আলোচ্য অংশটি বাউল কবি লালন শাহের ‘লালন শাহ ফকিরের গান’ কবিতার অন্তর্গত।
বাউল সাধনার মূল বিষয় মনের মানুষের বা পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা। তাই বাউলরা মনে করেন পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া সম্ভব হয় মানবভজনা বা মানবসেবার মাধ্যমে। তাঁরা বিশ্বাস করেন মানব দেহমন্দিরেই ঈশ্বর, আল্লা, পরমাত্মা বা মনের মানুষের অবস্থান। মানবভজনার মাধ্যমে প্রকৃত মানুষ বা সোনার মানুষ হয়ে উঠতে পারলেই কাঙ্খিত পরমাত্মা বা মনের মানুষের সান্নিধ্যলাভ করা যায়।