মুদ্রণ বিপ্লবে আরবদের ভূমিকা আলোচনা করো

মুদ্রণ বিপ্লবে আরবদের ভূমিকা আলোচনা করো

মুদ্রণ বিপ্লবে আরবদের ভূমিকা আলোচনা করো
মুদ্রণ বিপ্লবে আরবদের ভূমিকা আলোচনা করো

ভূমিকা

ইউরোপের মুদ্রণ বিপ্লবের ক্ষেত্র প্রস্তুতিতে চিনের পরেই যে দেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তা হল আরব। আরবীয়রা চিন থেকে মুদ্রণপ্রযুক্তি ও কাগজ তৈরির কৌশল শিখে নিজেদের দেশে তা নিয়ে ব্যাপক চর্চা করে উন্নতি ঘটায়। পরবর্তীতে তাদের থেকে এই প্রযুক্তি ইউরোপে পৌঁছোয়।

(1) উৎস: ৭৫১ খ্রিস্টাব্দে চিন ও আরবের মধ্যে তালাসের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে পরাজিত চিনের বন্দিদের মধ্যে বেশ কয়েকজন সুদক্ষ কাগজ প্রস্তুতকারক ছিলেন। তাদের থেকে আরবীয়রা কাগজ তৈরির কৌশল প্রথম আয়ত্ত করে।

(2) কাগজ তৈরির কৌশলে উন্নতি: চিনের কাগজ তৈরির পদ্ধতিকে আরও উন্নত করে আরবীয়রা শনের ব্যবহার দ্বারা। ‘ট্রিপ হ্যামার’ নামক যন্ত্র উদ্ভাবন করে, তার দ্বারা আরও উন্নতমানের কাগজ তৈরি করে আরবীয়রা।

(3) কাগজের কারখানা স্থাপন: আরবের সমরখন্দে প্রথম কাগজ তৈরির কারখানা গড়ে ওঠে। এরপর বাগদাদ, দামাস্কাস সহ আরব দুনিয়ার প্রায় সর্বত্র অসংখ্য কাগজকল স্থাপিত হয়। আরবীয়রাই আফ্রিকার মরক্কোতে কাগজের কারখানা গড়ে তোলে যেখান থেকে স্পেনীয়রা কাগজের প্রযুক্তি শেখে এবং ১১৫০ খ্রিস্টাব্দে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে স্পেনে কাগজকল স্থাপিত হয়।

(4) মুদ্রণশিল্পে অগ্রগতি: উন্নতমানের কাগজের সরবরাহ থাকায় আরবীয়রা ক্রমে ক্রমে কালি, ছাপার পদ্ধতি ইত্যাদি দিকেও উন্নতি ঘটায়। প্রচুর সংখ্যক বই-এর মুদ্রণ সম্ভব হয়।

(5) বই বাঁধাই শিল্প: শুধু বই ছাপা নয়, আরবীয়রা মুদ্রিত বইয়ের মজবুত ও সুদৃশ্য বাঁধাই-এর উন্নত প্রযুক্তিরও পথপ্রদর্শক। চামড়া বা সিল্কের কাপড় দিয়ে বই-এর আবরণ তৈরি করায় বইগুলি ব্যবহার করা ও সযত্নে সংরক্ষণ করা সহজ হয়।

মূল্যায়ন

কাগজ তৈরি, বই ছাপা ও বই বাঁধাই-এর ক্ষেত্রে আরবীয়দের অবদানের সুদূরপ্রসারী ফল হিসেবে ইউরোপে মুদ্রণ বিপ্লব ঘটে। দাম কম হওয়ায় অনেক বেশিসংখ্যক মানুষের কাছে বই পৌঁছোনো সম্ভব হয়।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment