নীতিবিদ্যার বিভিন্ন শাখাগুলি কী কী

নীতিবিদ্যার বিভিন্ন শাখা
পাশ্চাত্য নীতিশাস্ত্রের আলোচনা চারটি স্তরে বা শাখায় প্রবাহিত হয়েছে। সেগুলি হল- বর্ণনামূলক নীতিবিদ্যা, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, অধিনীতিবিদ্যা ও ব্যাবহারিক নীতিবিদ্যা বা ফলিত নীতিবিদ্যা।
(1) বর্ণনামূলক নীতিবিদ্যা (Descriptive Ethics): নৃতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী এবং ঐতিহাসিকেরা বিভিন্ন সমাজে প্রচলিত নৈতিক বিশ্বাস, রীতিনীতি, নৈতিক আচরণ ইত্যাদি নিয়ে তথ্য আহরণ করেন এবং তা নিয়ে পর্যালোচনা করেন। এই ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বর্ণনামূলক হয়। এইভাবে নীতিবিদ্যার যে শাখার উদ্ভব হয়েছে তাকে বর্ণনামূলক নীতিবিদ্যা বা Descriptive Ethics বলা হয়।
(2) আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা (Normative Ethics): আদর্শনিষ্ঠ নীতিচর্চায় আমরা নৈতিক বিচারের জন্য মানদণ্ড বা আদর্শ নিরূপণের চেষ্টা করি এবং সেই মানদণ্ড অনুসারে আমাদের কাজের ভালো-মন্দ বিচার করি। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যায় তিন ধরনের তত্ত্ব পরিলক্ষিত হয়। যথা- কর্তব্যবাদ (Deontology), পরিণামবাদ (Consequentialism) বা উদ্দেশ্যবাদ (Teleology) এবং সদগুণের নীতিতত্ত্ব (Virtue Ethics) I
(3) অধিনীতিবিদ্যা বা পরালীতিবিদ্যা (Meta Ethics) : অধিনীতিবিদ্যায় নৈতিক মূল্যায়নের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ পদগুলি, যেমন- ভালো, মন্দ, কর্তব্য, শুভ ইত্যাদির অর্থ নিরূপণ করা হয়। নৈতিক বিচারের অর্থ নিরূপণ ও নৈতিকতা বিষয়ে এই অধিনীতিবিদ্যার বিভিন্ন তত্ত্ব গড়ে উঠেছে। নীতিশাস্ত্র যখন এই জাতীয় প্রশ্নের উত্তর খোঁজে তখন তাকে প্রথম স্তরের বিচার ধারাকে অতিক্রম করে যেতে হয় দ্বিতীয় স্তরের গভীরে অর্থাৎ অধিনীতিবিদ্যা হল দ্বিতীয় স্তরের অনুসন্ধান (Second- order Enquery)
মূলত জি ই ম্যুর-এর ‘Principia Ethica’ প্রকাশের পর থেকে আধুনিক নীতিশাস্ত্রের আলোচনা শুরু হয়। এরপর সমকালীন নীতিশাস্ত্রে স্বজ্ঞাবাদ (Intuitionism), আবেগবাদ (Emotivism), অনুজ্ঞতাবাদ বা পরামর্শবাদ (Prescriptivism) প্রভৃতি অধিনীতিতত্ত্বের জন্ম হয়েছে।
(4) ব্যাবহারিক বা ফলিত নীতিবিদ্যা (Applied Ethics) : নীতি আলোচনার এই ধারায় নীতিতাত্ত্বিকেরা আমাদের জীবনের বাস্তব সমস্যাগুলির আলোচনা করে। চিকিৎসাশাস্ত্র, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ব্যাবহারিক নীতিবিদ্যা আলোচনা করে। কৃপাহত্যা, প্রাণীহত্যা, আত্মহত্যা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীতিবিদ্যার এই শাখায় আলোচিত হয়।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর