ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো

ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো
ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো
বিভিন্ন ধরনের শিল্পজাত দ্রব্যের সংযোজনের মাধ্যমে অটোমোবাইল বা মোটরগাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠে। 1945 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় হিন্দুস্থান মোটরস লিমিটেডের উদ্যোগে ভারতে অটোমোবাইল বা মোটরগাড়ি নির্মাণ শিল্পের সূচনা হয়। অটোমোবাইল শিল্প গড়ে ওঠার প্রধান কারণ হল – 

লোহা ও ইস্পাতের প্রাচুর্য: 

অটোমোবাইল শিল্পের মূল উপাদান হল লোহা ও ইস্পাত। ভারতের লৌহ-ইস্পাত শিল্প কারখানাগুলি থেকে প্রয়োজনীয় লোহা ও ইস্পাত পাওয়ার সুবিধা আছে। কয়লার পর্যাপ্ত জোগান লোহা ও ইস্পাত গলিয়ে উপযুক্ত আকৃতি প্রদান করার জন্য প্রচুর কয়লার প্রয়োজন হয়। তাই অটোমোবাইল শিল্প গড়ে ওঠার জন্য পর্যাপ্ত কয়লার জোগান থাকা আবশ্যক। 

অনুসারী শিল্পের সান্নিধ্য: 

ইস্পাত ছাড়াও মোটরগাড়ি নির্মাণের জন্য যন্ত্রাংশ, ইঞ্জিন, টায়ার, টিউব, কাচ, ব্যাটারি, রং, চামড়া, ফোম প্রভৃতির একান্ত প্রয়োজন। তাই এই সকল অনুসারী শিল্পের বিকাশের ওপর মোটরগাড়ি নির্মাণ শিল্পের বিকাশ নির্ভর করে। 

সুলভ বিদ্যুৎ: 

অটোমোবাইল শিল্প গড়ে ওঠার জন্য সুলভে পর্যাপ্ত বিদ্যুতের জোগান থাকা প্রয়োজন। 

উন্নত পরিবহণ ব্যবস্থা: 

অটোমোবাইল শিল্পের বিকাশ উন্নত পরিবহণ ব্যবস্থার ওপর নির্ভরশীল। ভারতে রেলপথ ও সড়কপথের দ্রুত প্রসার এই শিল্প গড়ে ওঠার অনুকূল ক্ষেত্র প্রস্তুত করেছে। 

সুলভ ও দক্ষ শ্রমিক : 

অটোমোবাইল শিল্প গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। ভারতের কারিগরি প্রতিষ্ঠান ও বিদেশি কোম্পানিগুলির মিলিত কারিগরি দক্ষতা অটোমোবাইল শিল্প বিকাশের সহায়ক হয়েছে। 

পর্যাপ্ত মূলধন : 

অটোমোবাইল শিল্প অত্যন্ত লাভজনক হওয়ায় মূলধন বিনিয়োগের অভাব হয় না। ভারতে দেশীয় শিল্পপতি ও বিদেশি কোম্পানিগুলির পর্যাপ্ত মূলধন বিনিয়োগ এই শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে। 

চাহিদা: 

ভারতে সড়কপথের সম্প্রসারণ, শহর-নগরের বিকাশ, দ্রুত অর্থনৈতিক অগ্রগতি, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি কারণে মোটরগাড়ির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে।

Leave a Comment