও সম্পত্তি রক্ষা: ‘অর্থশাস্ত্র’-এ বলা হয়েছে, রাজার প্রধান কর্তব্য হল প্রজাদের জীবন ও সম্পত্তি রক্ষা করা।
  • নিরাপত্তা রক্ষা : কৌটিল্যের মতে, রাজার অপর আর-এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হল প্রজাদের নিরাপত্তা বিধান করা। বহিঃশত্রু আক্রমণ, নানা রোগ-ব্যাধি, প্রাকৃতিক বিপর্যয়, দস্যু বা দুষ্কৃতীদের হাত থেকে প্রজাসাধারণকে রক্ষা করার দিকে রাজাকে সদাসতর্ক থাকতে হবে। নিজের নিরাপত্তার বিষয়েও রাজাকে সতর্ক থাকতে হবে।
  • প্রজাকল্যাণ : কৌটিল্য তাঁর ‘অর্থশাস্ত্র‘ গ্রন্থে বলেছেন, রাজাকে হতে হবে প্রজাকল্যাণকামী। তাঁর মতে, রাজাকে সর্বদাই সুশাসন প্রতিষ্ঠা ও প্রজাকল্যাণের কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। তিনি বলেছেন, “প্রজার সুখেই রাজার সুখ, প্রজার হিতে (মঙ্গল) রাজার হিত”। এজন্য রাজাকে নানা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
  • বিচারকার্য পরিচালনা: রাজাই হলেন রাষ্ট্রে বিচার বিভাগের প্রধান। কৌটিল্যের মতে, অপরাধীকে দণ্ড বা শান্তিদান করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য।
  • কর আদায়: ‘অর্থশাস্ত্র’-এ বলা হয়েছে দুর্বল বা শূন্য রাজকোশ রাষ্ট্রের দুর্গতির অন্যতম মূল কারণ। তাই রাজাকে রাজস্ব বা কর- আদায় ও বৃদ্ধির ব্যাপারে সর্বদা নজর দিতে হবে।
  • রাজকর্মচারী নিয়োগ: রাজা শাসনকার্য পরিচালনার সুবিধার্থে মন্ত্রী বা অমাত্য, পুরোহিত, বিচারক সহ বিভিন্ন উচ্চপদস্থ রাজকর্মচারীদের নিয়োগ করেন। নিয়োগের ক্ষেত্রে তিনি যোগ্যতাকেই অগ্রাধিকার দেবেন।
  • গুপ্তচর নিয়োগ: কৌটিল্যের মতে, গুপ্তচর নিয়োগের মাধ্যমেই রাজাকে রাজ্যের অভ্যন্তরে ও বাইরে নানা খবর সংগ্রহ করতে হবে।

মূল্যায়ন

উক্ত আলোচনার ভিত্তিতে সবশেষে বলা যায় যে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজাই হলেন সর্বেসর্বা। শাসন পরিচালনার ক্ষেত্রে উক্ত দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি তাঁকে আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ দায়দায়িত্ব পালন করতে হয়। যথা-প্রজাদের বৌদ্ধিক বিকাশ, দুস্থ-অসহায় ও পীড়িতদের সাহায্যদান, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, যুদ্ধ পরিচালনা রূপায়ণ ইত্যাদি।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment