লেখক সৈয়দ মুজতবা আলীর ‘বই কেনা’ রচনায় ব্রিটিশ সাহিত্যিক বারট্রান্ড রাসেল এরূপ মন্তব্য করেছেন।
সাহিত্যিক বারট্রান্ড রাসেলের মতে, আমরা অর্থাৎ মানুষ যত বেশি বই পড়ব, জ্ঞান-বিজ্ঞানকে আয়ত্ত করব, ততই আমাদের হৃদয়ে একটি নিজস্ব জগতের সৃষ্টি হবে। সেই একান্ত আপন ভুবনে পৌঁছে মানুষ বিভিন্ন সমস্যা উত্তরণের পথ খুঁজে পাবে এবং জীবনযন্ত্রণা এড়াবার ক্ষমতা লাভ করবে।