‘হটেনটট’ হল একটি উপজাতি। এরা ছিল মূলত যাযাবর এবং পশুপালন করে জীবিকা অর্জন করা সম্প্রদায়।
লেখক সৈয়দ মুজতবা আলী ‘বই কেনা’ রচনায় বাঙালির বই কেনা ও বই পড়ার প্রতি অনীহাকে তুলে ধরেছেন। লেখকের মতে, বাঙালির জ্ঞানতৃষ্ণা প্রবল- তারা অনেক কিছু জানতে বা শিখতে চায় কিন্তু এই জ্ঞানতৃষ্ণা মেটানোর জন্য যে বই কিনতে হবে বা বই পড়তে হবে, তার বেলায় তারা উদাসীন। অর্থাৎ বই কিনতে, বই পড়তে তাদের মধ্যে অনীহা দেখা যায়। তাই লেখক বলতে চেয়েছেন, বাঙালি জাতি যদি হটেনটট বা যাযাবর আদিবাসী হত তাহলে বইয়ের প্রতি অনীহার জন্য দুঃখ থাকত না।