পারস্যের স্যাট্রাপ বা ক্ষত্রপদের সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো

ভূমিকা
পৃথিবীর একটি অন্যতম বৃহৎ ও শক্তিশালী প্রাচীন সাম্রাজ্য হল পারস্যের আকিমেনীয় সাম্রাজ্য। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সম্রাট দ্বিতীয় সাইরাস বা ‘সাইরাস দ্য গ্রেট’ এই পারসিক সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি এই বিশাল সাম্রাজ্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ও শাসনকার্যের সুবিধার জন্য সাম্রাজ্যকে কতকগুলি প্রদেশ বা এককে ভাগ করেন। এই প্রদেশগুলি পরিচিত ছিল ‘স্যাট্রাপি’ নামে এবং প্রদেশ-এর শাসনকর্তা ‘স্যাট্রাপ’ বা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন।
(1) উপাদান: আকিমেনীয় সম্রাটদের আমলের বিভিন্ন শিলালিপি, বিশেষত বেহিস্তান লিপি, হেরোডোটাসের বিবরণ প্রভৃতি তথ্যসূত্র থেকে পারস্যের স্যাট্রাপদের সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়।
(2) অর্থ: ‘স্যাট্রাপ’ (Satrap) শব্দের উৎপত্তি প্রাচীন গ্রিক শব্দ স্যাট্রাপিস (Satrapes) বা স্যাট্রাপিয়া (Satrapeia) থেকে। প্রাচীন পারসিক ভাষায় এটি ‘ক্ষত্রপভ’ বা ‘ক্ষত্রপ’ নামে উল্লেখিত হয়েছে। যার অর্থ ‘প্রদেশের রক্ষাকর্তা’। অর্থাৎ প্রাচীন আকিমেনীয় সাম্রাজ্যের প্রাদেশিক বা আঞ্চলিক শাসনকর্তারা স্যাট্রাপ বা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন। পারসিক সম্রাটরা তাঁদের নিয়োগ করতেন।
(3) স্যাট্রাপদের উত্থান: পারস্য সম্রাট দ্বিতীয় সাইরাসের আমলে প্রাদেশিক শাসনকর্তা হিসেবে আকিমেনীয় সাম্রাজ্যে স্যাট্রাপদের উত্থান ঘটে। পরবর্তীকালে সম্রাট প্রথম দারিউস (৫২২-৪৮৬ খ্রিস্টপূর্বাব্দ) পারস্যের স্যাট্রাপি বা প্রদেশ এবং স্যাট্রাপদের সুসংগঠিত করেন।
(4) কার্যাবলি: সম্রাট মনোনীত প্রদেশের গভর্নর বা শাসনকর্তা হিসেবে স্যাট্রাপ বা ক্ষত্রপদের নানা গুরুত্বপূর্ণ দায়দায়িত্ব পালন করতে হত। যেমন-
(i) তাঁর শাসনাধীন প্রদেশ থেকে রাজস্ব সংগ্রহ করা।
(ii) প্রদেশের আইন-শৃঙ্খলা ও শান্তিরক্ষা করা।
(iii) দেওয়ানি ও ফৌজদারি বিচারের তত্ত্বাবধান করা।
(iv) বিভিন্ন সামরিক দায়দায়িত্ব পালন এবং স্থানীয় স্তরে বিদ্রোহ দমন করা ইত্যাদি।
(5) সম্রাট ও স্যাট্রাপ সম্পর্ক: পারস্যের স্যাট্রাপরা ছিলেন সম্রাটের প্রতিনিধি। তাই প্রশাসনিক যে-কোনো কাজকর্মের জন্য তাঁরা সম্রাটের কাছে দায়বদ্ধ থাকতেন। মূলত দারিউসের আমল থেকে তাঁদের কার্যকলাপ সম্পর্কে নজরদারির জন্যে ‘রাজার নয়ন’ (Eyes of the king) নামক এক শ্রেণির পর্যবেক্ষক নিয়োগ করা হয়। স্যাট্রাপরা তাঁদের দায়দায়িত্ব পালনে অবহেলা দেখালে বা ব্যর্থ হলে সম্রাট তাঁদের পদচ্যুতও করতেন।
মূল্যায়ন
উক্ত আলোচনার ভিত্তিতে সবশেষে বলা যায় যে, স্যাট্রাপ বা ক্ষত্রপরা ছিলেন পারস্য সাম্রাজ্যের প্রাদেশিক বা আঞ্চলিক শাসনের সর্বেসর্বা। তাঁরা ছিলেন সাম্রাজ্যের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসনের যোগসূত্র রক্ষাকারী।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর