Describe the character of Laura Sheridan

Describe the character of Laura Sheridan.

(Laura Sheridan-এর চরিত্রটি বর্ণনা করো।)

Describe the character of Laura Sheridan
Describe the character of Laura Sheridan

Ans. Laura Sheridan, the protagonist of Katherine Mansfield‘s “The Garden Party”, is a complex and nuanced character. Laura is a young, naive, and idealistic girl, on the cusp of adulthood. She is deeply emotional, empathetic, and sensitive to the world around her. Laura has a vibrant imagination and a passion for beauty, reflected in her love of flowers and music. She is beginning to question the social conventions and class distinctions that govern her family’s life. Laura is torn between her loyalty to her family and her growing awareness of the world beyond their privileged babble. Throughout the story, Laura undergoes a journey of self-discovery, developing a greater understanding of herself and her place in the world. Laura’s sensivity and emotional depth make her vulnerable to the harsh realities of life, leaving her feeling fragile and overwhelmed. By crafting Laura as a well-rounded and nuanced protagonist, Mansfield creates a character that readers can emphathize with, making the story an impactful exploration of human experience.

“The Garden Party” গল্পের উজ্জ্বল প্রতিবাদী চরিত্র এই বালিকা সূক্ষ্ম চারিত্রিক বৈশিষ্ট্যে সম্মুজ্জোল। সে ছোটো, নির্দোষ, নিষ্পাপ, আদর্শবাদী বালিকা। সে প্রাপ্ত-বয়সকালের বিন্দুতে আছে এখন। সে তীব্র আবেগপ্রবণ, অনুভূতিসম্পন্ন এবং তার পারিপার্শ্বিক জগত সম্পর্কে ওয়াকিবহাল। লরার মধ্যে আলোড়িত আন্দোলনের ছোঁয়া আছে, আবার সৌন্দর্যের প্রতি আবেগও তার চরিত্রে প্রতিফলিত হয় পুষ্প এবং সংগীতের আবহে। যে সামাজিক রীতি এবং শ্রেণিবিভাজন তার ও তাদের পরিবারকে শাসনে বাধে, লরা তাকেও প্রশ্ন করেছে। সে পারিবারিক আনুগত্য এবং উদ্ভূত জাগরনের মেরুতে বিক্ষত। এহেন পরিস্থিতি তাদের পারিবারিক সুবিধাজনক প্রাঙ্গনের বাইরে। সমগ্র গল্পে তার পর্যটন নিজ আবিষ্কারের প্রয়োজনে। যা, তাকে নিজ সম্বন্ধে এবং জগতে তার অবস্থান নির্ধারণ করতে সহায়ক হয়েছে। জীবনের নির্মম বাস্তবিকতায় তার অনুভব এবং আবেগজনিত গভীরতা তাকে এতটাই অসহায় করেছে। তার অনুভূতি তাতে আরও খণ্ডিত হয়ে অভিভূত, অনুপ্রাণিত করেছে। লেখিকা লরা-কে সূক্ষ্ম-চারিত্রিক প্রতিবাদী সর্বময়ী হিসেবে প্রতীয়মান করে, এমন এক চরিত্র নির্মাণ করেছেন, যাকে পাঠকরা কুর্নিশ করেন। গল্পেরও মধ্যে এই প্রভাব নির্ভর অভিযান সম্পন্ন হয়।

Read More – Explore the symbolism of the Sheridan family’s Garden in the story

Leave a Comment