গণউদ্যোগ কয় প্রকার ও কী কী? উভয় প্রকারের সংজ্ঞা নিরূপণ করো।
গণউদ্যোগ সাধারণত দু-রকম হতে পারে। যথা- সুগঠিত (Formulated) এবং অগঠিত (Unformulated) |
• সুগঠিত গণউদ্যোগ: যেক্ষেত্রে ভোটদাতারা নিজেরাই কোনো আইনের সম্পূর্ণ খসড়া প্রস্তাব তৈরি করে, সেক্ষেত্রে তাকে সুগঠিত গণউদ্যোগ নামে অভিহিত করা হয়।
• অগঠিত গণউদ্যোগ: যেক্ষেত্রে অসম্পূর্ণ খসড়া প্রস্তাবকে ভোটদাতারা সম্পূর্ণ করার জন্য আইনসভাকে অনুরোধ করে, সেক্ষেত্রে তাকে অগঠিত গণউদ্যোগ বলা হয়।