আলোচ্য অংশটি লেখক সৈয়দ মুজতবা আলীর ‘বই কেনা’ রচনা থেকে নেওয়া হয়েছে।
এ কথাটি মার্ক টুয়েন তাঁর এক বন্ধুকে বলেছেন।
বক্তা মার্ক টুয়েন কিছু বই কিনে, আর কিছু বই বন্ধু-বান্ধবের কাছ থেকে ধার করে ফেরত না দিয়ে- এক অভিনব কায়দায় তাঁর লাইব্রেরিটা গড়ে তুলেছেন।
মার্ক টুয়েন বন্ধু-বান্ধবদের বই ধার করে ফেরত না দিয়ে লাইব্রেরিতে বই সংগ্রহ করেছেন কিন্তু শেলফ ধার নেওয়া সম্ভব নয়। আবার শেলফ কেনার মতো আর্থিক সংগতি না থাকার ফলে শেলফ জোগাড় করতে পারেননি।