সেনেকা কে ছিলেন
সেনেকার পরিচয়
সিসেরোর মতোই রোমান রাষ্ট্রচিন্তার আর-এক দিপাল রাষ্ট্রচিন্তাবিদ হলেন লুসিয়াস অ্যানিয়াস সেনেকা দ্য ইয়ংগার।
জন্ম ও শিক্ষালাভ: প্রাচীন স্পেনের কর্ডোভাতে জন্ম হয় সেনেকার। একাধারে দার্শনিক, রাষ্ট্রনায়ক ও নাট্যকার হিসেবে তাঁর খ্যাতি কালক্রমে ছড়িয়ে পড়ে। আনুষ্ঠানিক শিক্ষা, বিভিন্ন দার্শনিক ধারণা এবং নিজস্ব মননশীল অনুশীলনের মাধ্যমে সেনেকার বুদ্ধি ও প্রজ্ঞার বিকাশ ঘটে।
রাজনীতিতে ভূমিকা: সেনেকা ছিলেন একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। ৫৪ খ্রিস্টাব্দে তিনি রোমান সম্রাট নিরোর উপদেষ্টা পদে আসীন হন। কিন্তু শেষপর্যন্ত নিরোর হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে গেলে আত্মহত্যা করেন সেনেকা।
দার্শনিক ভাবনা: সেনেকার রাষ্ট্রদর্শনের কেন্দ্রে ছিল মানুষ। তাঁর চরম অপছন্দ ছিল দুর্নীতিগ্রস্ত ও বিশৃঙ্খল জনগণ। সেনেকা চেয়েছিলেন এক বৃহত্তম জনরাষ্ট্র গড়ে তুলতে, যা একটি সমাজের মতো। এই সমাজের চরিত্র হবে ধর্মীয় ও নৈতিকতার উপর প্রতিষ্ঠিত।
সেনেকার দার্শনিক ধারণা ও মানবপ্রকৃতির প্রতিফলন প্রাচীন রোমে ও রোমের বাইরে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে খ্রিস্টান আনুগত্য ও ভাবনার প্রচারে সেনেকার এই তত্ত্ব বিশেষভাবে সহায়ক হয়েছিল।
আরও পড়ুন – ১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে আলোচনা করো
২। প্লেটোর সাম্যবাদী তত্ত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো
৩। রাষ্ট্রচিন্তার জগতে প্লেটোর অবদান সংক্ষেপে আলোচনা করো
৪। অ্যারিস্টটলের ধারণায় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল
৫। সরকারের শ্রেণিবিভাজন সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো
৬। রাষ্ট্রচিন্তার বিকাশে অ্যারিস্টটলের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
৭। গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো
৮। এপিকিউরীয় ও সিনিক রাষ্ট্রদর্শনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো
১০। রোমান আইনতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
১১। রাষ্ট্রচিন্তাবিদ পলিবিয়াসের সংক্ষিপ্ত পরিচয় দাও
১২। সিসেরোর পরিচয় সংক্ষেপে আলোচনা করো
১৩। আদর্শ রাষ্ট্র ও সাম্যনীতি প্রসঙ্গে সিসেরোর অভিমত উল্লেখ করো
১৪। রাষ্ট্রে ন্যায়ের প্রতিষ্ঠা সম্পর্কে সিসেরোর অভিমত সংক্ষেপে আলোচনা করো