বাঙালির ক্রীড়াসংস্কৃতি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | HS 3rd Semester Bangla | Bangalir Krirasongskriti MCQ Question Answer

১. টেবিল টেনিস খেলার আদি নাম কী ছিল?
(ক) পিং পং
(খ) ডিং ডং
(গ) টিং টং
(ঘ) পং পং
উত্তর: (ক) পিং পং
২. টেবিল টেনিস খেলা ইংল্যান্ডে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে-
(ক) ১৯০২ সালে
(খ) ১৯০৪ সালে
(গ) ১৯০৬ সালে
(ঘ) ১৯০৮ সালে
উত্তর: (ক) ১৯০২ সালে
৩. টেবিল টেনিস ব্যাটের সংস্কার করে যিনি এই খেলাকে জনপ্রিয় করে তোলেন তাঁর নাম কী?
(ক) লিম্যান
(খ) গুচ
(গ) গুড
(ঘ) জর্জ
উত্তর: (গ) গুড
৪. ইংলিশ টেবিল টেনিস অ্যাসোসিয়েশন দিংগং নাম বদলে উক্ত খেলাটির নাম টেবিল টেনিস করেন-
(ক) ১৯০২ সালে
(খ) ১৯০৬ সালে
(গ) ১৯২৩ সালে
(ঘ) ১৯৪৩ সালে
উত্তর: (গ) ১৯২৩ সালে
৫. আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন গঠিত হয়-
(ক) ১৯১৩ সালে
(খ) ১৯২৬ সালে
(গ) ১৯৩৩ সালে
(ঘ) ১৯৪১ সালে
উত্তর: (খ) ১৯২৬ সালে
৬. বর্তমানে টেবিল টেনিস খেলার সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি?
(ক) আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন
(খ) আন্তর্জাতিক টেবিল টেনিস অ্যাসোসিয়েশন
(গ) ইন্ডিয়ান টেবিল টেনিস ফেডারেশন
(ঘ) ওয়ার্ল্ড টেবিল টেনিস অ্যাসোসিয়েশন
উত্তর: (ক) আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন
৭. আন্তর্জাতিক টেবিল টেনিস অ্যাসোসিয়েশন কোথায় গঠিত হয়েছিল?
(ক) রোমে
(খ) লন্ডনে
(গ) ভিয়েনায়
(ঘ) বার্লিনে
উত্তর: (ঘ) বার্লিনে
৮. কে আন্তর্জাতিক টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গঠনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন?
(ক) ড. লিম্যান
(খ) ড. শেপার্ড
(গ) ড. ফ্রিম্যান
(ঘ) ড. কোয়েম্যান
উত্তর: (ক) ড. লিম্যান
৯. বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়-
(ক) ১৯১৩ সালে
(খ) ১৯১৫ সালে
(গ) ১৯১৮ সালে
(ঘ) ১৯২৬ সালে
উত্তর: (ঘ) ১৯২৬ সালে
১০. মার্কিন যুক্তরাষ্ট্রে পিং পং অ্যাসোসিয়েশন গঠিত হয়-
(ক) ১৯২৪ সালে
(খ) ১৯২৬ সালে
(গ) ১৯২৮ সালে
(ঘ) ১৯৩০ সালে
উত্তর: (ঘ) ১৯৩০ সালে
১১. কলকাতার ওয়াই এম সি এ-তে টেবিল টেনিস খেলা শুরু হয়-
(ক) ১৯১০ সালে
(খ) ১৯০২ সালে
(গ) ১৯১৪ সালে
(ঘ) ১৯১৬ সালে
উত্তর: (ক) ১৯১০ সালে
১২. কলকাতার কোথায় টেবিল টেনিস খেলা শুরু হয়?
(ক) কে এম মিত্র-তে
(খ) কলেজ স্কোয়ারে
(গ) ওয়াই এম এ-তে
(ঘ) শোভাবাজার ক্লাবে
উত্তর: (গ) ওয়াই এম এ-তে
১৩. অল বেঙ্গল পিং পং টুর্নামেন্ট কত খ্রিস্টাব্দে চালু হয়?
(ক) ১৯৩৬ সালে
(খ) ১৯৪০ সালে
(গ) ১৯৩৩ সালে
(ঘ) ১৯৩৮ সালে
উত্তর: (গ) ১৯৩৩ সালে
১৪. ভারতবর্ষে সর্বপ্রথম টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে-
(ক) ১৯৩৮ সালের ৩ জুন
(খ) ১৯৩৮ সালের ৭ সেপ্টেম্বর
(গ) ১৯৩৮ সালের ২৪ অক্টোবর
(ঘ) ১৯৩৮ সালের ৩০ নভেম্বর
উত্তর: (খ) ১৯৩৮ সালের ৭ সেপ্টেম্বর
১৫. অল ইন্ডিয়া টেবিল টেনিস অ্যাসোসিয়েশন তৈরি হয়-
(খ) ১৯৩৯ সালে
(ঘ) ১৯৩৪ সালে
উত্তর: (ঘ) ১৯৩৪ সালে
১৬. কত সাল থেকে মহিলাদের সিঙ্গলস প্রতিযোগিতা জাতীয় ও আন্তঃরাজ্য প্রতিযোগিতার অন্তর্ভুক্ত হয়?
(ক) ১৯৩৯ সালে
(খ) ১৯৪২ সালে
(গ) ১৯৩৬ সালে
(ঘ) ১৯৫০ সালে
উত্তর: (ক) ১৯৩৯ সালে
১৭. কত সাল থেকে মহিলাদের দলগত প্রতিযোগিতা জাতীয় ও আন্তঃরাজ্য প্রতিযোগিতার অন্তর্ভুক্ত হয়?
(ক) ১৯৩৯ সালে
(খ) ১৯৫৬ সালে
(গ) ১৯২৮ সালে
(ঘ) ১৯৪৬ সালে
উত্তর: (ঘ) ১৯৪৬ সালে
১৮. উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলে পরিচিত কোন শহর?
(ক) শিলিগুড়ি
(খ) জলপাইগুড়ি
(গ) কোচবিহার
(ঘ) মালদা
উত্তর: (ক) শিলিগুড়ি
১৯. কাকে টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয়?
(ক) ভারতী ঘোষ-কে
(খ) কস্তুরী চক্রবর্তী-কে
(গ) শুভজিৎ সাহা-কে
(ঘ) সৌম্যজিৎ ঘোষ-কে
উত্তর: (ক) ভারতী ঘোষ-কে
২০. বিখ্যাত বাঙালি টেবিল টেনিস খেলোয়াড় হলেন-
(ক) কেশব দত্ত, ভেস পেজ
(খ) রেশমি শর্মা, রিচা শর্মা
(গ) মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ
(ঘ) মৌমা দাস, সৌম্যদীপ রায়
উত্তর: (ঘ) মৌমা দাস, সৌম্যদীপ রায়
২১. পৌলমী ঘটক ‘জুনিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতেন-
(ক) ১৯৯৬ সালে
(খ) ১৯৯৮ সালে
(গ) ১৯৯৯ সালে
(ঘ) উপরোক্ত সবকটি বছরে
উত্তর: (ঘ) উপরোক্ত সবকটি বছরে
২২. মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন-
(ক) অনিন্দিতা চক্রবর্তী
(খ) মৌমা দাস
(গ) পৌলমী ঘটক
(ঘ) অঙ্কিতা দাস
উত্তর: (ঘ) অঙ্কিতা দাস
২৩. ক্রীড়া ঐতিহাসিকদের মতে কোথায় টেনিস খেলা সৃষ্টি হয়েছিল?
(ক) ইংল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) জার্মানি
উত্তর: (খ) ফ্রান্স
২৪. ফ্রান্সে লন টেনিস খেলাচি কী নামে পরিচিত ছিল?
(ক) লা গেম
(খ) টিন ইজ
(গ) লা পাম
(ঘ) লন টেন
উত্তর: (গ) লা পাম
২৫. টেনিস শব্দটি যে শব্দ থেকে এসেছে তা হল-
(ক) টিন-টিজ
(খ) টিন-ইজ
(গ) টিন-দিজ
(ঘ) টিন-সিজ
উত্তর: (খ) টিন-ইজ
২৬. চিন ইজ শব্দটির অর্থ কী?
(ক) ভালো করে খেলো বা খেলা চালিয়ে যাও
(খ) ভালো করে খেলো বা খেলায় মন দাও
(গ) তারুণ্যের খেলা বা দুরন্ত খেলা
(ঘ) খেলা চালিয়ে যাও বা খেলায় মন দাও
উত্তর: (ক) ভালো করে খেলো বা খেলা চালিয়ে যাও
২৭. ঘরের ভিতরে লা পাম খেলা কারা শুরু করেন?
(ক) জার্মানির পোপরা
(খ) ফ্রান্সের ধর্মযাজকরা
(গ) ভারতের পুরোহিতরা
(ঘ) ইরানের পীররা
উত্তর: (খ) ফ্রান্সের ধর্মযাজকরা
২৮. ফ্রান্সের ধর্মযাজকরা কত খ্রিস্টাব্দে ‘লা পাম খেলা শুরু করেন?
(ক) ১৬৭২ খ্রিস্টাব্দে
(খ) ১২৩০ খ্রিস্টাব্দে
(গ) ১৩৫৮-৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪২৪ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১২৩০ খ্রিস্টাব্দে
২৯. নবম লুইস কোন্ খেলা বন্ধ করে দেন?
(ক) ফুটবল
(খ) পিং পং
(গ) ক্রিকেট
(ঘ) লা-পাম
উত্তর: (ঘ) লা-পাম
৩০. কোন সময়ে লা-পাম খেলা ইংল্যান্ডে প্রথম প্রচলিত হয়?
(ক) ১৩৫৮-৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৪২৫-২৭ খ্রিস্টাব্দে
(গ) ১২৩০-৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫০২-০৫ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৩৫৮-৬০ খ্রিস্টাব্দে
৩১. বর্তমান টেনিস খেলার আবিষ্কর্তা কে?
(ক) জন হ্যারিটন
(খ) উইংফিল্ড
(গ) গ্রে রবিনসন
(ঘ) জে টমাস
উত্তর: (খ) উইংফিল্ড
৩২. লা-পাম খেলাটির নাম লন টেনিস দিয়েছিল কোন্ ক্লাব?
(ক) অল ইন্ডিয়া লা-পাম ক্লাব
(খ) অল ইংল্যান্ড ক্রিকেট ক্লাব
(গ) ক্যালকাটা লা-পাম ক্লাব
(ঘ) লা-পাম ফেডারেশন অফ ইন্ডিয়া
উত্তর: (খ) অল ইংল্যান্ড ক্রিকেট ক্লাব
৩৩. মার্কিন যুক্তরাষ্ট্রে লন টেনিস খেলা কবে প্রচলিত হয়?
(ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে
৩৪. ইংল্যান্ডে কবে লন টেনিস অ্যাসোসিয়েশন তৈরি হয়?
(ক) ১৮৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
৩৫. আন্তর্জাতিক লন টেনিস ফেডারেশন কখন প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯১২ সালে
(খ) ১৯১৪ সালে
(গ) ১৯১৮ সালে
(ঘ) ১৯২০ সালে
উত্তর: (ক) ১৯১২ সালে
৩৬. ডেভিস কাপের খেলা শুরু হয়-
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯০০ সালে
(ঘ) ১৯৫০ সালে
উত্তর: (গ) ১৯০০ সালে
৩৭. কোথায় ডেভিস কাপ খেলা শুরু হয়?
(ক) লন্ডনে
(খ) লং উডে
(গ) ডাবলিনে
(ঘ) ব্রিস্টলে
উত্তর: (খ) লং উডে
৩৮. মহিলাদের টেনিস প্রতিযোগিতায় যোগদান শুরু হয় কখন থেকে?
(ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৮৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৮৪ খ্রিস্টাব্দে
৩৯. ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে?
(ক) ১৯২৭ সালের ২৫ এপ্রিল
(খ) ১৯২০ সালের ২১ মার্চ
(গ) ১৯২৩ সালের ২৮ জুলাই
(ঘ) ১৮৭৪ সালের ১২ ডিসেম্বর
উত্তর: (খ) ১৯২০ সালের ২১ মার্চ
৪০. ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন কোথায় গড়ে ওঠে?
(ক) লাহোর
(খ) দিল্লি
(গ) আগ্রা
(ঘ) তামিলনাডু
উত্তর: (ক) লাহোর
৪১. বোল টেনিস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে?
(ক) ১৯২৩ সালে
(খ) ১৯২০ সালে
(গ) ১৮৭১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২০ সালে
উত্তর: (ক) ১৯২৩ সালে
৪২. ক্যালকাটা চ্যাম্পিয়নশিপ কবে থেকে শুরু হয়?
(ক) ১৯২৩ সালে
(খ) ১৯৪৫ সালে
(গ) ১৯২০ সালে
(ঘ) ১৯৪৫ সালে
উত্তর: (ক) ১৯২৩ সালে
৪৩. ডেভিস কাপ, উইম্বলডন, ইউ এস ওপেন-এই প্রতিযোগিতাগুলি কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত?
(ক) লন টেনিস
(খ) টেবিল টেনিস
(গ) ব্যাডমিন্টন
(ঘ) হকি
উত্তর: (ক) লন টেনিস
৪৪. হুইটম্যান কাপ প্রতিযোগিতা কখন শুরু হয়?
(ক) ১৯২০ সালে
(খ) ১৯২৫ সালে
(গ) ১৯২৩ সালে
(ঘ) ১৯২৯ সালে
উত্তর: (গ) ১৯২৩ সালে
৪৫. বিষু বর্ধন কোন্ খেলার সঙ্গে যুক্ত?
(ক) ব্যাডমিন্টন
(খ) দাবা
(গ) লন টেনিস
(ঘ) হকি
উত্তর: (গ) লন টেনিস
৪৬. লিয়েন্ডার পেজ ক-টি গ্র্যান্ড স্লাম দখল করেছিলেন?
(ক) ১০টি
(খ) ১২টি
(গ) ১৪টি
(ঘ) ১৫টি
উত্তর: (গ) ১৪টি
৪৭. লিয়েন্ডার পেজ ক-টি এটিপি খেতাব অর্জন করেছেন?
(ক) ৫০টি
(খ) ৫১টি
(গ) ৫২টি
(ঘ) ৫৩টি
উত্তর: (ঘ) ৫৩টি
৪৮. বাংলাদেশে দাবা খেলার প্রচলন কোন সময়পর্ব থেকে ছিল বলে মনে করা হয়?
(ক) অষ্টম-নবম শতকের আগেই
(খ) সপ্তম-অষ্টম শতকের আগেই
(গ) নবম-দশম শতকের আগেই
(ঘ) দশম-একাদশ শতকের আগেই
উত্তর: (ঘ) দশম-একাদশ শতকের আগেই
৪৯. চর্যাগীতিতে যে খেলার উল্লেখ আছে বলে মনে করা হয় তা হল-
(ক) বট চিক
(খ) খো খো
(গ) কবাডি
(ঘ) দাবা
উত্তর: (ঘ) দাবা
৫০. রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা কে?
(ক) উর্মিলা
(খ) কৈকেয়ী
(গ) মন্দোদরী
(ঘ) শূর্পণখা
উত্তর: (গ) মন্দোদরী
৫১. ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব গড়ে ওঠে কোথায়?
(ক) লাহোরে
(খ) মাদ্রাজে
(গ) দিল্লিতে
(ঘ) কলকাতায়
উত্তর: (ঘ) কলকাতায়
৫২. চর্যাগীতিতে দাবা খেলায় রাজা গূচিটিকে কী নামে উল্লেখ করা হত?
(ক) ঠাকুর
(খ) রাজা
(গ) শ্রেষ্ঠ
(ঘ) বীর
উত্তর: (ক) ঠাকুর
৫৩. দাবা খেলায় কত ঘরের উল্লেখ আমরা চর্যাগীতিতে পাই?
(ক) ষোলো
(খ) চব্বিশ
(গ) চৌষট্টি
(ঘ) পঞ্চাশ
উত্তর: (গ) চৌষট্টি
৫৪. কোন সভ্যতায় দাবা খেলার প্রচলন ছিল বলে নৃতাত্ত্বিক গবেষকরা মনে করেন?
(ক) হরপ্পা-মহেন-জো-দারো সভ্যতা
(খ) মিশরীয় সভ্যতা
(গ) ইনকা সভ্যতা
(ঘ) সুমেরীয় সভ্যতা
উত্তর: (ক) হরপ্পা-মহেন-জো-দারো সভ্যতা
৫৫. বাংলায় দাবা খেলার সূচনা হয়-
(ক) ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে
(খ) উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে
(গ) অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে
(ঘ) অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে
উত্তর: (ক) ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে
৫৬. ক্যালকাটা চেস ক্লাব কবে গড়ে উঠেছিল?
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৮৫০ খ্রিস্টাব্দে
৫৭. কার উদ্যোগে ক্যালকাটা চেস ক্লাব গড়ে ওঠে?
(ক) John Cochrane
(খ) Mahesh Banerjee
(গ) Alexander Alekhine
(ঘ) Boris Spassky
উত্তর: (ক) John Cochrane
৫৮. ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাবটির নাম কী?
(ক) এশিয়ান চেজ অ্যাসোসিয়েশন
(খ) ক্যালকাটা চেজ অ্যাসোসিয়েশন
(গ) বেঙ্গল চেজ ক্লাব
(ঘ) ক্যালকাটা চেজ ক্লাব
উত্তর: (ঘ) ক্যালকাটা চেজ ক্লাব
৫৯. যে বুশ দাবাড়ু কলকাতায় এসে দাবা খেলা প্রসারে অংশ নেন তাঁর নাম কী?
(ক) গ্যারি কাসপারভ
(খ) Howard Stanuton
(গ) Garry Robertson
(ঘ) Alexander Alekhine
উত্তর: (ঘ) Alexander Alekhine
৬০. ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন কবে গড়ে ওঠে?
(ক) ১৯৫৩ সালে
(খ) ১৯৫৮ সালে
(গ) ১৯৫৯ সালে
(ঘ) ১৯৭১ সালে
উত্তর: (গ) ১৯৫৯ সালে
৬১. প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৪৩ সালে
(খ) ১৯৫৩ সালে
(গ) ১৯৬১ সালে
(ঘ) ১৯৭৩ সালে
উত্তর: (গ) ১৯৬১ সালে
৬২. ১৯৬১ সালের দাবা চ্যাম্পিয়নশিপে কে বিজয়ী হন?
(ক) মহেশ চন্দ্র ব্যানার্জি
(খ) প্রাণকৃষ্ণ কুণ্ডু
(গ) দিব্যেন্দু বড়ুয়া
(ঘ) সূর্যশেখর গাঙ্গুলি
উত্তর: (খ) প্রাণকৃষ্ণ কুণ্ডু
৬৩. দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গাঙ্গুলি-র নাম কীসের সঙ্গে যুক্ত?
(ক) টেবিল টেনিস
(খ) তিরন্দাজি
(গ) দাবা
(ঘ) শুটিং
উত্তর: (গ) দাবা
৬৪. পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ডমাস্টার হন?
(ক) দিব্যেন্দু বড়ুয়া
(খ) সূর্যশেখর গাঙ্গুলি
(গ) বিশ্বনাথন আনন্দ
(ঘ) সন্দীপন চন্দ
উত্তর: (ক) দিব্যেন্দু বড়ুয়া
৬৫. কত সালে দিব্যেন্দু বড়ুয়া আমাদের রাজ্য থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার হন?
(ক) ১৯৯২ সালে
(খ) ১৯৯১ সালে
(গ) ২০০০ সালে
(ঘ) ২০০৩ সালে
উত্তর: (খ) ১৯৯১ সালে
৬৬. দিব্যেন্দু বড়ুয়া মোট কত বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন?
(ক) ৩ বার
(খ) ৪ বার
(গ) ৫ বার
(ঘ) ৬ বার
উত্তর: (ক) ৩ বার
৬৭. সূর্যশেখর গাঙ্গুলি কত বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হন?
(ক) ১৩ বছর
(খ) ১৯ বছর
(গ) ২১ বছর
(ঘ) ২৩ বছর
উত্তর: (খ) ১৯ বছর
৬৮. সূর্যশেখর গাঙ্গুলি কত বার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন?
(ক) ৪ বার
(খ) ৬ বার
(গ) ৮ বার
(ঘ) ১০ বার
উত্তর: (খ) ৬ বার
৬৯. সূর্যশেখর গাঙ্গুলি কোন সালে অর্জুন পুরষ্কার পান?
(ক) ২০০১ সালে
(খ) ২০০৩ সালে
(গ) ২০০৫ সালে
(ঘ) ২০১১ সালে
উত্তর: (গ) ২০০৫ সালে
৭০. সূর্যশেখর গাঙ্গুলি কোন্ বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন?
(ক) ২০০৫ সালে
(খ) ২০০৭ সালে
(গ) ২০০৯ সালে
(ঘ) ২০১১ সালে
উত্তর: (গ) ২০০৯ সালে
আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ
আরও পড়ুন : ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর
আরও পড়ুন : বাঙালির বিজ্ঞানচর্চা MCQ প্রশ্ন উত্তর