তাওবাদী দর্শনের মূল কথা বা মূল লক্ষ্যগুলি কী – আজকের পর্বে তাওবাদী দর্শনের মূল কথা বা মূল লক্ষ্যগুলি কী তা আলোচনা করা হল।
তাওবাদী দর্শনের মূল কথা বা মূল লক্ষ্যগুলি কী
![]() |
তাওবাদী দর্শনের মূল কথা বা মূল লক্ষ্যগুলি কী |
তাওবাদ হল প্রাচীন চিনের একটি গুরুত্বপূর্ণ ধর্ম-দর্শন। চিন ছাড়াও জাপান, তাইওয়ান, কোরিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশে তাওবাদের প্রভাব লক্ষ করা যায়। তাওবাদী দর্শনের লক্ষ্য হল মানবজীবনের পূর্ণতা।
শান্তি
তাওবাদী দর্শনের অন্যতম লক্ষ্য হল শান্তি। তাওবাদ মনে করে যে, প্রকৃতির আবর্তনের সঙ্গে মানুষ সামঞ্জস্য বিধান করে চলতে পারলে শান্তি পাবে এবং মানবজীবন পূর্ণতা লাভ করবে।
ভারসাম্য
তাওবাদের অন্যতম লক্ষ্য হল মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা। লাওৎ-জু-এর মতে, মানুষ প্রকৃতির সাথে সঙ্গতি রেখে তার জীবনযাত্রা প্রাকৃতিক নিয়মকানুনের মাধ্যমে পরিচালিত করলে তার জীবনে পূর্ণতা আসবে।
মানুষ ও প্রকৃতির সমন্বয়
তাওবাদে বলা হয়েছে যে, মানুষের শরীরই একটি পৃথিবী। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মানুষ দায়ী। কেন-না, মানুষের পাপাচারের জন্য প্রকৃতির ভারসাম্য ক্ষুণ্ণ হয়। লাওৎ-জু তাওবাদে মূলত মানুষের সাথে প্রকৃতির সংমিশ্রণের কথা বলেছেন।
তাওবাদের গ্রন্থ
‘তাও’ শব্দের অর্থ হল ‘মার্গ’ বা পথ। লাওৎ-জু রচিত ‘তাও-তে-চিং’ গ্রন্থের মূল অর্থ হল সত্য বা নৈতিকতার পথ।
পাঁচটি পথ
লাওৎ-জু তাঁর মতবাদে মানুষের সুখ নিশ্চিতকারী প্রাকৃতিক নৈতিকতার পথ হিসেবে পাঁচটি পথের উল্লেখ করেছেন। এগুলি হল-(ⅰ) মানুষের অসুখী হওয়ার কারণ, (ii) প্রকৃতির পথ, (iii) অসুখী হওয়ার পথ, (iv) সুখী হওয়ার পথ, (v) আদর্শ রাষ্ট্র কায়েম।