তেলেনাপোতা আবিষ্কার গল্পের উৎস ও প্রেক্ষাপট
তেলেনাপোতা আবিষ্কার গল্পের উৎস
প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি তাঁর ‘শ্রেষ্ঠ গল্প সংকলন’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গল্পটি তিনবার প্রকাশিত হয়। গল্পটি ১৯৪২ খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকার শারদসংখ্যায় প্রথম প্রকাশিত হয়। পরে ১৯৪৬ খ্রিস্টাব্দে প্রেমেন্দ্র মিত্রের ছোটোগল্প সংকলন গ্রন্থ ‘কুড়িয়ে ছড়িয়ে’-তে এবং শেষে ১৯৫২ খ্রিস্টাব্দে তাঁর ‘শ্রেষ্ঠ গল্প সংকলন’-এ স্থান পায়।
তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রেক্ষাপট
১৯৮৮ খ্রিস্টাব্দের ২ জুলাই দেশ পত্রিকায় সুরজিৎ দাশগুপ্তের একটি পত্র প্রকাশিত হয়। সেই পত্র থেকে জানা যায় যে, ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটির কাহিনি প্রেমেন্দ্র মিত্রের জীবনের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে রচিত। প্রেমেন্দ্র মিত্রের জীবনী থেকে জানা যায়, তাঁর মাছ ধরার একটি নেশা ছিল। একবার মাছ ধরার উদ্দেশে এবং মূলত দু-দিন অবসরযাপন করার জন্য তাঁর দুই বন্ধু ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি এবং ধীরাজ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে কিছু দূরে পল্লিবাংলার এক গ্রামে গিয়েছিলেন। সেখানে গিয়ে কিছু মানুষের সঙ্গে পরিচয়ের সূত্রে জানতে পারেন গ্রাম্য-বিবাহযোগ্য, অভাগা যামিনীর জীবনের করুণ কাহিনি। লেখক প্রেমেন্দ্র মিত্র সেখান থেকে অবসর কাটিয়ে কলকাতার বাড়িতে ফিরে এসে এক সন্ধ্যায় কিছুটা বাস্তব কিছুটা কল্পনা ও রোমান্টিকতা মিশিয়ে লিখে ফেললেন ‘তেলেনাপোতা আবিষ্কার’ নামক ছোটোগল্পটি। তবে এরই সঙ্গে ১৯৪২ খ্রিস্টাব্দে ব্রিটিশ পরাধীন ভারতের বাংলাদেশের পিছিয়ে থাকা সব গ্রাম ও সেখানকার মানুষের বাস্তব করুণ জীবনকাহিনিকে কেন্দ্র করে ভাবুক কবির মতো কল্পনা ও রোমান্টিকতার সংমিশ্রণে গল্পটি রচনা করেন।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর