ক্রুসেড ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে কী কী পরিবর্তন এনেছিল

ক্রুসেড ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে কী কী পরিবর্তন এনেছিল

অথবা, ক্রুসেড সামন্ততন্ত্র ও রাজতন্ত্রের ওপর কী প্রভাব ফেলেছিল

ক্রুসেড ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে কী কী পরিবর্তন এনেছিল
ক্রুসেড ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে কী কী পরিবর্তন এনেছিল

ভূমিকা

মধ্যযুগে ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে এক সংঘাতপূর্ণ অধ্যায় হল খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত ক্রুসেড বা ধর্মযুদ্ধ। প্রাচ্য অপেক্ষা পাশ্চাত্যের বা ইউরোপের সমাজ, অর্থনীতি, ধর্ম ও সংস্কৃতির পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও ক্রুসেডের প্রভাব বা ফলাফল ছিল সুদূরপ্রসারী। এ কারণে ঐতিহাসিক পি কে হিট্টি বলেছেন-“প্রাচ্য অপেক্ষা প্রতীচ্যের জন্য ক্রুসেড ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

(1) সামন্ততন্ত্রের ভাঙন: ক্রুসেড ইউরোপের সামন্ততন্ত্রের কাঠামো বা ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। (ⅰ) পশ্চিম ইউরোপের বহু সামন্তপ্রভু বা ভূস্বামীরা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁরা ক্রুসেডে যোগদানের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ধনী বণিক, মহাজন এমনকি সার্ফদের কাছেও তাদের ভূসম্পত্তি বিক্রি করেছিলেন নতুবা বন্ধক দিয়েছিলেন। (ii) যুদ্ধক্ষেত্রে বহু সামন্তপ্রভু নিহত হন। ফলে তাঁদের ম্যানর ও উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ে। ভূমিদাসরা শহরাঞ্চলে গিয়ে স্বাধীন জীবিকা নেয়। (iii) দীর্ঘকাল ব্যয়বহুল ধর্মযুদ্ধে লিপ্ত থাকার কারণে বহু সামন্তপ্রভু নিঃস্ব হয়ে পড়েন ধর্মযুদ্ধের দেনা (ঋণ) মেটানোর প্রয়োজনে তাঁদের অনেকেই কৃষকদের কাছে জমি বিক্রি করে দেন। অর্থের বিনিময়ে ভূস্বামীদের মুক্তি দেন। এইভাবে ম্যানরীয় উৎপাদন ব্যবস্থা ও ভূমিদাস প্রথা ভেঙে পড়লে সামন্ততন্ত্রের পতন অনিবার্য হয়। পশ্চিম ইউরোপের বহু সামন্তপ্রভু বা ভূস্বামীরা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁরা ক্রুসেডে যোগদানের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ধনী বণিক, মহাজন, এমনকি সার্ফদের কাছেও তাঁদের ভূসম্পত্তি বিক্রি করেছিলেন নতুবা বন্ধক দিয়েছিলেন।

(2) কেন্দ্রীয় রাজশক্তির উত্থান: ক্রুসেডের ফলে ইউরোপে সামন্ততন্ত্রের অবক্ষয় বা ভাঙন দেখা দেয়। এর ফলস্বরূপ পশ্চিম ইউরোপে কেন্দ্রীয় রাজশক্তির উত্থান ঘটে। অর্থাৎ সামন্তপ্রভুদের হাত থেকে শাসনক্ষমতা রাজার হাতে কেন্দ্রীভূত হয়। ক্রুসেডে অংশগ্রহণকারী বহু সামন্তপ্রভু বা ভূস্বামী যারা আর ফিরে আসেননি, তাঁদের সম্পত্তি উত্তরাধিকারীর অভাবে রাজার হস্তগত হয়েছিল। এইভাবে ইউরোপে রাজার ক্ষমতা ও শক্তি বৃদ্ধি পাওয়ায় জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

মূল্যায়ন

উক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, ক্রুসেডের ফলে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যে ভাঙন দেখা দেয়, তা ইউরোপে শক্তিশালী ও কেন্দ্রীভূত রাজতন্ত্রের উত্থানের পথকে প্রশস্ত করে।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment