পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতির কারণ

পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতির কারণ
পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতির কারণ
পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নতির কারণগুলি হল-

কাঁচামালের জোগান :
ক্ষুদ্র ও কুটির শিল্পে প্রয়োজনীয় যাবতীয় কাঁচামাল পশ্চিমবঙ্গে রয়েছে। খুব সামান্য পণ্য অন্য রাজ্য থেকে আনতে হয় এবং তা কলকাতার বাজারে সহজলভ্য। 

কম মূলধন : এই শিল্প স্থাপনের জন্য অল্প মূলধন প্রয়োজন হয়। এ ছাড়া গ্রামীণ ব্যাংক, কো-অপারেটিভ থেকেই শিল্প স্থাপনের জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ পাওয়া যায়।

অল্প জমির প্রয়োজন :
এই শিল্প স্থাপনের জন্য বড়ো জমির পরিবর্তে ক্ষুদ্র জমির প্রয়োজন হয়। এমনকি ছোটো ছোটো জমি ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কোনো অসুবিধা হয় না। 

দক্ষ ও সুলভ শ্রমিক : গ্রামাঞ্চলে কৃষিকাজের সুখা সময়ে মানুষ এই সব শিল্পের কাজে নিযুক্ত হয়। উপরন্তু জনবহুল পশ্চিমবঙ্গে বেকার সমস্যা রয়েছে। ফলে, শিল্পের প্রয়োজনীয় দক্ষ ও সুলভ শ্রমিকের অভাব হয় না।

স্থানীয় বাজার: ক্ষুদ্র ও কুটির শিল্পজাত দ্রব্যের (বিড়ি, তাঁত বস্ত্র, প্রক্রিয়াকরণজাত খাদ্য, জুতো, ব্যাগ প্রভৃতি) স্থানীয় বাজারেই যথেষ্ট চাহিদা থাকে বলে রপ্তানিযোগ্য বাজারের প্রয়োজন হয় না। এ ছাড়া সরকার কর্তৃক বেশ কিছু স্থায়ী বিপণনকেন্দ্রও রয়েছে এবং প্রতি বছর প্রতি জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাও হয়।

Leave a Comment