কন্যাসন্তান জন্মালে গাছ দেবে বনদপ্তর
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর, ১০ জুলাই ২০১৬ : বন দপ্তরে খড়্গপুর বিভাগ বন মহোৎসবে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। বন মহোৎসব চলবে ১৪ই জুলাই থেকে ২১ জুলাই। সেই উপলক্ষ্যে এবার থেকে হাসপাতালে কন্যা সন্তান জন্মগ্রহণের পর প্রত্যেক কন্যা সন্তানের বাবা-মাকে একটি করে গাছ দেওয়া হবে। গাছটি মেয়ের সঙ্গেই বড়ো হতে থাকবে। এতে এক দিকে যেমন পরিবেশ বাঁচবে, তেমনই গাছ বড়ো হলে তা থেকে আর্থিক হালও ফিরবে। খড়্গপুর ডিভিশনের ডি এফও অঞ্জন গুহ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, আমরা শুধু গাছগুলিই দেব না, যাঁদেরকে গাছ দিচ্ছি ৫ বছর পরে তাঁদের বাড়ি গিয়ে গাছ দেখে আসবেন আমাদের দপ্তরের কর্মীরা। যাঁরা ভালো পরিচর্যা করবেন, তাঁদেরকে বন দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থাও থাকবে। ডিএফও বলেন, এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে “বনানী’।