ক্রুসেডের অর্থনৈতিক ফলাফল উল্লেখ করো

ক্রুসেডের অর্থনৈতিক ফলাফল উল্লেখ করো

অথবা, ইউরোপের অর্থনৈতিক জীবনে ক্রুসেডের প্রভাব ব্যাখ্যা করো

ক্রুসেডের অর্থনৈতিক ফলাফল উল্লেখ করো
ক্রুসেডের অর্থনৈতিক ফলাফল উল্লেখ করো

ভূমিকা

খ্রিস্টীয় একাদশ থেকে ত্রয়োদশ শতক ব্যাপী খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত ক্রুসেড বা ধর্মযুদ্ধের প্রভাব বা ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী। মধ্যযুগে ইউরোপের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের পাশাপাশি অর্থনৈতিক জীবনেও ক্রুসেডের প্রভাব ছিল অপরিসীম।

(1) ব্যাবসাবাণিজ্যের প্রসার: ঐতিহাসিক হেনরি পিরেন, অধ্যাপক কে আলি সহ অনেকেই মনে করেন যে, ইউরোপের ব্যাবসাবাণিজ্যের অভূতপূর্ব উন্নতি ও প্রসারের ক্ষেত্রে ক্রুসেডের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ক্রুসেডের আগে থেকেই ভেনিস, পিসা, বার্সেলোনা, মার্সেই প্রভৃতি ভূমধ্যসাগর তীরবর্তী বন্দরগুলির সঙ্গে প্রাচ্যের বাণিজ্যিক যোগাযোগ ছিল। তবে খ্রিস্টীয় দশম শতকের মধ্যে ভূমধ্যসাগরীয় বাণিজ্যে খ্রিস্টানদের উৎখাত করে আরব বণিকরা কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। খ্রিস্টানরা জেরুজালেম পুনরুদ্ধার করতে না-পারলেও চতুর্থ ক্রুসেড থেকেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে খ্রিস্টানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ক্রুসেডের ফলেই প্রাচ্য ও { পাশ্চাত্যের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায়। প্রাচ্যের বিভিন্ন পণ্যসামগ্রী, যেমন-মণিমুক্তা, দামি বস্ত্রসামগ্রী, মশলা, কার্পেট, সুরা, কাচ, খেজুর, বিভিন্ন বিলাসদ্রব্য ইত্যাদি ইউরোপের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রগুলিতে চাহিদা বৃদ্ধি পায়।

(2) শিল্পের প্রসার: ক্রুসেডের ফলে ইউরোপে বিশেষত পশ্চিম ইউরোপে ব্যাবসাবাণিজ্য প্রসারের পাশাপাশি শিল্পেরও অগ্রগতি ঘটে। ক্রুসেডের ফলে ত্রয়োদশ শতক থেকেই ইউরোপে ব্যাবসাবাণিজ্যের অগ্রগতির ফলে গ্রামের বহু সার্ফ বা ভূমিদাস ও সাধারণ মানুষ নতুন জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। ফলে ইউরোপে বহু কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষে পরিণত হয়। এইভাবে ক্রুসেডের ফলে ইউরোপে শিল্পের উদ্ভব ও প্রসার ঘটে।

(3) নগরের বিকাশ: ক্রুসেডের ফলে পশ্চিম ইউরোপে ব্যাবসাবাণিজ্য ও শিল্পের অভূতপূর্ব প্রসার ঘটে। এই শিল্প ও ব্যাবসাবাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে ইউরোপে বহু শহর বা নগরের পত্তন হয়। ভূমধ্যসাগর তীরবর্তী ভেনিস, পিসা, জেনোয়া, বার্সেলোনা প্রভৃতি পুরোনো শহরগুলিও ক্রমশ সমৃদ্ধশালী হয়ে ওঠে। এর পাশাপাশি এই সময়ে পশ্চিম ইউরোপে নতুন নতুন বহু নগরেরও (জার্মানি, ফ্রান্স ও ফ্লেমিশ) উৎপত্তি ঘটেছিল।

মূল্যায়ন

সবশেষে বলা যায় যে, মধ্যযুগে ইউরোপের বিশেষত পশ্চিম ইউরোপের অর্থনীতির ক্ষেত্রে ক্রুসেডের ফলাফল ছিল সুদূরপ্রসারী। ইউরোপে ব্যাবসাবাণিজ্য ও শিল্পের অগ্রগতি, প্রসার এবং নতুন নতুন শহরের বিকাশ ছিল ক্রুসেডের স্থায়ী ফল।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment