নীতিবিজ্ঞানের স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো

নীতিবিজ্ঞানের স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো

নীতিবিজ্ঞানের স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো
নীতিবিজ্ঞানের স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো

নীতিবিজ্ঞানের স্বরূপ বা বৈশিষ্ট্য

মানুষ বিভিন্ন জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে দৈনন্দিন জীবনযাপন করলেও এর অতিরিক্ত মানুষের একটি নৈতিক জীবন আছে। এই নৈতিক জীবনে মানুষ কোনো এক আদর্শের মাপকাঠিতে নিজের বা অপরের আচরণের ভালোত্ব-মন্দত্ব, ঔচিত্য-অনৌচিত্য ইত্যাদি নির্ধারণ করে। আর ওই আদর্শের অনুসন্ধান করে নীতিবিদ্যা। নীতিবিদ্যার স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি হল-

(1) নীভিবিজ্ঞান হল বিজ্ঞান: নীতিবিদ্যা একটি বিজ্ঞান। প্রত্যেক বিজ্ঞানের যেমন একটি নির্দিষ্ট আলোচ্য বিষয় আছে এবং প্রতিটি বিজ্ঞান যেমন নিজ নিজ বিষয়বস্তু সম্বন্ধে বিচার-বিশ্লেষণপূর্বক সুনিশ্চিত, সুসংবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞান প্রদান করে, নীতিবিদ্যারও তেমনি একটি নির্দিষ্ট আলোচ্য বিষয় রয়েছে এবং সেই বিষয় সম্বন্ধে সুনিশ্চিত ও সুসংবদ্ধ জ্ঞান প্রদান করাই নীতিবিদ্যার লক্ষ্য।

(2) নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান: এক পরম আদর্শের মাপকাঠিতে নীতিবিজ্ঞান মানুষের আচরণের মূল্য নিরূপণ করে। এই আদর্শ হল পরম কল্যাণের আদর্শ। এই পরম আদর্শের স্বরূপ উদ্‌ঘাটন করাই নীতিবিজ্ঞানের লক্ষ্য।

(3) নীতিবিদ্যা মানুষের আচরণের মূল্যায়ন কার : নীতিবিদ্যা সমাজবদ্ধ মানুষের আচরণের মূল্যায়ন করে। কেন-না, সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই মানুষের আচরণের ভালোত্ব-মন্দত্ব নিরূপণ করা যায়। সমাজ বহির্ভূত মানুষের আচরণ নীতিবিজ্ঞানের লক্ষ্য নয়।

(4) নীতিবিদ্যা ঐচ্ছিক ক্রিয়ার মূল্যায়ন কার: নীতিবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের আচরণের মূল্যায়ন করলেও মানুষের সকল আচরণ বা ক্রিয়ার মূল্যায়ন করে না। যে ক্রিয়া মানুষ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সম্পূর্ণ স্বাধীনভাবে ও সচেতনভাবে সম্পাদন করে অর্থাৎ মানুষের ঐচ্ছিক ক্রিয়ারই মূল্যায়ন করে। ঐচ্ছিক ক্রিয়ার দায়ভার মানুষ নিজেই বহন করে বলে এই ক্রিয়ার ভালোত্ব-মন্দত্ব নির্ধারণ করা যায়।

(5) নীতিবিদ্যা মানুষের আচরণ বিশ্লেষণ কার: নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের উচিত এবং অনুচিত আচরণের বিশ্লেষণ করে। মানুষের যে কাজ সামাজিক নিয়মবিধি, রীতিনীতি মেনে করা হয় সেটি উচিত কাজ। অপরদিকে যে কাজ সামাজিক নিয়মবিধি, রীতিনীতি মেনে করা হয় না সেটি অনুচিত কাজ।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment