ক্ষুদ্র স্কেল মানচিত্র কাকে বলে? বিভিন্ন প্রকার ছোটো স্কেল মানচিত্রের পরিচয় দাও।

ক্ষুদ্র স্কেল মানচিত্র কাকে বলে? বিভিন্ন প্রকার ছোটো স্কেল মানচিত্রের পরিচয় দাও
ক্ষুদ্র স্কেল মানচিত্র কাকে বলে? বিভিন্ন প্রকার ছোটো স্কেল মানচিত্রের পরিচয় দাও।
ছোটো স্কেল মানচিত্র : যে-সমস্ত মানচিত্র (পৃথিবীর মহাদেশের মানচিত্র) বিশাল অঞ্চলকে ছোটো করে দেখানোর উদ্দেশ্যে অঙ্কন করা হয়, সেগুলিকে ছোটো স্কেল মানচিত্র বলে। যেমন– 1 সেমি মানচিত্র দূরত্ব = 250 কিমি বাস্তব দূরত্ব-এই স্কেলে অঙ্কিত মানচিত্র। এই মানচিত্র থেকে খুব বেশি তথ্য পাওয়া যায় না।

ছোটো স্কেল মানচিত্রের প্রকারভেদ

ছোটো স্কেল মানচিত্রগুলি বিভিন্ন ধরনের হয়। যথা

অ্যাটলাস মানচিত্র (Atlas Map): সমগ্র পৃথিবী বা কোনো মহাদেশ বা দেশের বিভিন্ন ভৌগোলিক বিষয়গুলিকে ছোটো স্কেলে অঙ্কন করে বই-এর আকারে যে মানচিত্র তৈরি করা হয়, তাকে অ্যাটলাস মানচিত্র বলে। ‘Times Survey Atlas of the world’ সংস্থাটি অ্যাটলাস মানচিত্র প্রস্তুত করে থাকে। এই মানচিত্র চার প্রকার। যথা- (a) স্কুল অ্যাটলাস, (b) উন্নততর অ্যাটলাস (c) আঞ্চলিক অ্যাটলাস, (d) জাতীয় অ্যাটলাস।

দেয়াল মানচিত্র (Wall Map): দেয়ালে টাঙাবার জন্য সমগ্র পৃথিবী বা বিভিন্ন দেশ মহাদেশের যে মানচিত্র অঙ্কন করা হয়, তাকে দেয়াল মানচিত্র (Wall Map) বলে। এই মানচিত্র প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়ভিত্তিক হয়ে থাকে। 1 ইঞ্চিতে 100 বা 200 মাইল প্রভৃতি স্কেলে এই মানচিত্র অঙ্কন করা হয়।

আন্তর্জাতিক মানচিত্র (International Map): 1: 1000000 স্কেল অনুসারে আন্তর্জাতিক মানচিত্র অঙ্কন করা হয়। পৃথিবীতে এই মানচিত্রের সংখ্যা 2222টি।

বিমান চালনা সংক্রান্ত মানচিত্র (Aeronautical Map): পৃথিবীর বিমান পথগুলিকে যে মানচিত্রের সাহায্যে দেখানো হয় তাকে বিমান চালনা সংক্রান্ত মানচিত্র বা অ্যারোনটিক্যাল ম্যাপ বলে।

নৌ-চালনা সংক্রান্ত মানচিত্র (Navigational Map): সমুদ্রপথে জাহাজ চলাচলের সুবিধার জন্য যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে নৌ-চালনা সংক্রান্ত মানচিত্র বলে। এই মানচিত্রের সাহায্যে সমুদ্রপথ, সমুদ্রের গভীরতা, সমুদ্র স্রোত, জোয়ারভাটা, লাইট হাউস, মগ্নচড়া প্রভৃতি তথ্য উপস্থাপন করা হয়।

Leave a Comment