সকলের জন্য শিক্ষা MCQ প্রশ্ন ও উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান | HS 3rd Semester Education 9th Chapter MCQ

১। উন্নিকৃষ্ণান বনাম অন্ধ্রপ্রদেশ মামলা বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষিত হয়–
(a) 1992 খ্রিস্টাব্দে
(b) 1993 খ্রিস্টাব্দে
(c) 1994 খ্রিস্টাব্দে
(d) 2000 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (d) 2000 খ্রিস্টাব্দে
২। বঙ্গীয় প্রাথমিক শিক্ষা আইন পাস হয় –
(a) 1932 খ্রিস্টাব্দে
(b) 1930 খ্রিস্টাব্দে
(c) 1919 খ্রিস্টাব্দে
(d) 1931 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (b) 1930 খ্রিস্টাব্দে
৩। সর্বশিক্ষা অভিযানে ব্রিজকোর্সের পাঠক্রমের নাম হল–
(a) সাহায্যকারী পাঠক্রম
(b) সেতু পাঠক্রম
(c) অতিরিক্ত পাঠক্রম
(d) মূল পাঠক্রম।
উত্তরঃ (b) সেতু পাঠক্রম
৪। 2011 সালের জনগণনা অনুসারে, পশ্চিমবঙ্গের যে জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি–
(a) পূর্ব মেদিনীপুর
(b) পশ্চিম মেদিনীপুর
(c) হাওড়া
(d) বর্ধমান।
উত্তরঃ (a) পূর্ব মেদিনীপুর
৫। 1991 খ্রিস্টাব্দের জনগণনার রিপোর্ট অনুযায়ী, কেরালার যে জেলা সর্বপ্রথম পূর্ণ সাক্ষরের মর্যাদা লাভ করে–
(a) ত্রিচুর জেলা
(b) কাসারগড় জেলা
(c) কর্নাল জেলা
(d) এর্নাকুলাম জেলা।
উত্তরঃ (d) এর্নাকুলাম জেলা
৬। সাক্ষরতা দেশের যে উন্নয়নে সাহায্য করে–
(a) বস্তুগত সম্পদ
(b) মানবসম্পদ
(c) কারিগরিবিদ্যা
(d) ব্যাবহারিকবিদ্যা।
উত্তরঃ (b) মানবসম্পদ
৭। “প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও।” – এই নীতি যে কর্মসূচিতে বলা হয়েছে–
(a) জাতীয় বয়স্কশিক্ষা কর্মসূচি
(b) জাতীয় সাক্ষরতা মিশন
(c) সার্বিক সাক্ষরতা অভিযান
(d) সর্বশিক্ষা অভিযান।
উত্তরঃ (b) জাতীয় সাক্ষরতা মিশন
৮। সমগ্র সাক্ষরতা প্রসার যে কর্মসূচির অন্তর্ভুক্ত –
(a) জাতীয় সাক্ষরতা কর্মসূচি
(b) জাতীয় সাক্ষরতা মিশন
(c) পূর্ণ সাক্ষরতা কর্মসূচি
(d) সার্বিক সাক্ষরতা কর্মসূচি।
উত্তরঃ (a) জাতীয় সাক্ষরতা কর্মসূচি
৯। একটি বয়স্কশিক্ষার সংস্থা হল–
(a) গ্রামীণ কলেজ
(b) প্রতিবন্ধী শিক্ষাকেন্দ্র
(c) সাক্ষরতা কেন্দ্র
(d) প্রাথমিক বিদ্যালয়।
উত্তরঃ (c) সাক্ষরতা কেন্দ্র
১০। মিড-ডে মিল যে সাক্ষরতার কর্মসূচিতে চালু হয় –
(a) জাতীয় সাক্ষরতা মিশন
(b) প্রবহমান শিক্ষা
(c) জাতীয় বয়স্কশিক্ষা কর্মসূচি
(d) সর্বশিক্ষা অভিযান।
উত্তরঃ (d) সর্বশিক্ষা অভিযান
১১। NAEP-এর সম্পূর্ণ নাম –
(a) National Adult Educand Programme
(b) National Adult Education Project
(c) National Adult Education Programme
(d) National Adult Education Policy।
উত্তরঃ (c) National Adult Education Programme
১২। PLC-এর সম্পূর্ণ নাম হল –
(a) Post Level Campaign
(b) Post Literacy Campaign
(c) Post Literacy Centre
(d) Postal Literacy Campaign
উত্তরঃ (b) Post Literacy Campaign
১৩। RFLP-এর সম্পূর্ণ নাম হল –
(a) Rural Fundamental Literacy Policy
(b) Rural Fundamental Literacy Programme
(c) Ritual Functional Literacy Programme
(d) Rural Functional Literacy Programme।
উত্তরঃ (d) Rural Functional Literacy Programme
১৪। DRC-এর সম্পূর্ণ নাম হল–
(a) Down Resource Centre
(b) District Received Centre
(c) District Resource Centre
(d) District Received Central।
উত্তরঃ (c) District Resource Centre
১৫। SRC-এর সম্পূর্ণ নাম হল–
(a) State Record Centre
(b) Stand Resource Centre
(c) State Received Centre
(d) State Resource Centre।
উত্তরঃ (d) State Resource Centre
১৬। সর্বজনীন প্রাথমিক শিক্ষার তিনটি মৌলিক বিষয় হল –
(a) সর্বজনীন শিক্ষার সুযোগ হ্রাস, সর্বজনীন ভরতির সুযোগ এবং সকলের পাঠ সমাপ্ত করা
(b) সর্বজনীন শিক্ষার সুযোগ, সর্বজনীন ভরতির সুযোগ এবং সকলের পাঠ সমাপ্ত করা
(c) সর্বজনীন শিক্ষার সুযোগ বৃদ্ধি, সর্বজনীন ভরতির সুযোগ এবং অবৈতনিক শিক্ষা
(d) সর্বজনীন শিক্ষার সুযোগ বৃদ্ধি, সর্বজনীন ভরতির সুযোগ এবং সকলের পাঠ সমাপ্ত করা।
উত্তরঃ (b) সর্বজনীন শিক্ষার সুযোগ, সর্বজনীন ভরতির সুযোগ এবং সকলের পাঠ সমাপ্ত করা
১৭। প্রবহমান শিক্ষা কী?
(a) জীবনের একটি নির্দিষ্ট সময়ের শিক্ষাকে প্রবহমান শিক্ষা বলে
(b) জীবনের শেষ সময়ের শিক্ষাকে প্রবহমান শিক্ষা বলে
(c) জীবনের শৈশবকালের শিক্ষাকে প্রবহমান শিক্ষা বলে
(d) জীবনব্যাপী চলমান শিক্ষাকে প্রবহমান শিক্ষা বলে।
উত্তরঃ (d) জীবনব্যাপী চলমান শিক্ষাকে প্রবহমান শিক্ষা বলে
১৮। ব্যাবহারিক সাক্ষরতা কাকে বলে?
(a) যখন কোনো ব্যক্তি জীবনের সকল কাজ অন্যের সাহায্য ছাড়া করতে পারে না
(b) যখন কোনো ব্যক্তি দৈনন্দিন জীবনে সামান্য সাহায্য নিয়ে সকল কাজ করে
(c) যখন কোনো ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যের সাহায্য গ্রহণ করে
(d) যখন কোনো ব্যক্তি অন্যের সাহায্য ছাড়া ব্যাবহারিক জীবনের সকল কাজকর্ম নিজে করতে পারে
উত্তরঃ (d) যখন কোনো ব্যক্তি অন্যের সাহায্য ছাড়া ব্যাবহারিক জীবনের সকল কাজকর্ম নিজে করতে পারে
১৯। কোঠারি কমিশন সাক্ষরতা সম্পর্কে কী সুপারিশ করেছিল?
(a) ভারতের প্রত্যেক নাগরিকের জন্য সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করা
(b) কৃষকদের প্রশিক্ষণ ও কার্যকরী সাক্ষরতা কর্মসূচি গ্রহণ
(c) ভারতের প্রত্যেক নাগরিকের জন্য শিক্ষার ব্যবস্থা করা
(d) প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করতে হবে।
উত্তরঃ (a) ভারতের প্রত্যেক নাগরিকের জন্য সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করা
২০। “আংশিক সময়ের সহযোগী কার্যের মাধ্যমে এবং জীবনধারণের জন্য উপার্জনের ভিত্তি হল বয়স্কশিক্ষা।” এটি বলেছেন –
(a) Houle
(b) মৌলানা আবুল কালাম আজাদ
(c) Earnest Barker
(d) অধ্যাপক VKRV Rao
উত্তরঃ (c) Earnest Barker
২১। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে সাক্ষরতার কর্মসূচি কী ছিল?
(a) 1990 খ্রিস্টাব্দের মধ্যে নিম্ন-প্রাথমিক শিক্ষা শেষ করতে হবে
(b) 1990 খ্রিস্টাব্দের মধ্যে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন এবং বয়স্কদের সাক্ষরতার কাজ সমাপ্ত করতে হবে
(c) 1990 খ্রিস্টাব্দের মধ্যে বয়স্কশিক্ষা প্রকল্পের কাজ শেষ করতে হবে
(d) 1990 খ্রিস্টাব্দের মধ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত সকলকে শিক্ষা দিতে হবে।
উত্তরঃ (b) 1990 খ্রিস্টাব্দের মধ্যে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন এবং বয়স্কদের সাক্ষরতার কাজ সমাপ্ত করতে হবে
২২। ‘সারা ভারত বয়স্কশিক্ষা সম্মেলন’ হয়েছিল –
(a) 1975 খ্রিস্টাব্দে
(b) 1948 খ্রিস্টাব্দে
(c) 1976 খ্রিস্টাব্দে
(d) 1977 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (a) 1975 খ্রিস্টাব্দে
২৩। 1975 খ্রিস্টাব্দে কততম ‘সারা ভারত বয়স্কশিক্ষা সম্মেলন’ হয়েছিল?
(a) 24 তম
(b) 22 তম
(c) 25 তম
(d) 27 তম।
উত্তরঃ (a) 24 তম
২৪। ‘National Board of Adult Education’ (NBAE) গঠিত হয় –
(a) 1985 খ্রিস্টাব্দে
(b) 1970 খ্রিস্টাব্দে
(c) 1969 খ্রিস্টাব্দে
(d) 1975 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (c) 1969 খ্রিস্টাব্দে
২৫। জাতীয় বয়স্কশিক্ষা কর্মসূচিতে সারাবছরে পঠনপাঠনের সময় স্থির করা হয় –
(a) 300-350 ঘণ্টা
(b) 300-325 ঘণ্টা
(c) 250-350 ঘণ্টা
(d) 300-400 ঘণ্টা
উত্তরঃ (a) 300-350 ঘণ্টা
২৬। গুজরাট বিদ্যাপীঠে বয়স্কশিক্ষা প্রসারে সাক্ষরতা অভিযানের কাজ শুরু হয় –
(a) 1977 খ্রিস্টাব্দের 9 মে
(b) 1990 খ্রিস্টাব্দের 10 মে
(c) 1989 খ্রিস্টাব্দের 4 মে
(d) 1988 খ্রিস্টাব্দের 1 মে।
উত্তরঃ (d) 1988 খ্রিস্টাব্দের 1 মে
২৭। 1986-87 খ্রিস্টাব্দে সকল জনগণকে সাক্ষর করে তোলার জন্য ‘সর্বসাক্ষর গ্রাম অভিযান’ যে রাজ্যে শুরু হয়
(a) বিহারে
(b) পশ্চিমবঙ্গে
(c) রাজস্থানে
(d) গুজরাটে।
উত্তরঃ (c) রাজস্থানে
২৮। পঞ্চম আন্তর্জাতিক ‘বয়স্কশিক্ষা কনফারেন্স’ হয়েছিল –
(a) আমেরিকায়
(b) ভারতে
(c) জার্মানির হামবুর্গে
(d) ফ্রান্সে।
উত্তরঃ (c) জার্মানির হামবুর্গে
২৯। 1989 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে যতগুলি ব্লকে পূর্ণ সাক্ষরতার কাজ শুরু হয়
(a) দশটি ব্লকে
(b) কুড়িটি ব্লকে
(c) দুটি ব্লকে
(d) পনেরোটি ব্লকে।
উত্তরঃ (b) কুড়িটি ব্লকে
৩০। পঞ্চম আন্তর্জাতিক ‘বয়স্কশিক্ষা কনফারেন্স’-এর মূল শিরোনাম ছিল –
(a) Adult Learning -a key from the 21st Century
(b) Adult Learning -key for the 21st Century
(c) Adult Education-a key for the 21st Century
(d) Adult Learning -a key for the 21st Century
উত্তরঃ (d) Adult Learning -a key for the 21st Century
৩১। পঞ্চম আন্তর্জাতিক ‘বয়স্কশিক্ষা কনফারেন্স’-এ বয়স্কশিক্ষার কতগুলি উদ্দেশ্যের কথা বলা হয়েছিল?
(a) 13 টি
(b) 10 টি
(c) 15 টি
(d) 11 টি।
উত্তরঃ (b) 10 টি
৩২। পঞ্চম আন্তর্জাতিক ‘বয়স্কশিক্ষা কনফারেন্স’ হয়েছিল
(a) 1988 খ্রিস্টাব্দে
(b) 1995 খ্রিস্টাব্দে
(c) 1997 খ্রিস্টাব্দে
(d) 1996 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (c) 1997 খ্রিস্টাব্দে
৩৩। ‘জাতীয় সাক্ষরতা মিশন’ প্রতিষ্ঠা করে
(a) কেন্দ্রীয় শিক্ষাদপ্তর
(b) রাজ্য শিক্ষামন্ত্রক
(c) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক
(d) প্রধানমন্ত্রী
উত্তরঃ (c) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক
৩৪। প্রবহমান শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় –
(a) 1988 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি
(b) 1990 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি
(c) 1993 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি
(d) 2002 খ্রিস্টাব্দের জানুয়ারি।
উত্তরঃ (c) 1993 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি
৩৫। জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবশ্যিকভাবে কতদিন সাক্ষরতা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে?
(a) 25 দিন
(b) 20 দিন
(c) 10 দিন
(d) 15 দিন।
উত্তরঃ (b) 20 দিন
৩৬। জাতীয় সাক্ষরতা মিশন কর্মসূচিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের আবশ্যিকভাবে সাক্ষরতা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে-
(a) 10 দিন
(b) 15 দিন
(c) 11 দিন
(d) 12 দিন।
উত্তরঃ (a) 10 দিন
৩৭। প্রবহমান শিক্ষার উদ্দেশ্যপূরণের একটি কর্মসূচি হল –
(a) পূর্ণ সাক্ষরতা অভিযান
(b) টাস্কফোর্স গঠন
(c) আয় বাড়ানোর কর্মসূচি
(d) সর্বশিক্ষা অভিযান।
উত্তরঃ (c) আয় বাড়ানোর কর্মসূচি
৩৮। CRC-এর সম্পূর্ণ নাম হল-
(a) Circle Right Corner
(b) Cluster Resource Centre
(c) Circle Resource Control
(d) Central Resource Centre
উত্তরঃ (b) Cluster Resource Centre
৩৯। DCSSA-এর সম্পূর্ণ নাম হল –
(a) Direct Committee of Sarva Shiksha Abhiyan
(b) District Control of Sarva Shiksha Abhiyan
(c) District Committee of Sarva Shiksha Abhiyan
(d) District Council of Sarva Shiksha Abhiyan
উত্তরঃ (c) District Committee of Sarva Shiksha Abhiyan
৪০। DPEP-প্রথম যে কয়টি জেলায় চালু হয় –
(a) 7 টি
(b) 9 টি
(c) 5 টি
(d) ৪ টি।
উত্তরঃ (c) 5 টি
৪১। ‘Each One Teach One’ কথাটি বলেছেন
(a) ড. লাউব্যাক
(b) রুশো
(c) গোপালকৃষ্ণ গোখলে
(d) জন ডিউই।
উত্তরঃ (a) ড. লাউব্যাক
৪২। EGS-এর সম্পূর্ণ নাম হল –
(a) Education Guarantee Scheme
(b) Education Guide Scheme
(c) Education Grant Scheme
(d) Education Guarantee Service
উত্তরঃ (a) Education Guarantee Scheme
৪৩। ‘জাতীয় সাক্ষরতা মিশন’ প্রতিষ্ঠিত হয় –
(a) মুম্বাই-এ
(b) কলকাতায়
(c) চেন্নাই-এ
(d) দিল্লিতে।
উত্তরঃ (d) দিল্লিতে
৪৪। ‘রাজ্য সাক্ষরতা মিশন’ চালু হয় –
(a) 1997-2000 খ্রিস্টাব্দে
(b) 1997-99 খ্রিস্টাব্দে
(c) 1996-97 খ্রিস্টাব্দে
(d) 1997-98 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (d) 1997-98 খ্রিস্টাব্দে
৪৫। প্রতি বছর ‘সাক্ষরতা দিবস’ হিসেবে পালন করা হয় –
(a) 4 সেপ্টেম্বর
(b) ৪ আগস্ট
(c) 9 জুন
(d) 5 সেপ্টেম্বর।
উত্তরঃ (a) 4 সেপ্টেম্বর
৪৬। MDG-এর সম্পূর্ণ নাম হল –
(a) Metro Development Goal
(b) Millennium Development Goal
(c) Multi Development Goal
(d) Millennium Developed Goal
উত্তরঃ (b) Millennium Development Goal
৪৭। বর্তমানে প্রাথমিক শিক্ষা স্তরটি কোন্ শ্রেণি পর্যন্ত?
(a) পঞ্চম শ্রেণি পর্যন্ত
(b) ষষ্ঠ শ্রেণি পর্যন্ত
(c) চতুর্থ শ্রেণি পর্যন্ত
(d) অষ্টম শ্রেণি পর্যন্ত।
উত্তরঃ (d) অষ্টম শ্রেণি পর্যন্ত
৪৮। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে শিক্ষক-শিক্ষিকা থাকার কথা বলা হয়েছে
(a) 2 জন
(b) 3 জন
(c) 4 জন
(d) 5 জন।
উত্তরঃ (b) 3 জন
৪৯। আন্তর্জাতিক ক্ষেত্রে ‘শিক্ষা মানুষের অধিকার’ বলে স্বীকৃতি পায় কত খ্রিস্টাব্দে?
(a) 1942 খ্রিস্টাব্দে
(b) 1947 খ্রিস্টাব্দে
(c) 1948 খ্রিস্টাব্দে
(d) 1951 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (c) 1948 খ্রিস্টাব্দে
৫০। সর্বজনীন প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়িত করতে কোন্ কর্মসূচি গৃহীত হয়েছে?
(a) নিরক্ষরতা দূরীকরণ
(b) সর্বশিক্ষা অভিযান
(c) বয়স্কশিক্ষা
(d) সবগুলি ঠিক।
উত্তরঃ (d) সবগুলি ঠিক।
৫১। সর্বজনীন প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করার অর্থ হল
(a) শিশুর মেধা অনুযায়ী, পাঠ শেষ করা
(b) পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ শেষ করা
(c) বয়ঃসন্ধিক্ষণ পর্যন্ত পাঠ চালিয়ে যেতে দেওয়া
(d) অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ শেষ করা।
উত্তরঃ (d) অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ শেষ করা
৫২। সর্বপ্রথম প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় –
(a) 1893 খ্রিস্টাব্দে
(b) 1874 খ্রিস্টাব্দে
(c) 1906 খ্রিস্টাব্দে
(d) 1919 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (c) 1906 খ্রিস্টাব্দে
৫৩। 1906 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন-
(a) বল্লভভাই প্যাটেল
(b) বালগঙ্গাধর তিলক
(c) লালা লাজপত রায়
(d) লর্ড কার্জন।
উত্তরঃ (b) বালগঙ্গাধর তিলক
৫৪। মানবসভ্যতার উন্নয়নের মৌলিক শর্তটি হল –
(a) সম্পদ
(b) শিক্ষা
(c) বাসস্থান
(d) খাদ্য।
উত্তরঃ (b) শিক্ষা
৫৫। ‘মুক্তশিক্ষা’ হল একটি
(a) অনিয়ন্ত্রিত শিক্ষা
(b) নিয়ন্ত্রিত শিক্ষা
(c) প্রথাবহির্ভূত শিক্ষা
(d) প্রথাগত শিক্ষা।
উত্তরঃ (c) প্রথাবহির্ভূত শিক্ষা
৫৬। বিধিমুক্ত বয়স্কশিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়
(a) 1972 খ্রিস্টাব্দে
(b) 1975 খ্রিস্টাব্দে
(c) 1978 খ্রিস্টাব্দে
(d) 1985 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (b) 1975 খ্রিস্টাব্দে
৫৭। গ্রাম্য শিক্ষা কমিটি গঠনের প্রধান উদ্দেশ্য হল –
(a) নারীশিক্ষা প্রসারে সহায়তা করা
(b) সর্বশিক্ষা অভিযানে সহায়তা করা
(c) নিরক্ষতা দূরীকরণে সহায়তা করা
(d) বয়স্কশিক্ষা প্রসারে সাহায্য করা।
উত্তরঃ (b) সর্বশিক্ষা অভিযানে সহায়তা করা
৫৮। কেন্দ্রীয় স্তরে বয়স্কশিক্ষার জাতীয় বোর্ড গঠিত হয় কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়?
(a) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(b) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(c) সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(d) অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
উত্তরঃ (b) ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
৫৯। ঘোষিত সর্বশিক্ষা অভিযান কর্মসূচির সর্বশেষ মেয়াদ হল –
(a) 2010 খ্রিস্টাব্দ পর্যন্ত
(b) 2020 খ্রিস্টাব্দ পর্যন্ত
(c) 2017 খ্রিস্টাব্দ পর্যন্ত
(d) 2015 খ্রিস্টাব্দ পর্যন্ত।
উত্তরঃ (c) 2017 খ্রিস্টাব্দ পর্যন্ত
৬০। ভারতের মধ্যে যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, তা হল-
(a) কেরল
(b) বিহার
(c) রাজস্থান
(d) মধ্যপ্রদেশ।
উত্তরঃ (b) বিহার
৬১। ভারতের মধ্যে সাক্ষরতার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হল –
(a) পঞ্চম
(b) সপ্তম
(c) একাদশ
(d) ত্রয়োদশ।
উত্তরঃ (d) ত্রয়োদশ
৬২। প্রাথমিক শিক্ষার প্রসারে যে শিক্ষানীতিতে ‘অপারেশন ব্ল্যাকবোর্ড পরিকল্পনা কার্যকরী করা হয়েছে –
(a) জাতীয় শিক্ষানীতি-1968 ও 1986-তে
(b) জাতীয় শিক্ষানীতি-1986-তে
(c) জাতীয় শিক্ষানীতি-1968-তে
(d) 1992 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতির সংশোধনীতে।
উত্তরঃ (b) জাতীয় শিক্ষানীতি-1986-তে
৬৩। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সামাজিক নিষ্ঠার ধারণাটি ব্যক্ত করে কত খ্রিস্টাব্দে?
(a) 1955 খ্রিস্টাব্দে
(b) 1963 খ্রিস্টাব্দে
(c) 1970 খ্রিস্টাব্দে
(d) 2006 খ্রিস্টাব্দে।
উত্তরঃ (b) 1963 খ্রিস্টাব্দে
৬৪। ‘জনশিক্ষা নিলয়’ গঠিত হয় –
(a) 50 টি জেলা নিয়ে
(b) 40 টি জেলা নিয়ে
(c) 30 টি জেলা নিয়ে
(d) 20 টি জেলা নিয়ে।
উত্তরঃ (b) 40 টি জেলা নিয়ে
৬৫। 1988 খ্রিস্টাব্দে জাতীয় সাক্ষরতা মিশন উদ্ঘাটন করেন-
(a) রাজীব গান্ধি
(b) অর্জুন সিং
(c) মনমোহন সিং
(d) মাধবরাও সিন্ধিয়া
উত্তরঃ (a) রাজীব গান্ধি
৬৬। কার্যকরী সাক্ষরতার মূল লক্ষ্য হল –
(a) নিজের নাম সই করতে পারা
(b) ব্যক্তি তার সম্পূর্ণ নাগরিক দায়িত্ব ও কর্তব্যপালন করতে সক্ষম হয়ে ওঠা
(c) লিখতে ও পড়তে পারা
(d) পড়া, লেখা ও সাধরণ গণিতে স্বনির্ভর হয়ে ওঠা।
উত্তরঃ (d) পড়া, লেখা ও সাধরণ গণিতে স্বনির্ভর হয়ে ওঠা
৬৭। ভারতে ‘সাক্ষর ভারত’ কর্মসূচি চালু হয় –
(a) 2001 খ্রিস্টাব্দের ৪ সেপ্টেম্বর
(b) 2004 খ্রিস্টাব্দের ৪ সেপ্টেম্বর
(c) 2009 খ্রিস্টাব্দের ৪ সেপ্টেম্বর
(d) 2011 খ্রিস্টাব্দের ৪ সেপ্টেম্বর।
উত্তরঃ (c) 2009 খ্রিস্টাব্দের ৪ সেপ্টেম্বর
৬৮। গ্রাম-পঞ্চায়েতে একটি লোকশিক্ষা কেন্দ্র স্থাপন করা হয় কতজন লোকের জন্য?
(a) 300 জন
(b) 400 জন
(c) 500 জন
(d) 700 জন।
উত্তরঃ (c) 500 জন
৬৯। 1995 খ্রিস্টাব্দের মধ্যে 14 বছর বয়স্ক সমস্ত শিশুদের সর্বজনীন, বাধ্যতামূলক, অবৈতনিক শিক্ষার আওতায় আনার পরিকল্পনার কথা উল্লেখ করা হয় যে কর্মসূচিতে, তা হল –
(a) অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে
(b) ECCE কর্মসূচিতে
(c) সর্বশিক্ষা অভিযান কর্মসূচিতে
(d) নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে।
উত্তরঃ (a) অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে
৭০। 2001 সালের আদমশুমারি অনুযায়ী, ভারতে মহিলা সাক্ষরের হার হল-
(a) 75.85%
(b) 65.38%
(c) 54.15%
(d) 60.22%
উত্তরঃ (c) 54.15%
৭১। 2011 খ্রিস্টাব্দের জনগণনার তথ্য অনুযায়ী, ভারতে সাক্ষরতার হার হল-
(a) 75.85%
(b) 74.04%
(c) 65.38%
(d) 69.22%
উত্তরঃ (b) 74.04%
৭২। গ্রামীণ ব্যাবহারিক সাক্ষরতা কর্মসূচি গৃহীত হয় –
(a) 1986 খ্রিস্টাব্দে
(b) 1988 খ্রিস্টাব্দে
(c) 1989 খ্রিস্টাব্দে
(d) 1990 খ্রিস্টাব্দে
উত্তরঃ (a) 1986 খ্রিস্টাব্দে
৭৩। 2001 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী, ভারতে পুরুষদের সাক্ষরতার হার হল –
(a) 75.85%
(b) 65.38%
(c) 61.80%
(d) 54.15%
উত্তরঃ (b) 65.38%
৭৪। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী, ভারতে মহিলা সাক্ষরতার হার হল –
(a) 65.38%
(b) 54.16%
(c) 62.38%
(d) 65.46%
উত্তরঃ (d) 65.46%
৭৫। প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য প্রতি এক কিলোমিটার অন্তর একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করে-
(a) কোঠারি কমিশন
(b) রাধাকৃষ্ণন কমিশন
(c) মুদালিয়র কমিশন
(d) সাইমন কমিশন
উত্তরঃ (a) কোঠারি কমিশন
৭৬। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী, ভারতে পুরুষের সাক্ষরতার হার –
(a) 78.29%
(b) 77.08%
(c) 82.14%
(d) 84.91%
উত্তরঃ (c) 82.14%
৭৭। বিশ্বে মোট নিরক্ষর মানুষের মধ্যে কত শতাংশ ভারতে বসবাস করে?
(a) 19.07%
(b) 21.57%
(c) 27.41%
(d) 34.60%
উত্তরঃ (d) 34.60%
৭৮। 1949 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন
(a) সর্দার বল্লভভাই প্যাটেল
(b) ড. ভীমরাও আম্বেদকর
(c) ড. হরেন্দ্রকুমার মুখার্জি
(d) আবুল কালাম আজাদ
উত্তরঃ (d) আবুল কালাম আজাদ
৭৯। POA (Programme of Action) গঠিত হয়েছিল –
(a) 1983 খ্রিস্টাব্দে
(b) 1986 খ্রিস্টাব্দে
(c) 1990 খ্রিস্টাব্দে
(d) 1992 খ্রিস্টাব্দে
উত্তরঃ (d) 1992 খ্রিস্টাব্দে
৮০। 2009 খ্রিস্টাব্দের 4 মার্চ সাক্ষরতা মিশন কর্মসূচিকে নতুন যে নামে অভিহিত করা হয়, তা হল –
(a) সাক্ষরতার নবরূপ
(b) সাক্ষর ভারত
(c) বলিষ্ঠ সাক্ষরতা
(d) সাক্ষরে জনশিক্ষা
উত্তরঃ (b) সাক্ষর ভারত
৮১। কত খ্রিস্টাব্দে পঞ্চম আন্তর্জাতিক ‘বয়স্কশিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
(a) 1992 খ্রিস্টাব্দে
(b) 1994 খ্রিস্টাব্দে
(c) 1997 খ্রিস্টাব্দে
(d) 2001 খ্রিস্টাব্দে
উত্তরঃ (c) 1997 খ্রিস্টাব্দে
৮২। ‘জাতীয় সাক্ষরতা মিশন’ যে মন্ত্রণালয়ের অধীনে, সেটি হল –
(a) রাজ্য শিক্ষা মন্ত্রণালয়
(b) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
(c) রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়
(d) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়
উত্তরঃ (d) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়
৮৩। ‘প্রবহমান শিক্ষা’ – এই কর্মসূচি কার্যকরী হয় –
(a) 1988 খ্রিস্টাব্দের 4 মে
(b) 1992 খ্রিস্টাব্দের 4 মার্চ
(c) 1993 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি
(d) 1997 খ্রিস্টাব্দের ৪ আগস্ট
উত্তরঃ (c) 1993 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি
৮৪। সাক্ষরতার দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান –
(a) নবম
(b) সপ্তম
(c) পঞ্চম
(d) চতুর্থ
উত্তরঃ (b) সপ্তম
৮৫। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বিক উন্নতির জন্য বিশেষ প্রয়োজন
(a) দারিদ্র্য দূরীকরণ
(b) সাক্ষরতার প্রসার
(c) জনসচেতনতা
(d) সবগুলিই ঠিক
উত্তরঃ (d) সবগুলিই ঠিক
৮৬। পশ্চিমবঙ্গে স্টেট রিসোর্স সেন্টার (SRC) স্থাপিত হয়
(a) 1972 খ্রিস্টাব্দে
(b) 1978 খ্রিস্টাব্দে
(c) 1989 খ্রিস্টাব্দে
(d) 1996 খ্রিস্টাব্দে
উত্তরঃ (b) 1978 খ্রিস্টাব্দে
৮৭। NLM-কর্মসূচিটি হল –
(a) প্রযুক্তিমূলক কর্মসূচি
(b) উন্নয়নমূলক কর্মসূচি
(c) শিক্ষামূলক কর্মসূচি
(d) কৃষি উন্নয়ন কর্মসূচি
উত্তরঃ (c) শিক্ষামূলক কর্মসূচি
৮৮। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী, পশ্চিমবঙ্গে পুরুষদের সাক্ষরতার হার –
(a) 65.38%
(b) 75.85%
(c) 82.67%
(d) 74.04%
উত্তরঃ (c) 82.67%
৮৯। পরাধীন ভারতে যে শিক্ষাবিদ বয়স্কশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন
(a) মহাত্মা গান্ধি
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) স্বামী বিবেকানন্দ
উত্তরঃ (b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৯০। MLL-প্রকল্পটি শুরু হয় –
(a) 1984 খ্রিস্টাব্দে
(b) 1986 খ্রিস্টাব্দে
(c) 1991 খ্রিস্টাব্দে
(d) 1995 খ্রিস্টাব্দে
উত্তরঃ (c) 1991 খ্রিস্টাব্দে
৯১। 2007 খ্রিস্টাব্দের মার্চ মাসের মধ্যে ভারতের 597টি জেলায় মহিলা নিরক্ষর বয়স্ক সাক্ষরতার হার ছিল-
(a) 50%
(b) 60%
(c) 70%
(d) 45%
উত্তরঃ (b) 60%
৯২। গ্রামপঞ্চায়েতে যতজন লোকের জন্য একটি লোকশিক্ষা কেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে, তা হল
(a) 400 জন
(b) 500 জন
(c) 750 জন
(d) 1100 জন
উত্তরঃ (b) 500 জন
৯৩। ভারতে শিশুদের মধ্যে যাদের বয়স 6-14 বছরের মধ্যে, তাদের ভারতীয় মোট জনসংখ্যার শতকরা হার হল
(a) 9.5%
(b) 14%
(c) 19%
(d) 21%
উত্তরঃ (c) 19%
৯৪। বয়স্কশিক্ষার অর্থ হল-
(a) সামাজিক শিক্ষা
(b) নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের সাক্ষর করে তোলা
(c) বয়স্কদের কার্যকরী সাক্ষর করে তোলা
(d) সবগুলি ঠিক
উত্তরঃ (c) বয়স্কদের কার্যকরী সাক্ষর করে তোলা
৯৫। UNESCO কোন্ সময়ে স্থাপিত হয়?
(a) 16 নভেম্বর, 1945
(b) 16 অক্টোবর, 1945
(c) 16 অক্টোবর, 1946
(d) 16 নভেম্বর, 1946
উত্তরঃ (a) 16 নভেম্বর, 1945
৯৬। একটি প্রাক্-প্রাথমিক শিক্ষালয়ের নাম –
(a) পলিটেকনিক
(b) মাধ্যমিক বিদ্যালয়
(c) নিম্নবুনিয়াদি
(d) মন্তেসরি স্কুল
উত্তরঃ (d) মন্তেসরি স্কুল
৯৭। কাসা দাই বামবিনি (Casa Dei Bambini) প্রতিষ্ঠা করেন
(a) রুশো
(b) ডিউই
(c) ফ্রয়েবেল
(d) মাদাম মন্তেসরি
উত্তরঃ (d) মাদাম মন্তেসরি
৯৮। ‘কাসা দাই বামবিনি’-এর অর্থ হল –
(a) বিদ্যালয়
(b) শিশুদের জন্য গৃহ
(c) পিতৃগৃহ
(d) কোনোটিই নয়
উত্তরঃ (b) শিশুদের জন্য গৃহ
৯৯। অ্যাবাকাস কোন্ বিষয় শিক্ষার উপকরণ?
(a) গণিত
(b) ভূগোল
(c) ইংরেজি
(d) সবগুলি ঠিক
উত্তরঃ (a) গণিত
১০০। কোন্টি প্রাক্-প্রাথমিক শিক্ষালয় নয়?
(a) কিন্ডারগার্টেন স্কুল
(b) নার্সারি স্কুল
(c) মন্তেসরি স্কুল
(d) নিম্ন-বুনিয়াদি স্কুল
উত্তরঃ (d) নিম্ন-বুনিয়াদি স্কুল
১০১। UNESCO-এর Global Monitoring Report-এ জানা যায়, ভারতের অগ্রগতি আশাব্যঞ্জক নয় –
(a) 1988 খ্রিস্টাব্দে
(b) 1978 খ্রিস্টাব্দে
(c) 1998 খ্রিস্টাব্দে
(d) 2008 খ্রিস্টাব্দে
উত্তরঃ (d) 2008 খ্রিস্টাব্দে
১০২। বিশ্ব মানব অধিকার ঘোষণা করা হয় –
(a) 1952 খ্রিস্টাব্দে
(b) 1948 খ্রিস্টাব্দে
(c) 1964 খ্রিস্টাব্দে
(d) 1942 খ্রিস্টাব্দে
উত্তরঃ (b) 1948 খ্রিস্টাব্দে
১০৩। সর্বশিক্ষা মিশনের পরিকল্পনা গ্রহণ করা হয়
(a) 1998 খ্রিস্টাব্দে
(b) 1997 খ্রিস্টাব্দে
(c) 2001 খ্রিস্টাব্দে
(d) 2004 খ্রিস্টাব্দে
উত্তরঃ (c) 2001 খ্রিস্টাব্দে
১০৪। 1988 খ্রিস্টাব্দে জাতীয় সাক্ষরতা মিশনের কর্মসূচি উদ্ঘাটন করেন-
(a) মনমোহন সিং
(b) প্রণব মুখোপাধ্যায়
(c) ইন্দিরা গান্ধি
(d) রাজীব গান্ধি
উত্তরঃ (d) রাজীব গান্ধি
১০৫। ভারতের প্রতিটি শিশুকে 14 বছর বয়স পর্যন্ত বিদ্যালয়ে ধরে রাখতে হবে। এই কথাটি বলা হয়েছে
(a) 1968 খ্রিস্টাব্দে
(b) 1947 খ্রিস্টাব্দে
(c) 1964 খ্রিস্টাব্দে
(d) 1986 খ্রিস্টাব্দে
উত্তরঃ (d) 1986 খ্রিস্টাব্দে
১০৬। পরাধীন ভারতবর্ষে 1906 সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছিলেন-
(a) বালগঙ্গাধর তিলক
(b) মোরারজি দেশাই
(c) বল্লভভাই প্যাটেল
(d) জওহরলাল নেহরু
উত্তরঃ (a) বালগঙ্গাধর তিলক
১০৭। আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয় –
(a) বরোদায়
(b) হিমাচল প্রদেশে
(c) ত্রিপুরায়
(d) কলকাতায়
উত্তরঃ (a) বরোদায়
১০৮। 1912 খ্রিস্টাব্দে আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর মোট সংখ্যা ছিল –
(a) 25 লক্ষ
(b) 50 লক্ষ
(c) 95 লক্ষ
(d) 75 লক্ষ
উত্তরঃ (b) 50 লক্ষ
১০৯। 1975 খ্রিস্টাব্দে আয়োজিত সারাভারত বয়স্কশিক্ষা সম্মেলনের বিষয়বস্তু ছিল –
(a) প্রথাবর্জিত শিক্ষা
(b) প্রাথমিক শিক্ষা
(c) নিয়ন্ত্রিত শিক্ষা
(d) মাধ্যমিক শিক্ষা
উত্তরঃ (a) প্রথাবর্জিত শিক্ষা
১১০। মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার আইন প্রবর্তিত হয়-
(a) 1913 খ্রিস্টাব্দে
(b) 1929 খ্রিস্টাব্দে
(c) 1919 খ্রিস্টাব্দে
(d) 1909 খ্রিস্টাব্দে
উত্তরঃ (c) 1919 খ্রিস্টাব্দে
১১১। পরাধীন ভারতবর্ষে সর্বপ্রথম যার নেতৃত্বে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করার উদ্যোগ গ্রহণ করা হয়, তিনি হলেন-
(a) গোপালকৃয় গান্ধি
(b) গোপালকৃয় গোখলে
(c) মোহনদাস করমচাঁদ গান্ধি
(d) জওহরলাল নেহরু
উত্তরঃ (b) গোপালকৃষ্ণ গোখলে
১১২। বোম্বাই প্রদেশে মিউনিসিপ্যাল এলাকায় যার উদ্যোগে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, তিনি হলেন –
(a) বল্লভভাই প্যাটেল
(b) শেখরভাই প্যাটেল
(c) দেশমুখভাই প্যাটেল
(d) ব্রিজেস প্যাটেল
উত্তরঃ (a) বল্লভভাই প্যাটেল
১১৩। ষষ্ঠ আন্তর্জাতিক বয়ষ্কশিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় –
(a) ব্রাজিলে
(b) ফ্রান্সে
(c) সুইডেনে
(d) রাশিয়াতে
উত্তরঃ (a) ব্রাজিলে
১১৪। শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে বোঝায়-
(a) পরীক্ষায় বিফল হয়ে একই শ্রেণিতে শিক্ষার্থীর থেকে যাওয়া
(b) আর্থিক অপচয় বৃদ্ধি
(c) শ্রেণিতে শিক্ষকের অনুপস্থিতি
(d) বিদ্যালয়ছুটদের সংখ্যা বৃদ্ধি হওয়া
উত্তরঃ (a) পরীক্ষায় বিফল হয়ে একই শ্রেণিতে শিক্ষার্থীর থেকে যাওয়া
১১৫। সর্বজনীন ও অবৈতনিক শিক্ষা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয়-
(a) 2000 খ্রিস্টাব্দ থেকে
(b) 2002 খ্রিস্টাব্দ থেকে
(c) 2006 খ্রিস্টাব্দ থেকে
(d) 2008 খ্রিস্টাব্দ থেকে
উত্তরঃ (b) 2002 খ্রিস্টাব্দ থেকে
১১৬। শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সংবিধানের
(a) 15 (A) নং ধারায়
(b) 21(A) নং ধারায়
(c) 29(A) নং ধারায়
(d) 45(A) নং ধারায়
উত্তরঃ (b) 21(A) নং ধারায়
১১৭। বয়স্কশিক্ষা ও সাক্ষরতা কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য মৌলানা আবুল কালাম আজাদ বরাদ্দ করেন-
(a) 1 কোটি টাকা
(b) 2 কোটি টাকা
(c) 3 কোটি টাকা
(d) 4 কোটি টাকা
উত্তরঃ (a) 1 কোটি টাকা
১১৮। 1965 খ্রিস্টব্দে ‘Education of illiteracy’ শীর্ষক বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় –
(a) তেহরানে
(b) ফ্রান্সে
(c) ব্রাজিলে
(d) আমেরিকায়
উত্তরঃ (a) তেহরানে
১১৯। UPE-এর পূর্ণরূপটি হল-
[WBCHSE ’24]
(a) United Primary Education
(b) Universal Primary Education
(c) Universal Pre-primary Education
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (b) Universal Primary Education
১২০। UEE-এর সম্পূর্ণ রূপটি কী?
(a) Universalisation of Early Education
(b) University Education Economy
(c) United Elementary Education
(d) Universalisation of Elementary Education
উত্তরঃ (d) Universalisation of Elementary Education
১২১। শিক্ষার অধিকার আইন পাশ হয়
(a) 2009 সালে
(b) 2010 সালে
(c) 2008 সালে
(d) 2007 সালে
উত্তরঃ (a) 2009 সালে
আরো পড়ুন : স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশনসমূহ MCQ প্রশ্ন উত্তর
আরো পড়ুন : মহান শিক্ষকগণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানসমূহ MCQ প্রশ্ন উত্তর