মানচিত্র তৈরি করার পদ্ধতিগুলি কী কী? |
জমি জরিপ করে মানচিত্র প্রস্তুতিকরণ: কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন যন্ত্রপাতি (যেমন – ফিতে, চেন, প্রিজমেটিক কম্পাস, থিয়োডোলাইট ইত্যাদি) ব্যবহার করে জমি জরিপ করে স্কেল অনুযায়ী ওই অঞ্চলের মানচিত্র অঙ্কন করা হয়।
আলোকচিত্র থোক মানচিত্র প্রস্তুতিকরণ: সংশ্লিষ্ট অঞ্চলের ফটোগ্রাফ বা বিমান থেকে নেওয়া আলোকচিত্র থেকে স্টিরিওস্কোপ যন্ত্রের দ্বারা ত্রিমাত্রিক দৃশ্যকে দ্বিমাত্রিকে পরিণত করা হয়। তারপর তা থেকে মানচিত্র প্রস্তুত করা হয়।
রিমোট সেন্সিং থেকে মানচিত্র প্রস্তুতিকরণ: বর্তমানে মানচিত্র প্রস্তুতির ক্ষেত্রে এই পদ্ধতি সবচেয়ে আধুনিক, নির্ভুল ও তথ্যনির্ভর। এক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি, তথ্যের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে মানচিত্র তৈরি করা হয়।
অন্যান্য পদ্ধতি: (ⅰ) কোনো অঞ্চলে সমীক্ষালব্ধ তথ্য কম্পিউটারে সরবরাহ করে নির্দিষ্ট সফ্টওয়ারের সাহায্যে মানচিত্র প্রস্তুত করা হয়। (ii) আবার বিভিন্ন প্রজেকশানের (Projection) দ্বারা হাতেও মানচিত্র অঙ্কন করা যায়। তবে এক্ষেত্রে মানচিত্র প্রস্তুতিতে ত্রুটির সম্ভাবনা বেশি।