Describe the Garden Party in Mrs Sheridan’s home.
(Mrs. Sheridan-এর বাসভবনের বাগিচা-সভার বর্ণনা করো।)
Ans. The garden party at Mrs. Sheridan’s home is a lavish and elegant affair. The garden is beautifully manicured, with lush green grass, vibrant flowers, and intricately arranged shrubs. A marquee is set up, adorned with flowers and ribbons, where guests gather to socialize and enjoy refreshments. Tables are laden with an array of delicious food, including sandwiches, cakes and pastries. The atmosphere is lively, with music playing in the background and the sound of laughter and conversation filling the air. The party is a showcase of the Sheridan’s wealth and status, with everything meticulously planned and executed to perfection. It’s a symbol of their privileged life, disconnected from the reality of their working class neighbours, highlighting the social divide.
বাগিচা-সভা ছিল প্রাচুর্য এবং সমৃদ্ধির সমাহার। নরম, মোলায়েম সবুজ আস্তরণে আবৃত বাগানটিকে সৌন্দর্যের আখরে পরিণত করা হয়েছে। সেখানে আছে প্রাণবন্ত ফুলের মেলা এবং সূক্ষাতিসূক্ষ গুল্ম-র শয্যা। সুদৃশ্য তাঁবুও স্থাপন করা হয়েছে, যা পুষ্পে-পুষ্পে লতায়-লতায় সজ্জিত যেখানে অতিথি আগমন এবং পুঞ্জীভূত হয়ে থাকেন, সামাজিকতা এবং জলপানের উদ্দেশ্যে। টেবিলগুলি সুসজ্জিত থাকে সুস্বাদু খাবারে, স্যান্ডুইচ, কেক পেস্ট্রি যার অন্তর্গত। প্রাণবন্ত পরিবেশে, আবহ-সংগীতের প্রেক্ষাপটে অট্টহাসির গর্জন এবং আলোচনা-পর্যালোচনা বাতাস মুখরিত করে। এমন ভোজসভা শেরিডনদের বৈভব, অবস্থানের দৃষ্টান্ত তুলে ধরেছে। যেখানে সব কিছুই সুপরিকল্পিত এবং অভিনবত্বের নির্ভেজাল নিদর্শন। এই বাগান তাদের জীবন-স্বাচ্ছন্দ্যের প্রতীক এবং কর্মরত শ্রমিক শ্রেণির বাস্তবিকতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ফলে সামাজিক বিভাজনকেও আলোকপাত করেছে।
Read More – Explore the symbolism of the Sheridan family’s Garden in the story