আদর্শ রাষ্ট্র ও সাম্যনীতি প্রসঙ্গে সিসেরোর অভিমত উল্লেখ করো
বিশিষ্ট রোমান চিন্তাবিদ সিসেরো তাঁর রাষ্ট্রচিন্তায় এক আদর্শ রাষ্ট্রব্যবস্থা ও প্রাকৃতিক সাম্যের নীতিকে তুলে ধরেছেন।
সিসেরোর আদর্শ রাষ্ট্র
আদর্শ রাষ্ট্রগঠন সম্পর্কে সিসেরোর মতামতগুলি হল-
(i) সিসেরো আদর্শ রাষ্ট্রব্যবস্থাকে কোনও একটি ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ না রেখে বিশ্বসমাজের বৃহত্তম পরিসরে প্রতিষ্ঠা করতে উদ্যত হয়েছিলেন।
(ii) তাঁর মতে, এই রাষ্ট্রব্যবস্থা যেমন ছোটো একক হতে পারে, তেমনি অনেকগুলি রাষ্ট্র মিলে কমনওয়েলথ বা বিশ্বরাষ্ট্র সমবায়ও হতে পারে। এই রাষ্ট্রের নাগরিকরা বিশ্ব নাগরিক হিসেবে সমান অধিকার ও সুযোগসুবিধা ভোগ করবে।
(iii) সিসেরো উল্লেখ করেছেন যে, একটি আদর্শ রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চাহিদা বিকাশের উপযোগী ক্ষেত্র হিসেবে গড়ে উঠবে।
(iv) জনগণের সামাজিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র ধনী-দরিদ্র, জাতি-বর্ণ নির্বিশেষে সকল প্রকার বৈষম্যের দূরীকরণে উদ্যোগ গ্রহণ করবে বলে সিসেরো অভিমত প্রকাশ করেছেন।
সিসেরো আদর্শ রাষ্ট্রগঠন সম্পর্কে আলোচনায় সরকারকেও একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরেছেন। তাঁর মতে, রাজতান্ত্রিক, অভিজাততান্ত্রিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভালো গুণাগুণগুলির সংমিশ্রণে সরকার গঠিত হবে। এ ছাড়া সিসেরো দেখিয়েছেন যে, রোমের জনগণ ও সিনেট হবে প্রজাতান্ত্রিক সরকারের মূলভিত্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং প্রাকৃতিক আইনের অনুসরণে গঠিত একটি আদর্শ রাষ্ট্র বিভিন্ন আইন তৈরি করে সুশাসনের ব্যবস্থা করবে বলে সিসেরো তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন।
সিসেরোর সাম্যনীতি
মূলত স্টোয়িক দর্শন দ্বারা প্রভাবিত হয়ে সিসেরো সাম্যনীতির বিষয়টি ব্যাখ্যা করেছেন-
(i) প্রাকৃতিক সমতায় বিশ্বাসী সিসেরোর মতে, প্রকৃতির চোখে যেহেতু সকল মানুষই সমান, তাই প্রত্যেক মানুষ রাষ্ট্রের নিকট থেকে একই ধরনের সুযোগসুবিধা লাভের অধিকারী।
(ii) সমতার নীতিকেই তিনি মানুষের জীবন ও রাষ্ট্রব্যবস্থার এক নৈতিক শর্ত বলে মনে করতেন। কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষের অতিরিক্ত সুবিধাভোগের কারণে সমাজে অসাম্যের সৃষ্টি হয়।
(iii) সিসেরোর যুক্তি অনুযায়ী, রাষ্ট্র বিভিন্ন আইন প্রণয়ন করে তা এমনভাবে প্রয়োগ করবে, যাতে সমাজের প্রত্যেক মানুষ সমান সুযোগসুবিধা ভোগ করতে পারে। বস্তুতপক্ষে, সিসেরোর রাষ্ট্রচিন্তায় এই সমতার আদর্শই আধুনিক উদারনৈতিক সমতাবাদী রাষ্ট্রচিন্তার মূলভিত্তি।
আরও পড়ুন – ১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে আলোচনা করো
২। প্লেটোর সাম্যবাদী তত্ত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো
৩। রাষ্ট্রচিন্তার জগতে প্লেটোর অবদান সংক্ষেপে আলোচনা করো
৪। অ্যারিস্টটলের ধারণায় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল
৫। সরকারের শ্রেণিবিভাজন সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো
৬। রাষ্ট্রচিন্তার বিকাশে অ্যারিস্টটলের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
৭। গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো
৮। এপিকিউরীয় ও সিনিক রাষ্ট্রদর্শনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো
১০। রোমান আইনতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো