গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো
গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব
রাষ্ট্রচিন্তার ইতিহাসে গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব অনস্বীকার্য। মূলত ক্ষুদ্র নগররাষ্ট্রসমূহের প্রশাসন, সংবিধান, সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের বিচারবিশ্লেষণ দ্বারাই গ্রিক রাষ্ট্রচিন্তাবিদরা এক সুসংবদ্ধ রাজনৈতিক তত্ত্বের সূচনা করেছিলেন। অন্যদিকে রোমান রাষ্ট্রচিন্তাকেও গ্রিক রাষ্ট্রচিন্তাধারা প্রভাবিত করেছিল।
(i) গণতন্ত্রের ধারণা: পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় গণতন্ত্র সম্পর্কে যে ধারণা গড়ে উঠেছে, তা গ্রিক রাষ্ট্র দর্শন থেকে এসেছে। দায়িত্বশীল গণতন্ত্রের ধারণাটি প্রথম গ্রিক নগররাষ্ট্র এথেন্সেই চালু হয়েছিল। এথেনীয় গণতান্ত্রিক আদর্শ এবং প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার রূপটি দেখে আজও আমরা উদ্বুদ্ধ হই। বিচারবিভাগীয় নিরপেক্ষতা, আইনের শাসন প্রতিষ্ঠার মতো বিষয়গুলির সঙ্গে পরিচয় ঘটানোর সূত্রে গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব অপরিসীম।
(ii) যুক্তিবাদ ও ব্যক্তিস্বাধীনতা: গ্রিক দার্শনিকদের যুক্তিবাদ ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী ধারণাও বিশেষ গুরুত্বের দাবি রাখে। গ্রিক চিন্তাবিদদের মতে, জগৎ ও জীবন যুক্তির উপর প্রতিষ্ঠিত। তাঁরা রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলিকে যুক্তি দ্বারা বিচারবিশ্লেষণের উপর আস্থা প্রদর্শন করতেন। এই সূত্রেই বিজ্ঞানসম্মত চিন্তাধারার ও বিচারবিশ্লেষণের সূচনা ঘটান গ্রিক রাষ্ট্রচিন্তকরা। আবার ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী গ্রিক চিন্তাবিদরা মনে করতেন যে, ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটলে জাতীয় সভ্যতা ও সংস্কৃতির শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যক্তিকে এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার ফলে রাষ্ট্রচিন্তার জগতে তাঁরা এক স্থায়ী প্রভাব রেখে গেছেন।
(iii) সমন্বয়মূলক ধারণা: অসামঞ্জস্যপূর্ণ সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বসমূহের মধ্যে সমন্বয় ও সংহতি রক্ষা করাই ছিল পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাবিদদের অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। গ্রিক চিন্তাবিদ প্লেটো ও অ্যারিস্টটল সমকালীন সমাজের অস্থিরতা ও ভাঙন রোধের উদ্দেশ্যে সমাজ সমন্বয়ের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট হয়েছিলেন- রাষ্ট্রচিন্তার ইতিহাসে যা নিঃসন্দেহে অভিনব।
রাষ্ট্রচিন্তার ইতিহাসে গ্রিক রাষ্ট্রচিন্তার প্রভাব সুদূরপ্রসারী। গ্রিক চিন্তাবিদগণ ব্যক্তিস্বাধীনতা, যুক্তিবাদ, গণতন্ত্র প্রভৃতি বিষয়ে তাঁদের মহামূল্যবান দর্শন উপস্থাপিত করার ফলে পরবর্তীকালের রাষ্ট্রতত্ত্ব সমৃদ্ধিলাভ করেছিল। এককথায় বলা যায় যে, গ্রিক রাষ্ট্রচিন্তার গভীরতা ও বহুমুখীনতার কাছে সমগ্র বিশ্বের রাষ্ট্রচিন্তকরা চিরকৃতজ্ঞ হয়ে আছেন।
আরও পড়ুন – কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল