“সে ঝুঁকিটা নিতে নারাজ। এক্সপেরিমেন্ট করতে নারাজ”- এখানে ‘সে’ বলতে কার কথা বলা হয়েছে? কীসের ঝুঁকি বা এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে? নারাজ কেন?

এখানে ‘সে’ বলতে বাংলা ভাষার গ্রন্থের প্রকাশকের কথা বলা হয়েছে।

ঝুঁকি বা এক্সপেরিমেন্টটা হল- বইয়ের দাম কমানো। বই সস্তা নয় বলে ক্রেতা বই কেনে না এবং লোকে বই কেনে না বলে বইয়ের দাম সস্তা হয় না।

বাংলা ভাষার প্রকাশক বই বিক্রি সম্পর্কে বলেছে বাঙালি বই কেনে না, বই পড়ে না। যদি বেশি বই বিক্রি হত তাহলে বইয়ের দাম কমানোর কথা ভাবা যেত। তা ছাড়া এই বই বিক্রির ওপর প্রকাশকের পেটের ভাত জোগাড় হয়। তাই সে অর্থাৎ প্রকাশক বইয়ের দাম কমানোর ঝুঁকি বা এক্সপেরিমেন্ট করতে নারাজ।

Leave a Comment