রাষ্ট্রে ন্যায়ের প্রতিষ্ঠা সম্পর্কে সিসেরোর অভিমত সংক্ষেপে আলোচনা করো

রাষ্ট্রে ন্যায়ের প্রতিষ্ঠা সম্পর্কে সিসেরোর অভিমত সংক্ষেপে আলোচনা করো

রাষ্ট্রে ন্যায়ের প্রতিষ্ঠা সম্পর্কে সিসেরোর অভিমত

বিশিষ্ট গ্রিক চিন্তাবিদ প্লেটো যেমন আদর্শ রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে ন্যায়নির্ভর রাষ্ট্রের কল্পনা করেছিলেন, সিসেরোও ন্যায়বিচার সম্পর্কে এক সর্বজনীন তত্ত্ব নির্মাণের কথা বলেন। De Republica গ্রন্থে ন্যায়বিচার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে, ন্যায়বিচার ও ন্যায়পরায়ণতা হল জাতির মেরুদণ্ড।

(i) ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রেক্ষাপট: সমকালীন রোমে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত রাষ্ট্রনেতারা একনায়কতন্ত্র বা স্বৈরাচারী শাসনব্যবস্থা চালু করে। ফলে একদিকে রোমে গৃহযুদ্ধের সূচনা হয় এবং অন্যদিকে রোমের নাগরিক ও অনাগরিকদের মধ্যে অধিকারের বৈষম্য বৃদ্ধি পায়। এসময় বিচার ছাড়াই নির্বাসন ও প্রাণদণ্ড দেওয়া হতে থাকে। এই কালপর্বে মারিয়াস, সুল্লা, সিজার প্রমুখ ব্যক্তিগত স্বার্থ ও প্রতিপত্তি বৃদ্ধি করার হীন প্রচেষ্টায় লিপ্ত হতে থাকলে সিসেরো তা অন্যায় ও অনৈতিক বিষয় বলে মনে করেন।

(ii) ন্যায় প্রতিষ্ঠার উপায়সমূহ: সিসেরো তাঁর রাষ্ট্রচিন্তায় ন্যায় প্রতিষ্ঠা প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে, ঈশ্বর বা প্রকৃতির দেওয়া সব কিছুর উপরই প্রত্যেক মানুষের সমান অধিকার আছে। তাই রাষ্ট্রের কর্তব্য হল, সকল মানুষকে ন্যায়বিচার প্রদান করা। শুধুমাত্র প্রাকৃতিক আইনের যথাযথ পালনই নয়, এর পাশাপাশি মনুষ্যসৃষ্ট আইনকেও মানুষের কল্যাণে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে তবেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে সিসেরো মতপ্রকাশ করেছেন। এ ছাড়া তিনি দেখিয়েছেন যে, সমাজ ও রাষ্ট্র যখন যুক্তিবাদী প্রাকৃতিক আইন দ্বারা পরিচালিত হবে, তখনই সমাজে পরিপূর্ণভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

(iii) ন্যায় প্রতিষ্ঠার ফলাফলসমূহ: সিসেরোর মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই রাষ্ট্রের সমৃদ্ধি সম্ভব। ন্যায়নীতি প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র জনগণের সমর্থন আদায় করতে সক্ষম হবে, ফলে রাষ্ট্র দীর্ঘস্থায়ী রূপ লাভ করবে। অর্থাৎ জনসমর্থনের উপর রাষ্ট্রের স্থায়িত্ব বহুলাংশে নির্ভরশীল।

আরও পড়ুন – ১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে আলোচনা করো

২। প্লেটোর সাম্যবাদী তত্ত্বের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো

৩। রাষ্ট্রচিন্তার জগতে প্লেটোর অবদান সংক্ষেপে আলোচনা করো

৪। অ্যারিস্টটলের ধারণায় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি কী কী ছিল

৫। সরকারের শ্রেণিবিভাজন সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো

৬। রাষ্ট্রচিন্তার বিকাশে অ্যারিস্টটলের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

৭। গ্রিক রাষ্ট্রচিন্তার গুরুত্ব আলোচনা করো

৮। এপিকিউরীয় ও সিনিক রাষ্ট্রদর্শনের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো

৯। টাকা লেখো- দ্বাদশ সারণী

১০। রোমান আইনতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো

১১। রাষ্ট্রচিন্তাবিদ পলিবিয়াসের সংক্ষিপ্ত পরিচয় দাও

১২। সিসেরোর পরিচয় সংক্ষেপে আলোচনা করো

১৩। আদর্শ রাষ্ট্র ও সাম্যনীতি প্রসঙ্গে সিসেরোর অভিমত উল্লেখ করো

Leave a Comment