নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? সংক্ষেপে আলোচনা করো

নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? সংক্ষেপে আলোচনা করো

অথবা, নীতিবিদ্যার পরিধি সম্পর্কে আলোচনা করো

নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? সংক্ষেপে আলোচনা করো
নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? সংক্ষেপে আলোচনা করো

নীতিবদ্যিার আলোচ্য বিষয়বস্তু

নীতিবিদ্যা যেসব বিষয় নিয়ে আলোচনা করে, সেগুলিই হল নীতিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিধি (Scope)। নীতিবিদ্যার কয়েকটি মুখ্য আলোচ্য বিষয় সম্পর্কে নিম্নে আলোচনা করা হল-

(1) ঐচ্ছিক ক্রিয়া: নীতিবিদ্যা হল মানুষের আচার-আচরণ ও চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান। এই আচরণ বলতে মানুষের স্বেচ্ছাকৃত কর্ম বা ঐচ্ছিক ক্রিয়াকে বোঝানো হয়। সুতরাং নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হল মানুষের ঐচ্ছিক ক্রিয়া। ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বোঝায়? ঐচ্ছিক ক্রিয়ার সঙ্গে অনৈচ্ছিক ক্রিয়ার পার্থক্য কী? এসব প্রশ্ন নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে।

(2) আদর্শনিষ্ঠ বিজ্ঞান: নীতিবিদ্যা আচরণ সংক্রান্ত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যে আদর্শ কখনোই সম্পূর্ণরূপে বাস্তবায়িত হতে পারে না। এটি চরম নৈতিক আদর্শের পরিপ্রেক্ষিতে মানুষের আচরণের ভালোত্ব-মন্দত্ব নির্ণয় বা মূল্যায়ন করে। নীতিবিদ্যা যেমন মানুষের আচরণের প্রায়োগিক বা ব্যাবহারিক দিক নিয়ে আলোচনা করে তেমনি মানুষের আচরণের তাত্ত্বিক দিক নিয়েও আলোচনা করে।

(3) নৈডিক বিচারের স্বরূপ: নীতিবিদ্যা নৈতিক বিচারের স্বরূপ নির্ধারণ করে। অর্থাৎ নৈতিক বিচার কী? নৈতিক বিচারের কর্তা কে? নৈতিক বিচারের বিষয়বস্তু উদ্দেশ্য না অভিপ্রায়? ইত্যাদি প্রশ্নগুলির উত্তর অনুসন্ধান করার চেষ্টা করে নীতিবিদ্যা।

(4) নৈডিক প্রত্যয়: নীতিবিদ্যা বিভিন্ন নৈতিক প্রত্যয়সমূহ, যেমন- ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, কল্যাণ-অকল্যাণ ইত্যাদি নৈতিক বিশেষণগুলির অর্থ সুস্পষ্ট করে। এইভাবে নীতিবিদ্যা ‘পরম কল্যাণ’, ‘পরম ন্যায়’, ‘পরম ভালো’ ইত্যাদি ধারণাকে সুস্পষ্ট করার চেষ্টা করে।

(5) শাস্তি সংক্রান্ত বিষয়: নৈতিক বিধি লঙ্ঘন করা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। তাই শাস্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ নীতিবিদ্যার আলোচ্য বিষয়। মৃত্যুদণ্ডকে সমর্থনযোগ্য বলা যায় কিনা তাও নীতিবিদ্যার আলোচ্য বিষয়।

(6) অবশ্য স্বীকার্য সত্য : বিজ্ঞানের মতোই নীতিবিজ্ঞানেরও কিছু অবশ্য স্বীকার্য সত্য রয়েছে। সেগুলি হল ইচ্ছার স্বাধীনতা, বুদ্ধি বা বিচারশক্তি এবং ব্যক্তিত্ব। দার্শনিক কান্ট তাঁর নীতিদর্শনে ইচ্ছার স্বাধীনতা ছাড়াও ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অমরত্ব ইত্যাদিকে অবশ্য স্বীকার্য সত্য বলে মেনেছেন। এগুলিও নীতিবিজ্ঞানের আলোচ্য বিষয়।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment