টমাস ক্রমওয়েল কে ছিলেন? ইংল্যান্ডের রাজনীতিতে তাঁর উত্থান কীভাবে হয়েছিল
টমাস ক্রমওয়েল
ইংল্যান্ডে নতুন রাজতন্ত্র ও প্রশাসনের সূচনা ঘটার সঙ্গে সঙ্গে শাসন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এক নতুন শ্রেণির আবির্ভাব ঘটে। এই শ্রেণির ভিতর থেকেই পরবর্তী সময়ে বেশকিছু বিশিষ্ট প্রশাসকের আবির্ভাব ঘটেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন টমাস ক্রমওয়েল।
ইংল্যান্ডের সংস্কার আন্দোলনের অন্যতম রূপকার টমাস ক্রমওয়েল ছিলেন রাজা অষ্টম হেনরির প্রধান পরামর্শদাতা ও সচিব। ঐতিহাসিক ম্যাকি (Mackey) বলেছেন যে, তিনি ছিলেন নতুন যুগের মানুষ ও আধুনিক ইংল্যান্ডের পথিকৃৎ। এ ছাড়া অনেকেই ক্রমওয়েলকে আধুনিক ইংল্যান্ডের রূপকার বলেও অভিহিত করেছেন।
প্রারম্ভিক জীবন: দক্ষিণ-পশ্চিম লন্ডনের পুটনি (Putney)-তে এক কর্মকার পরিবারে ১৪৮৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন টমাস ক্রমওয়েল। জীবনের প্রারম্ভে কিছু সময় তিনি সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। এই সময় ক্রমওয়েল ইটালির যুদ্ধে যোগ দেন এবং সেখানে থাকাকালীন তিনি স্বৈরাচারী ক্ষমতার প্রয়োগ চাক্ষুষ উপলব্ধি করেন- পরবর্তীকালে যা তাঁর জীবনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। ১৫১২ খ্রিস্টাব্দ নাগাদ ক্রমওয়েল ইংল্যান্ডে ফিরে আইন শিক্ষা গ্রহণ করে আইনজ্ঞ হিসেবে কাজ শুরু করেন। ১৫২০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির প্রধান পরামর্শদাতা কার্ডিনাল টমাস উলসির (Cardinal Thomas Wolsey) সচিব হন টমাস ক্রমওয়েল। এই সময় থেকে তিনি ইংল্যান্ডের রাজনীতির সঙ্গে পরিচিত হন এবং নানা অভিজ্ঞতা সঞ্চয় করেন।
ইংল্যান্ডের রাজনীতিতে টমাস ক্রমওয়েলের উত্থান
ইংল্যান্ডের রাজনীতিতে টমাস ক্রমওয়েলের উত্থানের পশ্চাতে যে ঘটনাটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল সেটি হল রাজা অষ্টম হেনরির বিবাহবিচ্ছেদ সংক্রান্ত সমস্যা।
রাজার বিবাহবিচ্ছেদ সংকান্ড সমস্যা: ক্যাথরিন (Catherine of Aragon) ছিলেন অষ্টম হেনরির জ্যেষ্ঠ ভ্রাতা আর্থারের (Arthur) স্ত্রী। আর্থারের মৃত্যু হলে পিতার আদেশে অষ্টম হেনরি ক্যাথরিনকে বিয়ে করেন। রাজা অষ্টম হেনরি ও ক্যাথরিনের কোনও পুত্রসন্তান ছিল না- তাঁদের একমাত্র কন্যা ছিলেন মেরি (Mary Tudor)। এমতাবস্থায় অষ্টম হেনরি টিউডর রাজবংশের ভবিষ্যৎ শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য পুত্রসন্তান কামনা করেছিলেন। সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা নিয়ে জর্জরিত অষ্টম হেনরির জীবনে ইতিমধ্যেই আর একটি ঘটনা ঘটে। ১৫২৫ থেকে ১৫২৭ খ্রিস্টাব্দের মধ্যে কোনও এক সময়ে ইংল্যান্ডরাজ অষ্টম হেনরি তাঁর মন্ত্রী টমাস বোলিন (Thomas Boleyn)-এর কন্যা অ্যান বোলিন (Anne Boleyn)-এর সঙ্গে গভীর প্রণয়সূত্রে আবদ্ধ হন। অ্যান বোলিন সন্তানসম্ভবা হলে ইংল্যান্ডের সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে একটি পুত্রসন্তান লাভের আশায় তিনি অ্যান বোলিনকে বিবাহের পরিকল্পনা করেন। কিন্তু এর জন্য রানি ক্যাথরিনের সঙ্গে অষ্টম হেনরির বিবাহবিচ্ছেদ ছিল বিশেষ প্রয়োজন।
পোপের ভূমিকা: প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে, ক্যাথরিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং অ্যান বোলিনকে বিবাহের জন্য সেকালে রোমান পোপের অনুমোদন গ্রহণ ছিল বাধ্যতামূলক। কিন্তু ক্যাথরিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ ও অষ্টম হেনরি-অ্যান বোলিনের বিবাহের অনুমোদন দানের ক্ষেত্রে পোপ সপ্তম ক্লিমেন্ট (Pope Clement VII) নানা কারণে রাজার বিবাহবিচ্ছেদে অনুমতি দানের বিষয়ে বিলম্ব করতে থাকেন।
ক্রমওয়েলের আবির্ভাব ও প্রধানমন্ত্রীর পালা: রাজার বিবাহবিচ্ছেদ সমস্যা যখন জটিল আকার ধারণ করছে সেসময় অষ্টম হেনরির প্রধান পরামর্শদাতা ছিলেন কার্ডিনাল উলসি। বিবাহবিচ্ছেদে পোপের অনুমতি আদায়ে তিনি ব্যর্থ হলে অষ্টম হেনরি বিক্ষুব্ধ হন এবং এই ব্যর্থতার জন্য উলসিকে দোষী সাব্যস্ত করে তাঁকে পদচ্যুত করেন। বলাবাহুল্য এই ঘটনাই ইংল্যান্ডের রাজনীতি তথা প্রশাসনিক ব্যবস্থায় টমাস ক্রমওয়েলের উত্থানের পথকে সুগম করে তোলে। ক্রমওয়েল এসময় ইংল্যান্ডের রাজনীতির প্রত্যক্ষ সংস্পর্শে আসেন এবং উলসির পদচ্যুতির পর অষ্টম হেনরি তাঁকে চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন।
পরবর্তীকালে ক্রমওয়েলের উদ্যোগেই রাজার পক্ষে পার্লামেন্টে বেশকিছু আইন পাস হওয়ায়, ১৫৩৩ খ্রিস্টাব্দে অষ্টম হেনরি-ক্যাথরিনের বিবাহবিচ্ছেদ এবং অ্যান বোলিনের সঙ্গে বিবাহের বিষয়টি সম্পন্ন হয়।
আরও পড়ুন – ১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে আলোচনা করো
২। প্লেটোর সাম্যবাদী তত্ত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো
৩। রাষ্ট্রচিন্তার জগতে প্লেটোর অবদান সংক্ষেপে আলোচনা করো
৪। অ্যারিস্টটলের ধারণায় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল
৫। সরকারের শ্রেণিবিভাজন সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো
৬। রাষ্ট্রচিন্তার বিকাশে অ্যারিস্টটলের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
৭। গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো
৮। এপিকিউরীয় ও সিনিক রাষ্ট্রদর্শনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো
১০। রোমান আইনতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
১১। রাষ্ট্রচিন্তাবিদ পলিবিয়াসের সংক্ষিপ্ত পরিচয় দাও
১২। সিসেরোর পরিচয় সংক্ষেপে আলোচনা করো
১৩। আদর্শ রাষ্ট্র ও সাম্যনীতি প্রসঙ্গে সিসেরোর অভিমত উল্লেখ করো
১৪। রাষ্ট্রে ন্যায়ের প্রতিষ্ঠা সম্পর্কে সিসেরোর অভিমত সংক্ষেপে আলোচনা করো
১৫। রাষ্ট্রচিন্তায় সিসেরোর অবদান সম্পর্কে লেখো
১৬। সেনেকা কে ছিলেন
১৭। রোমান রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো
১৮। নতুন রাজতন্ত্র বলতে কী বোঝো? সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে ‘নতুন রাজতন্ত্র’ বলার কারণ কী?