ভারতের প্রচলিত ভাষা পরিবার MCQ | XI Bengali 1st Semester WBCHSE

ভারতের প্রচলিত ভাষা পরিবার MCQ | XI Bengali 1st Semester WBCHSE

ভারতের প্রচলিত ভাষা পরিবার MCQ
ভারতের প্রচলিত ভাষা পরিবার MCQ

১. ভাষাগত দিক দিয়ে ভারত সম্বন্ধে প্রচলিত অভিধাটি হল-

(ক) ভারত চার ভাষা বংশের দেশ

(খ) ভারত ভাষার অরণ্য

(গ) কঠিক খ ভুল

(ঘ) ক ও খ দুইই ঠিক

২. ইংরেজদের করা ভাষা সমীক্ষার নিরিখে ভারত যে ভাষার-অরণ্য একথা উঠে এসেছিল যে শতকে-

(ক) অষ্টাদশ

(খ) উনবিংশ

(গ) বিংশ

(ঘ) একবিংশ

৩. Linguistic Survey of India- এর মূল সম্পাদক ছিলেন-

(ক) জর্জ গিয়ার্সন

(খ) জর্জ উইলিয়াম

(গ) গ্যেটে

(ঘ) বেকন

৪. গিয়ার্সনের সমীক্ষা অনুযায়ী ভারতে প্রচলিত ভাষার সংখ্যা হল-

(ক) ১৫৯টি

(খ) ১৬৯টি

(গ) ১৭৯টি

(ঘ) ১৮৯টি

৫. গিয়ার্সনের সমীক্ষা অনুযায়ী ভারতে প্রচলিত উপভাষার সংখ্যা হল-

(ক) ৫৪০টি

(গ) ৫৪৩টি

(খ) ৫৪২টি

(ঘ) ৫৪৪টি

৬. ১৯৬১ সালের জন সমীক্ষা অনুযায়ী ভারতে মাতৃভাষার সংখ্যা হল-

(ক) ১৬৫০টি

(খ) ১৬৫১টি

(গ) ১৬৫২টি

(ঘ) ১৬৫৩টি

৭. ১৯৬১ সালের সমীক্ষা অনুযায়ী ভারতের ১৬৫২টি ভাষার মধ্যে অবর্গীভূত ভাষার সংখ্যা হল-

(ক) ৫৩০টি

(গ) ৫৩২টি

(খ) ৫৩১টি

(ঘ) ৫৩৩টি

৮. ভারতের ১৬৫২টি ভাষার মধ্যে অভারতীয় ভাষার সংখ্যা হল-

(ক) ১০০টি

(গ) ১০২টি

(খ) ১০১টি

(ঘ) ১০৩টি

৯. ইন্দো-ইয়োরোপীয় ছাড়া ভারতের অন্য ভাষা বংশ হল-

(ক) অস্ট্রিক

(গ) ভোটচিনা

(খ) দ্রাবিড়

(ঘ) সবগুলিই

১০. নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর হল-

(ক) নাগা

(খ) সেন্টিনিল

(গ) বান্টু

(ঘ) নেগ্রিটো

১১. যে ভারতীয় জনগোষ্ঠীর সন্ধান পাওয়া গেলেও তার ভাষাতাত্ত্বিক কোনো নির্দশন পাওয়া যায় না-

(ক) নেগ্রিটো

(খ) সেন্টিনিল

(গ) নাগা

(ঘ) ভিল

১২. প্রত্ন অস্ত্রালদের ভাষার নাম হল-

(ক) দ্রাবিড়

(খ) অস্ট্রিক

(গ) ভোটচিনীয়

(ঘ) মুণ্ডারি

১৩. অস্ট্রিক ভাষা বংশের অন্তর্গত যতগুলি ভাষা বর্তমানে ভারতে প্রচলিত-

(ক) ৬২টি

(খ) ৬৩টি

(গ) ৬৪টি

(ঘ) ৬৫টি

১৪. ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী হল-

(ক) অস্ট্রিক

(খ) দ্রাবিড়

(গ) ইন্দো-ইয়োরোপীয়

(ঘ) ভোটচিনীয়

১৫. অস্ট্রিক ভাষা বংশমূলত যতগুলি শাখায় বিভক্ত-

(ক) ১টি

(খ) ২টি

(গ) ৩টি

(ঘ) ৪টি

১৬. অস্ট্রিক ভাষার যে শাখাটি ভারতে প্রচলিত-

(ক) অস্ট্রেনেশীয়

(খ) অস্ট্রো এশিয়াটিক

(গ) মেলানেশীয়

(ঘ) পলিনেশীয়

১৭. অস্ট্রো এশিয়াটিক শাখা যতগুলি ধারায় বিভক্ত-

(ক) ১টি

(খ) ২টি

(গ) ৩টি

(ঘ) ৪টি

১৮. অস্ট্রিক ভাষার যে শাখা ভারতের বাইরে প্রচলিত-

(ক) অস্ট্রো এশিয়াটিক

(খ) অস্ট্রোনেশীয়

(গ) অস্ট্রাল

(ঘ) কোনোটিই নয়

১৯. ইন্দোনেশিয়ার প্রধান ভাষা হল-

(ক) মালয়

(খ) বর্মি

(গ) গোল্ডী

(ঘ) কুই

২০. ফিজি দ্বীপে যে ভাষা গোষ্ঠী দেখা যায়-

(ক) অট্রোনেশীয়

(খ) মালয়

(গ) মেলানেশীয়

(ঘ) মাইক্রোনেশীয়

২১. মাইক্রোনেশিয়ান ভাষাগোষ্ঠীর প্রচলন আছে যেখানে-

(ক) ফিজি

(খ) লাওস

(গ) তাহিতি

(ঘ) ক্যারোলাইন

২২. পলিনেশীয় ভাষা যেখানে প্রচলিত-

(ক) সামোয়া

(খ) তাহিতি

(গ) হাওয়াই দ্বীপ

(ঘ) সবগুলিই

২৩. অস্ট্রো এশিয়াটিক ও অস্ট্রোনেশীয় শাখার ভাষাগুলির মধ্যে সাধম্য প্রথম তুলে ধরেন-

(ক) Eather W. Sehmidt

(খ) গিয়ার্সন

(গ) কোলব্রুক

(ঘ) কেউই নয়

২৪. অস্ট্রো এশিয়াটিক শাখার যে ধারাটি বৃহত্তম-

(ক) পুর্বী

(খ) পশ্চিমা

(গ) মধ্যদেশীয়

(ঘ) দাক্ষিণাত্য

২৫. অস্ট্রো এশিয়াটিক শাখার পশ্চিমা ধারার যতগুলি ভাষা আছে-

(ক) ৫৬টি

(খ) ৫৭টি

(গ) ৫৮টি

(ঘ) ৫৯টি

২৬. অস্ট্রো এশিয়াটিক শাখার পশ্চিমা ধারার অন্যতম ভাষা হল-

(ক) সাঁওতালি

(খ) শবর

(গ) মুণ্ডারি

(ঘ) সবগুলিই

২৭. পশ্চিমা ধারার ভাষাগুলির অন্যতম প্রধান ভাষা হল-

(ক) সাঁওতালি

(খ) মুন্ডারি

(গ) ভুমিজা

(ঘ) হো

২৮. কোরকু ভাষা দেখা যায়-

(ক) মহারাষ্ট্র ও বিহার

(খ) বিহার ও ঝাড়খণ্ড

(গ) মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ

(ঘ) ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ

২৯. খাড়িয়া ভাষা দেখা যায়-

(ক) বিহার

(খ) মধ্যপ্রদেশ

(গ) ওড়িশায়

(ঘ) সবগুলিই

৩০. ভূমিজ ও হো ভাষাভাষির মানুষ বাস করেন-

(ক) বিহার ও ঝাড়খণ্ড

(খ) বিহার ও ওড়িশায়

(গ) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ

(ঘ) মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়

৩১. সাঁওতালি ভাষার প্রধান কেন্দ্রস্থল-

(ক) বিহার ও ঝাড়খণ্ড

(খ) ছোটোনাগপুর ও সাঁওতাল পরগনা

(গ) সাঁওতাল পরগনা ও ছত্রিশগড়

(ঘ) ছত্রিশগড় ও ওড়িশা

৩২. সাঁওতাল লোককথা ও পুরাণ সংকলিত হয়েছে যাঁদের চেষ্টায়-

(ক) শ্রীরামপুর মিশন

(খ) ফোর্ট উইলিয়াম কলেজ

(গ) নরওয়ের মিশনারি পি. ও. বোর্ডিং

(ঘ) সাঁন্তালি পরগনা

৩৩. প্রথম দিকে সাঁওতালি লেখা হতো যে লিপিতে-

(ক) বাংলা

(খ) রোমক

(গ) কঠিক ও খ ভুল

(ঘ) ক ও খ দুটোই ঠিক

৩৪. বর্তমানের সাঁওতালি লেখা হয় যে লিপিতে-

(ক) ব্রাহ্মী

(খ) খরোষ্টী

(গ) রোমক

(ঘ) অলচিকি

৩৫. অলচিকি লিপির উদ্ভাবক হলেন–

(ক) পণ্ডিত রঘুনাথ মুর্মু

(খ) বাণেশ্বর মুর্মু

(গ) ঈশ্বর হাঁসদা

(ঘ) ধীরেন্দ্রনাথ বাস্কে

৩৬. মুণ্ডারি এনসাইক্লোপিডিয়া যিনি সম্পাদন করেন-

(ক) ফাদার মার্শম্যান

(খ) ফাদার হফম্যান

(গ) ফাদার টিন্ডেল

(ঘ) ফাদার জশুয়া মার্শম্যান

৩৭. মুণ্ডারি এল সাইক্লোপিডিয়া যতগুলি খণ্ডে বিভক্ত-

(ক) ১০টি

(গ) ১২টি

(খ) ১১টি

(ঘ) ১৩টি

৩৮. অতি প্রাচীনকাল থেকেই অস্ট্রিক ও আর্য ভাষার পারস্পরিক যোগাযোগের কারণে যে শব্দ সংস্কৃতে এসেছে-

(ক) কোল

(গ) সান্তালী

(খ) হো

(ঘ) মুণ্ডা

৩৯. বাংলায় প্রচলিত অস্ট্রিক গোষ্ঠীর শব্দ হল

(ক) কদলী

(গ) তাম্বুল

(খ) অলাবু

(ঘ) সবগুলিই

৪০. ভাষা তাত্ত্বিকদের মতে ‘রত্ন’ শব্দের মূলে যে শব্দের প্রভাব-

(ক) সাঁওতালি

(খ) মুণ্ডারি

(গ) হো

(ঘ) ঘেড়িয়া

৪১. অস্ট্রো এশিয়াটিক গোষ্ঠীর মোন-খমের শাখা যে ধারার অন্তর্গত-

(ক) পূর্বী

(খ) পশ্চিমা

(গ) মধ্যদেশীয়

(ঘ) কোনোটিই নয়

৪২. মোন-খমের শাখার উল্লেখযোগ্য ভাষা হল-

(ক) গারো

(খ) খাসি

(গ) নাগা

(ঘ) মুণ্ডারি

৪৩. উত্তরপূর্ব ভারতের খাসি-জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে যে ভাষাভাষি মানুষের বাস-

(ক) গারো

(খ) খাসি

(গ) নাগা

(ঘ) জয়ন্তিয়া

৪৪. খাসি ভাষা আগে যে হরফে লেখা হতো-

(ক) বাংলা

(খ) অলচিকি

(গ) দেবনাগরী

(ঘ) কোনোটিই নয়

৪৫. খাসি ভাষা বর্তমানে যে হরফে লেখা হয়-

(ক) বাংলা

(খ) দেবনাগরী

(গ) অলচিকি

(ঘ) রোমক

৪৬. খাসি ছাড়া মোন-খমের শাখার অন্তর্গত অন্য গুরুত্বপূর্ণ ভাষাটি হল-

(ক) গারো

(খ) হো

(গ) নিকোবরি

(ঘ) সবগুলিই

৪৭. মোন্-খমের মধ্যে যতগুলি ভাষা অন্তর্ভুক্ত-

(ক) ৩টি

(খ) ৫টি

(গ) ৭টি

(ঘ) ৯টি

৪৮. নিকোবরি ভাষা যে অঞ্চলে প্রচলিত-

(ক) গারো পার্বত্য অঞ্চল

(খ) খাসি-জয়ন্তিয়া পার্বত্য অঞ্চল

(গ) শিলং পার্বত্য অঞ্চল

(ঘ) আন্দামান ও নিকোবর দ্বীপ-এ

৪৯. ভাষাভাষির দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা হল-

(ক) ভারতীয় আর্য

(খ) অসিট্রক

(গ) দ্রাবিড়

(ঘ) ভোটচিনীয়

৫০. দ্রাবিড় জনগোষ্ঠীর অন্য নাম-

(ক) প্রত্ন অস্ত্রাল

(খ) ভূমধ্যীয়

(গ) নিগ্রোটো

(ঘ) বান্টু আপি

৫১. দ্রাবিড় ভাষা বংশের একছত্র বিস্তার যে অঞ্চলে-

(ক) পূর্বাংশ

(খ) উত্তরাংশ

(গ) পশ্চিমাংশ

(ঘ) দক্ষিণাংশ

৫২. প্রাক্ আর্য যুগে দ্রাবিড়দের দ্বারা গঠিত নাগরিক সভ্যতা হল-

(ক) ইনকা

(খ) মায়া

(গ) হরপ্পা মহেঞ্জোদাড়ো

(ঘ) মেহেরগড়

৫৩. হরপ্পা ও মহেঞ্জোদাড়ো সভ্যতা ভারতের যে অঞ্চলে গড়ে উঠেছিল-

(ক) উত্তর পূর্ব সীমান্তে

(খ) উত্তর পশ্চিম সীমান্তে

(গ) দক্ষিণপূর্ব তটে

(ঘ) দক্ষিণ পশ্চিম তটে

৫৪. আর্যদের দ্বারা বিতাড়িত হয়ে দ্রাবিড় ভাষাভাষি মানুষেরা যে পর্বতের দাক্ষিণাংশে বসতি স্থাপন করে-

(ক) বিন্ধ্য

(খ) আরাবল্লী

(গ) কারাকোরাম

(ঘ) নীলগিরি

৫৫. সিন্ধু সভ্যতা যে দ্রাবিড়ীয় সভ্যতা তা প্রমাণিত হয় যে ভাষার স্ ত্রে-

(ক) গোল্ডী

(খ) কুই

(গ) ব্রাহুই

(ঘ) কোলামী

৫৬. বর্তমানে পাকিস্তানে যে স্থানে ব্রাহুই ভাষার চিহ্ন মেলে-

(ক) বেলুচিস্তান

(খ) ইসলামাদ

(গ) পাঞ্জাব

(ঘ) লাহোর

৫৭. তেলুগু দ্রাবিড় ভাষার যে শাখার অন্তর্গত-

(ক) উত্তরদেশীয়

(খ) মধ্যদেশীয়

(গ) দক্ষিণী

(ঘ) বিচ্ছিন্ন

৫৮. দ্রাবিড় ভাষা বংশের মধ্যদেশীয় শাখার একটি ভাষা হল-

(ক) মালতো

(খ) কুই

(গ) গোষ্ঠী

(ঘ) ওঁরাও

৫৯. দ্রাবিড়ভাষা বংশের প্রধান চারটি ভাষা হল-

(ক) ওঁরাও, গোন্ডী, তামিল, মালয়ালম্

(খ) তামিল, তেলুগু, কন্নড়, গোল্ডী

(গ) তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম্

(ঘ) মালয়ালম্, কন্নড়, গোন্ডী, ওঁরাও

৬০. সিন্ধুসভ্যতা যে সভ্যতার দান-

(ক) আর্য সভ্যতা

(খ) অস্ট্রিক সভ্যতা

(গ) দ্রাবিড় সভ্যতা

(ঘ) কোনোটিই নয়

আরও পড়ুন – বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু ও নামকরণ

Leave a Comment