আলোচ্য অংশটি নাট্যকার বিজন ভট্টাচার্য রচিত প্রথম একাঙ্ক নাটক ‘আগুন’ থেকে নেওয়া হয়েছে।
‘আগুন’ নাটকটির সংলাপে খুলনা, যশোর, বসিরহাট, সাতক্ষীরা কলকাতা কেন্দ্রিক অঞ্চলের উপভাষার সংমিশ্রণ ঘটেছে। ফলে বিভিন্ন উপভাষা এক-একটি চরিত্রের মুখে নাট্যকার ব্যবহার করেছেন। এই অংশটির চলিত বাংলা হল-চাল আজ আর পেতে হবে না দেখিসখন্।
আলোচ্য সংলাপটি ‘আগুন’ নাটকের প্রথম দৃশ্যে পুরুষ চরিত্রটি তার ছেলে নেত্য বা নিতুকে বলেছে। ভোরবেলা ঘুম থেকে উঠে পুরুষের প্রথমে মনে পড়ে যায়, দেশের খাদ্যসংকটের কথা, রেশনের লাইনে দাঁড়িয়ে চাল তথা খাদ্য সংগ্রহের কথা, সংসারে খাদ্যের অভাব এবং পেটের জ্বালা বা হাহাকারের কথা। তাই প্রথমে তার স্ত্রী নেত্যর মাকে এবং পরে তার ছেলে নেত্যকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কাজকর্ম দ্রুত মিটিয়ে খাদ্যের লাইনে গিয়ে চাল তথা খাদ্য সংগ্রহের কথা মনে করিয়ে দিয়েছে। পাশাপাশি গভীর উৎকণ্ঠার সঙ্গে জানিয়েছে, দেরি করে রেশনের লাইনে যাওয়ার কারণে আজ আর চাল পাওয়া যাবে না।