পারস্য সাম্রাজ্যের প্রাদেশিক শাসনে স্যাট্রাপ বা ক্ষত্রপদের ভূমিকা লেখো

পারস্য সাম্রাজ্যের প্রাদেশিক শাসনে স্যাট্রাপ বা ক্ষত্রপদের ভূমিকা লেখো

পারস্য সাম্রাজ্যের প্রাদেশিক শাসনে স্যাট্রাপ বা ক্ষত্রপদের ভূমিকা লেখো
পারস্য সাম্রাজ্যের প্রাদেশিক শাসনে স্যাট্রাপ বা ক্ষত্রপদের ভূমিকা লেখো

ভূমিকা

পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট এবং প্রথম দারিউসের নেতৃত্বে প্রাচীন কালে পারস্যে এক বিশাল আকিমেনীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল। শাসনকার্য পরিচালনার সুবিধার জন্য তাঁরা এই সুবিশাল সাম্রাজ্যকে কতকগুলি বৃহৎ ও ক্ষুদ্র প্রদেশে ভাগ করেন। এই প্রদেশ বা অঞ্চলগুলির শাসনকর্তা স্যাট্রাপ (Satrap) বা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন। সম্রাট প্রদেশের গভর্নর বা শাসনকর্তা হিসেবে এঁদের নিয়োগ করতেন।

প্রাদেশিক শাসনে ভূমিকা বা অবদান

প্রদেশের শাসনকর্তা হিসেবে স্যাট্রাপদের নানা প্রশাসনিক দায়দায়িত্ব পালন করতে হত। এগুলি হল-

(1) রাজস্ব আদায়: স্যাট্রাপদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর এলাকাধীন অঞ্চল থেকে কর বা রাজস্ব সংগ্রহ করা। কর আদায়ের পর তাঁকে সেই অর্থ রাজার কোশাগারে জমা করতে হত।

(2) শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা: কর আদায়ের পাশাপাশি স্যাট্রাপকে তাঁর প্রদেশের শাসনকার্য পরিচালনা, শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা রক্ষা করতে হত

(3) কেন্দ্র ও প্রদেশের সংযোগ রক্ষা: স্যাট্রাপদের নিয়োগ করতেন সম্রাট। তাই তাঁরা ছিলেন সরাসরি সম্রাটের প্রতিনিধি। সম্রাটের প্রতিনিধি হিসেবে তাঁরা প্রদেশ ও কেন্দ্রের মধ্যে সংযোগ রক্ষা করতেন।

(4) বিচারকার্য : প্রদেশগুলির বিচারব্যবস্থারও সর্বেসর্বা ছিলেন স্যাট্রাপগণ। তাই তাঁকে নানা প্রশাসনিক দায়দায়িত্ব পালনের পাশাপাশি দেওয়ানি ও ফৌজদারি বিচারেরও তত্ত্বাবধান করতে হত।

(5) সামরিক দায়িত্ব: স্যাট্রাপদের সেনাবাহিনী রক্ষণাবেক্ষণসহ অনেক ক্ষেত্রেই নানা সামরিক দায়দায়িত্ব পালন করতে হত।

(6) অন্যান্য দায়িত্ব পালন: এগুলি ছাড়াও স্যাট্রাপদের আরও অন্যান্য দায়দায়িত্ব পালন করতে হত। যেমন-আঞ্চলিক বিদ্রোহ দমন, স্থানীয় স্তরে আমলাদের নিয়োগ, বৈদেশিক আক্রমণ প্রতিরোধে সহযোগিতা করা ইত্যাদি।

মূল্যায়ন

সবশেষে বলা যায় যে, প্রাদেশিক শাসনে স্যাট্রাপ বা ক্ষত্রপদের গুরুত্বপূর্ণ অবদানকে অস্বীকার করা যায় না। কিন্তু সম্রাটদের দুর্বলতার সুযোগ নিয়ে এঁরা অনেক সময় বিদ্রোহ ঘোষণা করত, যা সাম্রাজ্যের সংহতির পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছিল।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment