‘বই কেনা’ রচনার মূল বক্তব্য সংক্ষেপে লেখো

লেখক সৈয়দ মুজতবা আলী ‘বই কেনা’ রচনাটিকে বৈঠকি মেজাজে, আড্ডার পরিবেশে বাঙালির বই কেনা এবং বই পড়ার প্রতি অনীহাকে তুলে ধরেছেন। এরই পাশাপাশি লেখক বই পড়ার ভালো দিকগুলি তুলে ধরতে গিয়ে আনাতোল ফ্রাঁস এবং বারট্রান্ড রাসেল-এর প্রসঙ্গ এনেছেন। লেখক প্রবন্ধটির মধ্যে বাঙালির বই কেনা, বই পড়া প্রসঙ্গটিকে চিত্রিত করার জন্য বহু গল্প, দৃষ্টান্ত, উপমা প্রভৃতি ব্যবহার করেছেন।

Leave a Comment