উত্তমাশা অন্তরীপ-এর নামকরণ কীভাবে হয়

উত্তমাশা অন্তরীপ-এর নামকরণ কীভাবে হয়

উত্তমাশা অন্তরীপ-এর নামকরণ কীভাবে হয়
উত্তমাশা অন্তরীপ-এর নামকরণ কীভাবে হয়

ভূমিকা

আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত উত্তমাশা অন্তরীপ একটি বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য প্রাচ্য-পাশ্চাত্য বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল পঞ্চদশ-ষোড়শ শতকে।

(1) ঝড়ের অন্তরীপ আবিষ্কার: পোর্তুগিজ নাবিক বার্থেলোমিউ দিয়াজ নাবিক হেনরির দ্বারা অনুপ্রাণিত হয়ে আফ্রিকা অভিযানে যাত্রা করেন। ১৪৮৮ খ্রিস্টাব্দে আফ্রিকা মহাদেশের দক্ষিণ-তম প্রান্তে পৌঁছোন যেখানে উত্তর সাগর ও ভারতমহাসাগর মিলিত হয়েছে। পথে অত্যন্ত ঝড়-ঝঞ্ঝা-বৃষ্টিপাত বিঘ্ন সৃষ্টি করেছিল বলে, দিয়াজ-এর নাম দেন ঝড়ের অন্তরীপ (Cape of Storm)।

(2) উত্তমাশা অন্তরীপ নামকরণ: বার্থেলোমিউ দিয়াজের বর্ণনা থেকে পোর্তুগালের তৎকালীন রাজা দ্বিতীয় জন আশা করেন যে, এই অন্তরীপ অতিক্রম করে ভারতমহাসাগরের পথে ভারতে পৌঁছোনো সম্ভব হবে। তাই ১৪৮৭ খ্রিস্টাব্দে তিনি এর নাম দেন উত্তমাশা অন্তরীপ (Cape of Good Hope)।

মূল্যায়ন

দিয়াজের এই অভিযান সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে এ কথা অনস্বীকার্য যে, পরবর্তীকালে তাঁর দেখানো পথেই ভারত মহাসাগর পেরিয়ে প্রাচ্য-পাশ্চাত্য যোগাযোগের জলপথ আবিষ্কৃত হয়।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment