আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিশিষ্ট প্রাবন্ধিক, রম্যরচনাকার সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের অন্তর্গত ‘বই কেনা’ রচনা থেকে নেওয়া হয়েছে।
‘কোরান’ হল ইসলাম ধর্মের পরম পবিত্র গ্রন্থ। ধর্মপ্রাণ মুসলমানগণ এই গ্রন্থকে ভক্তি, শ্রদ্ধা করেন। এই গ্রন্থে ইসলাম ধর্মের বিভিন্ন নিয়মনীতি, ধর্মকথা লিপিবদ্ধ রয়েছে।
মুহম্মদ সাহেব বলতে লেখক এখানে ইসলামের প্রতিষ্ঠাতা এবং কোরানের ঘোষণাকারী নবী হজরত মহম্মদের কথা বলেছেন।
কোরানের সর্বপ্রথম বাণীতে লেখা আছে ‘অল্লামা বিল কলমি’ অর্থাৎ আল্লা মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। এখানে লেখক সেই কথা বলেছেন।