যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়”- এ কথা কে বলেছেন? কে, কীভাবে ভুবন সৃষ্টি করে যন্ত্রণা এড়াবার অধিক ক্ষমতা লাভ করে?

লেখক সৈয়দ মুজতবা আলীর ‘বই কেনা’ রচনায় ব্রিটিশ সাহিত্যিক বারট্রান্ড রাসেল এরূপ মন্তব্য করেছেন।

সাহিত্যিক বারট্রান্ড রাসেলের মতে, আমরা অর্থাৎ মানুষ যত বেশি বই পড়ব, জ্ঞান-বিজ্ঞানকে আয়ত্ত করব, ততই আমাদের হৃদয়ে একটি নিজস্ব জগতের সৃষ্টি হবে। সেই একান্ত আপন ভুবনে পৌঁছে মানুষ বিভিন্ন সমস্যা উত্তরণের পথ খুঁজে পাবে এবং জীবনযন্ত্রণা এড়াবার ক্ষমতা লাভ করবে।

Leave a Comment