তৃতীয় ক্রুসেডের বিবরণ দাও

ভূমিকা
খ্রিস্টান ধর্মযোদ্ধারা প্রথম ক্রুসেডে জয়লাভ করলেও দ্বিতীয় ক্রুসেডে মুসলমানদের কাছে তারা পরাজিত হয়। তুর্কি শাসক নুরউদ্দিন জেঙ্গির নেতৃত্বে এডেসা ও দামাস্কাসে পুনরায় মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাঁর মৃত্যুর পর সিরিয়া ও মিশরের শাসক সালাদিন হাট্টিনের যুদ্ধে (১১৮৭ খ্রিস্টাব্দ) খ্রিস্টানদের শোচনীয়ভাবে পরাস্ত করে জেরুজালেম পুনর্দখল করেন।
(1) তৃতীয় ক্রুসেডের আহ্বান: সালাদিনের নেতৃত্বে মুসলমানরা জেরুজালেম পুনর্দখল করায় গোটা খ্রিস্টান জগৎ বিচলিত ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু কিছুদিনের মধ্যেই ধর্মযোদ্ধাদের পুনরুজ্জীবিত করে পোপ অষ্টম গ্রেগরি তৃতীয় ক্রুসেডের ডাক দেন (১১৮৭ খ্রিস্টাব্দ)।
(2) নেতৃবৃন্দ: তৃতীয় ক্রুসেডে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন বিখ্যাত জার্মান সম্রাট ফ্রেডারিক বারবারোসা, ইংল্যান্ডের শক্তিমান রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট, ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ বা ফিলিপ অগাস্টাস প্রমুখ। অন্যান্য ক্রুসেডের তুলনায় তৃতীয় ক্রুসেডের ধর্মযোদ্ধা বাহিনী ছিল অনেক বেশি শক্তিশালী ও বৃহৎ।
(3) অভিযান: তৃতীয় ক্রুসেডে অংশগ্রহণকারী উক্ত তিন রাজার মধ্যে অভিযান পরিচালনার ব্যাপারে প্রথম থেকেই মতভেদ তৈরি হয়। তাই তাঁরা সম্মিলিতভাবে জেরুজালেম পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়েননি। ফ্রেডারিক বারবারোসা এককভাবে পুণ্যভূমির উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু তুরস্কে পৌঁছোনোর পর এক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। ১১৯০ খ্রিস্টাব্দে অগাস্টাস ও রিচার্ডের যৌথ বাহিনীর মধ্যেও মতানৈক্য দেখা দেয়। ফলে তাঁদের বাহিনী আলাদাভাবে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে। এই সময় অস্ট্রিয়ার ডিউক লিওপোল্ড ধর্মযুদ্ধে শামিল হলে উক্ত বাহিনীগুলির মধ্যে মতভেদ আরও তীব্র হয়। ফিলিপ অগাস্টাস হতোদ্যম হয়ে দেশে ফিরে আসেন। ফলে সালাদিনের পক্ষে ধর্মযোদ্ধাদের প্রতিরোধ করা সহজ হয়ে পড়ে।
ফলাফল
খ্রিস্টান ধর্মযোদ্ধাদের বিশাল বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেলেও ইংল্যান্ডের রাজা রিচার্ড অসীম বীরত্বের সঙ্গে কয়েকটি যুদ্ধে সাফল্যলাভ করেন এবং প্যালেস্টাইনের কিছু অঞ্চল পুনরুদ্ধার করেন। কিন্তু তাঁর পক্ষে পুণ্যভূমি জেরুজালেম পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তবে ১১৯২ খ্রিস্টাব্দে সুলতান সালাদিনের সঙ্গে রিচার্ড এক যুদ্ধবিরোধী চুক্তি সম্পাদন করেন। এই চুক্তির দ্বারা স্থির হয় যে, খ্রিস্টানরা পুনরায় জেরুজালেমে তীর্থযাত্রা করতে পারবে। অর্থাৎ তৃতীয় ক্রুসেডে খ্রিস্টানরা আংশিক সাফল্যলাভ করেছিল বলা যায়।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর