মন্তেস্কর রাষ্ট্রচিন্তা সম্পর্কে কী জান

ভূমিকা
অষ্টাদশ শতকে ফ্রান্স তথা ইউরোপের অন্যতম প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ও দার্শনিক হলেন মন্তেস্কু (১৬৮৯-১৭৫৫ খ্রিস্টাব্দ)। তাঁর জ্ঞানদীপ্ত রাষ্ট্রদর্শন তৎকালীন ফ্রান্স তথা ইউরোপকে গভীরভাবে আলোড়িত করেছিল।
মন্তেস্কুর রাষ্ট্রচিন্তা
(1) রচিত গ্রন্থ: মন্তেস্কুর রাষ্ট্রচিন্তা সম্পর্কিত সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থটি হল দ্য স্পিরিট অফ লজ (‘The Spirit of Laws’। এ ছাড়াও দ্য পার্সিয়ান লেটারস (‘The Persian Letters’) এবং গ্রেটনেস অ্যান্ড ডেক্লাইন অফ দ্য রোমানস প্রভৃতি গ্রন্থ থেকেও তাঁর রাষ্ট্রচিন্তা সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়।
(2) ক্ষমতা বিভাজন তত্ত্ব: মন্তেস্কুর রাষ্ট্রচিন্তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক হল ক্ষমতা বিভাজন তত্ত্ব। তিনি ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থে রাষ্ট্রের ক্ষমতা বিভাজন তত্ত্বটি বিশদে ব্যাখ্যা করেছেন। তাঁর ক্ষমতা বিভাজন তত্ত্ব-এর মূলকথা হল-একই ব্যক্তি বা শাসকের হাতে শাসন, আইন এবং বিচার বিভাগের ক্ষমতা থাকা উচিত নয়। তাহলে শাসক তথা রাষ্ট্র স্বৈরাচারী হয়ে পড়বে এবং ব্যক্তিস্বাধীনতা লোপ পাবে। তাই তিনি শাসন, আইন ও বিচার বিভাগের ক্ষমতা বিভাজনের দাবি জানান।
(3) স্বাধীনতার ধারণা : মন্তেস্কু ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থে স্বাধীনতার ধারণা ব্যক্ত করেছেন। তবে তিনি অনিয়ন্ত্রিত ব্যক্তিস্বাধীনতার বিরোধী ছিলেন।
(4) রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব: মন্তেস্কু মূলত তিন ধরনের রাষ্ট্র বা সরকারের কথা উল্লেখ করেছেন। তবে এগুলি হল- (i) রাজতন্ত্র, (ii) প্রজাতন্ত্র, (iii) স্বৈরতন্ত্র। তিনি জনসাধারণের নিরাপত্তা রক্ষা এবং জনগণের মঙ্গলসাধনকে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে করেন।
(5) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র: মন্তেস্কু দীর্ঘকাল ইংল্যান্ডে বসবাসের সূত্রে ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের আদর্শ দ্বারা প্রভাবিত হন। তাই মন্তেস্কু স্বৈরাচারী বুরবোঁ রাজতন্ত্রের তীব্র সমালোচনা করলেও তিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকেই সমর্থন করেছেন। অর্থাৎ তিনি পুরোপুরি রাজতন্ত্র উচ্ছেদের পক্ষপাতী ছিলেন না।
(6) আইনের ধারণা: মন্তেস্কু মূলত প্রাকৃতিক আইনতত্ত্বে বিশ্বাসী ছিলেন। তাঁর মতে, আইন জনগণের নিরাপত্তা এবং সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভীষণ জরুরি।
মূল্যায়ন
সবশেষে বলা যায় যে মন্তেস্কু ছিলেন অষ্টাদশ শতকের অন্যতম জ্ঞানদীপ্ত রাষ্ট্রচিন্তাবিদ। মন্তেস্কর রাষ্ট্রচিন্তা বিশেষত তাঁর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আধুনিক রাষ্ট্রব্যবস্থা এবং রাষ্ট্রচিন্তাবিদদের গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর জ্ঞানদীপ্ত রাষ্ট্রদর্শন দ্বারা বেশকিছু ইউরোপের শাসক অনুপ্রাণিত হয়েছিলেন।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর