তোমাদের এলাকায় বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংবাদপত্রে প্রকাশের জন্য এ বিষয়ে একটি প্রতিবেদন লেখো।

এলাকায় বৃক্ষরোপণ উৎসব প্রতিবেদন রচনা

এলাকায় বৃক্ষরোপণ উৎসব

নিজস্ব সংবাদদাতা, পলাশন বর্ধমান, ২৪ জুলাই : আকাশে বাদলের মেঘ। বর্ষায় স্নাত ধারা। সবুজ সতেজ উদ্ভিদ জগৎ। বৃক্ষরোপণের উপযুক্ত সময় এই জুলাই মাস। পলাশন গ্রামের সবুজসাথী ক্লাব এই অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। নানান সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই ক্লাব। রক্তদান শিবির, দাতব্য চিকিৎসালয়, নিরক্ষরতা দূরীকরণ করেছে বিগত কয়েক বছরে। বর্তমান বছরে তাদের কর্মসূচি ‘দাও ফিরে সে অরণ্য;লও এ নগর’।
বীজ বপন করা হয়েছিল পূর্বেই। বর্ষার প্রথম জল পেয়ে চারাগুলি সবুজ সতেজ হয়ে উঠেছিল। বিগত দুদিন ধরে চলছে এই বৃক্ষরোপণ উৎসব। অনুষ্ঠানের মধ্যে ছিল শিশু থেকে বড়োদের নিয়ে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। ক্লাব সংলগ্ন মাঠে বহু মানুষের সমাগম ঘটেছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক। অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক উন্নয়ন আধিকারিক ও পলাশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য রাখেন। গ্রামের যুবক-যুবতি-বড়োরা মিলে প্রায় কয়েক হাজার গাছ লাগানো হয়েছে দুদিনে। রক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবার উপস্থিতিতে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Comment